ক্রীড়া ডেস্ক
শিরোপা লড়াইয়ে টিকে থাকার গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিবেশী এভারটনের মুখোমুখি হয়েছিল লিভারপুল। ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল এভারটনের জন্যও। অবনমন ঠেকাতে হলে এখন প্রতিটা ম্যাচই তাদের জন্য বাঁচা-মরার। সেই লড়াইয়ে লিভারপুলকে ঠেকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করেও পারেনি এভারটন।
মার্সেসেইড ডার্বির উত্তেজনাপূর্ণ ম্যাচে এভারটনকে ২-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে টিকে থাকল লিভারপুল। আর এই হারে অবনমনের শঙ্কা আরও বাড়ল এভারটনের। তাদের অবস্থান এখন ১৮ নম্বরে।
অ্যানফিল্ডে শুরু থেকেই দুই বিপরীত কৌশলে খেলতে শুরু লিভারপুল ও এভারটন। স্বাগতিক লিভারপুল যেখানে আক্রমণাত্মক ফুটবলে গোল আদায়ের চেষ্টা করে, সেখানে এভারটনের লক্ষ্য ছিল রক্ষণ সামলে প্রতি আক্রমণের যাওয়ার। প্রথমার্ধে লিভারপুলকে ঠিকই আটকে রাখতে সক্ষম হয় তারা। এর মাঝে দুই প্রতিবেশী দলের খেলোয়াড়দের মাঝে বেশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতিরও সৃষ্টি হয়। যদিও রেফারির হস্তক্ষেপে বেশি দূর গড়ায়নি তা।
বিরতির পর একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয় লিভারপুল। ফল পেতে ডিবক অরিগি আর লুইস দিয়াজকে মাঠে নামান ক্লপ। এই পরিবর্তনের পরপরই সাফল্য পায় লিভারপুল। সালাহর অ্যাসিস্টে দারুণ এক হেডে লিভারপুলকে এগিয়ে দেন অ্যান্ডি রবার্টসন। আর ৮৫ মিনিটে গোল করেন বদলি হিসেবে নামা অরিগি। এই দুই গোলেই লড়াইয়ে থাকল ‘অল রেড’রা। এ জয়ে ম্যানসিটির সঙ্গে ১ পয়েন্টের পার্থক্যই থাকল লিভারপুলের। ৩৩ ম্যাচে সিটির পয়েন্ট ৮০ আর লিভারপুলের পয়েন্ট ৭৯।
শিরোপা লড়াইয়ে টিকে থাকার গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিবেশী এভারটনের মুখোমুখি হয়েছিল লিভারপুল। ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল এভারটনের জন্যও। অবনমন ঠেকাতে হলে এখন প্রতিটা ম্যাচই তাদের জন্য বাঁচা-মরার। সেই লড়াইয়ে লিভারপুলকে ঠেকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করেও পারেনি এভারটন।
মার্সেসেইড ডার্বির উত্তেজনাপূর্ণ ম্যাচে এভারটনকে ২-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে টিকে থাকল লিভারপুল। আর এই হারে অবনমনের শঙ্কা আরও বাড়ল এভারটনের। তাদের অবস্থান এখন ১৮ নম্বরে।
অ্যানফিল্ডে শুরু থেকেই দুই বিপরীত কৌশলে খেলতে শুরু লিভারপুল ও এভারটন। স্বাগতিক লিভারপুল যেখানে আক্রমণাত্মক ফুটবলে গোল আদায়ের চেষ্টা করে, সেখানে এভারটনের লক্ষ্য ছিল রক্ষণ সামলে প্রতি আক্রমণের যাওয়ার। প্রথমার্ধে লিভারপুলকে ঠিকই আটকে রাখতে সক্ষম হয় তারা। এর মাঝে দুই প্রতিবেশী দলের খেলোয়াড়দের মাঝে বেশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতিরও সৃষ্টি হয়। যদিও রেফারির হস্তক্ষেপে বেশি দূর গড়ায়নি তা।
বিরতির পর একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয় লিভারপুল। ফল পেতে ডিবক অরিগি আর লুইস দিয়াজকে মাঠে নামান ক্লপ। এই পরিবর্তনের পরপরই সাফল্য পায় লিভারপুল। সালাহর অ্যাসিস্টে দারুণ এক হেডে লিভারপুলকে এগিয়ে দেন অ্যান্ডি রবার্টসন। আর ৮৫ মিনিটে গোল করেন বদলি হিসেবে নামা অরিগি। এই দুই গোলেই লড়াইয়ে থাকল ‘অল রেড’রা। এ জয়ে ম্যানসিটির সঙ্গে ১ পয়েন্টের পার্থক্যই থাকল লিভারপুলের। ৩৩ ম্যাচে সিটির পয়েন্ট ৮০ আর লিভারপুলের পয়েন্ট ৭৯।
ব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
২ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
৪ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
৪ ঘণ্টা আগে