এবার আর ফেরালেন না মেসি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ২৭
Thumbnail image

লিওনেল মেসির সঙ্গে জার্সি বিনিময়ের অনেক চেষ্টা করেছিলেন আলফোনসো ডেভিস। কানাডিয়ান ফুটবলার অবশেষে গতকাল সফল হয়েছেন। পার্ক দে প্রিন্সেসে গতকাল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-বায়ার্ন মিউনিখ ম্যাচে জার্সি বিনিময় করলেন ডেভিস ও মেসি।

গতকাল উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয় পিএসজি ও বায়ার্ন। এই ম্যাচে ১-০ তে হেরে যায় প্যারিসিয়ানরা। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মেসি ও ডেভিস জার্সি বিনিময় করেছেন।

এই নিয়ে দ্বিতীয় বার মেসির সঙ্গে জার্সি বিনিময় করতে চেয়েছেন ডেভিস। ন্যু ক্যাম্পে ২০২০ চ্যাম্পিয়নস লিগে মেসির জার্সি নিতে চেয়েছিলেন তিনি। কানাডিয়ান এই ফুটবলার দুবারই বায়ার্নে থাকলেও মেসির দল ছিল ভিন্ন। আর্জেন্টাইন তারকা দুবারই পরাজিত দলের খেলোয়াড়। সেবার বার্সেলোনাকে ৮-২ গোলে হারিয়েছিল বায়ার্ন। বিটি স্পোর্টকে তখন ডেভিস বলেছিলেন, ‘আমি জার্সি বিনিময়ের কথা বলেছিলাম তাকে। তবে সে কিছুটা বিমর্ষ ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত