ক্রীড়া ডেস্ক
এর চেয়ে সুন্দরভাবে নতুন মৌসুম বায়ার লেভারকুসেন আর কীভাবে শুরু করতে পারত? রুদ্ধশ্বাস এক ফাইনালে প্রথমবারের মতো জিতল জার্মান সুপার কাপ। চ্যাম্পিয়ন হওয়ার পর নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না কোচ জাবি আলোনসো।
লেভারকুসেনের বে অ্যারেনায় গত রাতে জার্মান সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল লেভারকুসেন ও স্টুটগার্ট। আক্রমণ ও প্রতি আক্রমণে লড়াই জমে ওঠে দুই দলের। ১১ মিনিটে ভিক্টর বোনাফেসের গোলে প্রথমে এগিয়ে যায় লেভারকুসেন। ৪ মিনিট পর এনজো মিলোত সমতায় ফেরান স্টুটগার্ট। কিছুক্ষণ পরই দুঃসংবাদ শোনে জাবি আলোনসোর দল। লেভারকুসেনর ফরোয়ার্ড মার্টিন টেরিয়ার ৩৭ মিনিটে দেখেন লাল কার্ড। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় শেষ হওয়ার পর ৬৩ মিনিটে স্টুটগার্টকে এগিয়ে নেন দেনিজ উনদাভ।
১০ জনের লেভারকুসেন ‘বাজি’ খেলে ৭৩ মিনিটে। ডিফেন্ডার রবার্ট আনদ্রিচকে উঠিয়ে স্ট্রাইকার প্যাট্রিক শিককে নামান আলোনসো। লেভারকুসেনের পরাজয় যখন সময়ের ব্যাপার ছিল, তখনই সমতায় ফেরান শিক। ৮৮ মিনিটে আলেহান্দ্রো গ্রিমালদোর অ্যাসিস্টে গোল করেন শিক। ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ালে শেষ হাসি হাসে লেভারকুসেন। পেনাল্টি শুটআউটে স্টুটগার্টকে ৪-৩ গোলে হারিয়ে প্রথমবারের মতো জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন হয় লেভারকুসেন। ম্যাচ শেষে আলোনসো বলেন, ‘শেষ ১০ থেকে ১৫ মিনিট এক খেলোয়াড় কম নিয়ে যেভাবে খেলেছি, সমতায় ফিরেছি, আসলেই অবিশ্বাস্য। মৌসুম এভাবে শুরু করতে পেরে ভীষণ খুশি। স্পিরিটটা আমরা ফিরে পেয়েছি।’
নবম দল হিসেবে জার্মান সুপার কাপ জিতল লেভারকুসেন। সর্বোচ্চ ১০ বার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। দুইয়ে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড। ছয়বার টুর্নামেন্টের শিরোপা জিতেছে ডর্টমুন্ড। তিনবার জিতেছে ভের্ডার ব্রেমেন। লেভারকুসেনের মতো একবার করে শিরোপা জিতেছে শালকে ফোর, স্টুটগার্ট, লাইপজিগ, ভলফসবুর্গ ও কাইজারস্লটার্ন।
এর চেয়ে সুন্দরভাবে নতুন মৌসুম বায়ার লেভারকুসেন আর কীভাবে শুরু করতে পারত? রুদ্ধশ্বাস এক ফাইনালে প্রথমবারের মতো জিতল জার্মান সুপার কাপ। চ্যাম্পিয়ন হওয়ার পর নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না কোচ জাবি আলোনসো।
লেভারকুসেনের বে অ্যারেনায় গত রাতে জার্মান সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল লেভারকুসেন ও স্টুটগার্ট। আক্রমণ ও প্রতি আক্রমণে লড়াই জমে ওঠে দুই দলের। ১১ মিনিটে ভিক্টর বোনাফেসের গোলে প্রথমে এগিয়ে যায় লেভারকুসেন। ৪ মিনিট পর এনজো মিলোত সমতায় ফেরান স্টুটগার্ট। কিছুক্ষণ পরই দুঃসংবাদ শোনে জাবি আলোনসোর দল। লেভারকুসেনর ফরোয়ার্ড মার্টিন টেরিয়ার ৩৭ মিনিটে দেখেন লাল কার্ড। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় শেষ হওয়ার পর ৬৩ মিনিটে স্টুটগার্টকে এগিয়ে নেন দেনিজ উনদাভ।
১০ জনের লেভারকুসেন ‘বাজি’ খেলে ৭৩ মিনিটে। ডিফেন্ডার রবার্ট আনদ্রিচকে উঠিয়ে স্ট্রাইকার প্যাট্রিক শিককে নামান আলোনসো। লেভারকুসেনের পরাজয় যখন সময়ের ব্যাপার ছিল, তখনই সমতায় ফেরান শিক। ৮৮ মিনিটে আলেহান্দ্রো গ্রিমালদোর অ্যাসিস্টে গোল করেন শিক। ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ালে শেষ হাসি হাসে লেভারকুসেন। পেনাল্টি শুটআউটে স্টুটগার্টকে ৪-৩ গোলে হারিয়ে প্রথমবারের মতো জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন হয় লেভারকুসেন। ম্যাচ শেষে আলোনসো বলেন, ‘শেষ ১০ থেকে ১৫ মিনিট এক খেলোয়াড় কম নিয়ে যেভাবে খেলেছি, সমতায় ফিরেছি, আসলেই অবিশ্বাস্য। মৌসুম এভাবে শুরু করতে পেরে ভীষণ খুশি। স্পিরিটটা আমরা ফিরে পেয়েছি।’
নবম দল হিসেবে জার্মান সুপার কাপ জিতল লেভারকুসেন। সর্বোচ্চ ১০ বার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। দুইয়ে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড। ছয়বার টুর্নামেন্টের শিরোপা জিতেছে ডর্টমুন্ড। তিনবার জিতেছে ভের্ডার ব্রেমেন। লেভারকুসেনের মতো একবার করে শিরোপা জিতেছে শালকে ফোর, স্টুটগার্ট, লাইপজিগ, ভলফসবুর্গ ও কাইজারস্লটার্ন।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৪ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৬ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৭ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
৮ ঘণ্টা আগে