ক্রীড়া ডেস্ক
এর চেয়ে সুন্দরভাবে নতুন মৌসুম বায়ার লেভারকুসেন আর কীভাবে শুরু করতে পারত? রুদ্ধশ্বাস এক ফাইনালে প্রথমবারের মতো জিতল জার্মান সুপার কাপ। চ্যাম্পিয়ন হওয়ার পর নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না কোচ জাবি আলোনসো।
লেভারকুসেনের বে অ্যারেনায় গত রাতে জার্মান সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল লেভারকুসেন ও স্টুটগার্ট। আক্রমণ ও প্রতি আক্রমণে লড়াই জমে ওঠে দুই দলের। ১১ মিনিটে ভিক্টর বোনাফেসের গোলে প্রথমে এগিয়ে যায় লেভারকুসেন। ৪ মিনিট পর এনজো মিলোত সমতায় ফেরান স্টুটগার্ট। কিছুক্ষণ পরই দুঃসংবাদ শোনে জাবি আলোনসোর দল। লেভারকুসেনর ফরোয়ার্ড মার্টিন টেরিয়ার ৩৭ মিনিটে দেখেন লাল কার্ড। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় শেষ হওয়ার পর ৬৩ মিনিটে স্টুটগার্টকে এগিয়ে নেন দেনিজ উনদাভ।
১০ জনের লেভারকুসেন ‘বাজি’ খেলে ৭৩ মিনিটে। ডিফেন্ডার রবার্ট আনদ্রিচকে উঠিয়ে স্ট্রাইকার প্যাট্রিক শিককে নামান আলোনসো। লেভারকুসেনের পরাজয় যখন সময়ের ব্যাপার ছিল, তখনই সমতায় ফেরান শিক। ৮৮ মিনিটে আলেহান্দ্রো গ্রিমালদোর অ্যাসিস্টে গোল করেন শিক। ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ালে শেষ হাসি হাসে লেভারকুসেন। পেনাল্টি শুটআউটে স্টুটগার্টকে ৪-৩ গোলে হারিয়ে প্রথমবারের মতো জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন হয় লেভারকুসেন। ম্যাচ শেষে আলোনসো বলেন, ‘শেষ ১০ থেকে ১৫ মিনিট এক খেলোয়াড় কম নিয়ে যেভাবে খেলেছি, সমতায় ফিরেছি, আসলেই অবিশ্বাস্য। মৌসুম এভাবে শুরু করতে পেরে ভীষণ খুশি। স্পিরিটটা আমরা ফিরে পেয়েছি।’
নবম দল হিসেবে জার্মান সুপার কাপ জিতল লেভারকুসেন। সর্বোচ্চ ১০ বার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। দুইয়ে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড। ছয়বার টুর্নামেন্টের শিরোপা জিতেছে ডর্টমুন্ড। তিনবার জিতেছে ভের্ডার ব্রেমেন। লেভারকুসেনের মতো একবার করে শিরোপা জিতেছে শালকে ফোর, স্টুটগার্ট, লাইপজিগ, ভলফসবুর্গ ও কাইজারস্লটার্ন।
এর চেয়ে সুন্দরভাবে নতুন মৌসুম বায়ার লেভারকুসেন আর কীভাবে শুরু করতে পারত? রুদ্ধশ্বাস এক ফাইনালে প্রথমবারের মতো জিতল জার্মান সুপার কাপ। চ্যাম্পিয়ন হওয়ার পর নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না কোচ জাবি আলোনসো।
লেভারকুসেনের বে অ্যারেনায় গত রাতে জার্মান সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল লেভারকুসেন ও স্টুটগার্ট। আক্রমণ ও প্রতি আক্রমণে লড়াই জমে ওঠে দুই দলের। ১১ মিনিটে ভিক্টর বোনাফেসের গোলে প্রথমে এগিয়ে যায় লেভারকুসেন। ৪ মিনিট পর এনজো মিলোত সমতায় ফেরান স্টুটগার্ট। কিছুক্ষণ পরই দুঃসংবাদ শোনে জাবি আলোনসোর দল। লেভারকুসেনর ফরোয়ার্ড মার্টিন টেরিয়ার ৩৭ মিনিটে দেখেন লাল কার্ড। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় শেষ হওয়ার পর ৬৩ মিনিটে স্টুটগার্টকে এগিয়ে নেন দেনিজ উনদাভ।
১০ জনের লেভারকুসেন ‘বাজি’ খেলে ৭৩ মিনিটে। ডিফেন্ডার রবার্ট আনদ্রিচকে উঠিয়ে স্ট্রাইকার প্যাট্রিক শিককে নামান আলোনসো। লেভারকুসেনের পরাজয় যখন সময়ের ব্যাপার ছিল, তখনই সমতায় ফেরান শিক। ৮৮ মিনিটে আলেহান্দ্রো গ্রিমালদোর অ্যাসিস্টে গোল করেন শিক। ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ালে শেষ হাসি হাসে লেভারকুসেন। পেনাল্টি শুটআউটে স্টুটগার্টকে ৪-৩ গোলে হারিয়ে প্রথমবারের মতো জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন হয় লেভারকুসেন। ম্যাচ শেষে আলোনসো বলেন, ‘শেষ ১০ থেকে ১৫ মিনিট এক খেলোয়াড় কম নিয়ে যেভাবে খেলেছি, সমতায় ফিরেছি, আসলেই অবিশ্বাস্য। মৌসুম এভাবে শুরু করতে পেরে ভীষণ খুশি। স্পিরিটটা আমরা ফিরে পেয়েছি।’
নবম দল হিসেবে জার্মান সুপার কাপ জিতল লেভারকুসেন। সর্বোচ্চ ১০ বার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। দুইয়ে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড। ছয়বার টুর্নামেন্টের শিরোপা জিতেছে ডর্টমুন্ড। তিনবার জিতেছে ভের্ডার ব্রেমেন। লেভারকুসেনের মতো একবার করে শিরোপা জিতেছে শালকে ফোর, স্টুটগার্ট, লাইপজিগ, ভলফসবুর্গ ও কাইজারস্লটার্ন।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৮ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৮ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১০ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১২ ঘণ্টা আগে