ক্রীড়া ডেস্ক
ক্রিকেট হোক বা ফুটবল, মেজর কোনো টুর্নামেন্টে কথার লড়াই কি না থেকে পারে? যদি থাকে ব্রাজিলের মতো দল, তাহলে তো আলোচনা থামার নয়। টুর্নামেন্টে টিকে থাকুক বা ছিটকে যাক, সেলেসাওদের নিয়ে চলতে থাকে একের পর এক কথাবার্তা।
ব্রাজিলের ফুটবলার আন্দ্রেস পেরেইরার ওপর এবার ক্ষোভ ঝেরেছেন সুয়ারেজ। ব্রাজিল-উরুগুয়ে কোয়ার্টার ফাইনালের আগে পেরেইরা মন্তব্য করেছিলেন যে তাদের (ব্রাজিল) মিডফিল্ড অনেক ভালো। নাম ধরে ধরে তুলনা করলে উরুগুয়ে এমন একটা দলের ব্যাপারেই স্বপ্ন দেখবে বলে জানিয়েছিলেন পেরেইরা। পেরেইরার এমন কথার জবাবের সুযোগ যে পেয়েই গেলেন গতকাল অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে। মূল ম্যাচ গোলশূন্য ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে উরুগুয়ে। ব্রাজিলকে ম্যাচজুড়েই লেগেছে ছন্নছাড়া। উরুগুয়ে সেমিফাইনালে ওঠার পর সাংবাদিকদের সুয়ারেজ বলেন, ‘বিশ্বের সেরা মিডফিল্ডার আমাদের আছে। আছে বিশ্বসেরা ফুটবলারও। উরুগুয়ে নিয়ে কথা বলার সময় আরও সম্মান দেখানো উচিত। উরুগুয়ের ইতিহাস তো জানতে হবে।’
মিডফিল্ডের তুলনা করলে সুয়ারেজের কথা একেবারেই অযৌক্তিক নয়। ফেদেরিকো ভালভার্দে, ম্যানুয়েল উগার্তের মতো মিডফিল্ডাররা গতকাল ছিলেন উরুগুয়ের মূল একাদশে। পেনাল্টি শুটআউটে তুলির শেষ আঁচড় তো দেন উগার্তেই। প্রসঙ্গক্রমে আরেক মিডফিল্ডার জর্জিয়ান দি আরাসকেইতার নাম উল্লেখ করে সুয়ারেজ বলেন, ‘যদি আমাকে জিজ্ঞেস করা হতো ব্রাজিলের কোন ফুটবলারকে চাই, তাহলে আমি বিশেষ একজনের কথা বলতাম। তিনি আরাসকিতাকে (জর্জিয়ান) ফ্ল্যামেঙ্গোর রিজার্ভ হিসেবে দেখতে চাই। ব্রাজিলের সেরা ফুটবলার তো তিনিই (যিনি মন্তব্য করেছেন)। তাই ভেবে দেখুন, সেটা শুনে আমাদের কেমন লেগেছিল।’
কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর অবশ্য সুর বদলেছেন পেরেইরা। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার বলেন, ‘খুব সাধারণ একটা কথা বলেছি যে আমাদের (ব্রাজিল) খেলোয়াড়দের ভালো মনে হচ্ছে আমার কাছে। যদি সেটা তাদের সুবিধামত কাজে লাগাতে পারে, তাহলে তারা যা কিছু করতে পারে। তবে উরুগুয়ের প্রতি কোনো রকম অশ্রদ্ধা দেখাইনি আমি।’
ক্রিকেট হোক বা ফুটবল, মেজর কোনো টুর্নামেন্টে কথার লড়াই কি না থেকে পারে? যদি থাকে ব্রাজিলের মতো দল, তাহলে তো আলোচনা থামার নয়। টুর্নামেন্টে টিকে থাকুক বা ছিটকে যাক, সেলেসাওদের নিয়ে চলতে থাকে একের পর এক কথাবার্তা।
ব্রাজিলের ফুটবলার আন্দ্রেস পেরেইরার ওপর এবার ক্ষোভ ঝেরেছেন সুয়ারেজ। ব্রাজিল-উরুগুয়ে কোয়ার্টার ফাইনালের আগে পেরেইরা মন্তব্য করেছিলেন যে তাদের (ব্রাজিল) মিডফিল্ড অনেক ভালো। নাম ধরে ধরে তুলনা করলে উরুগুয়ে এমন একটা দলের ব্যাপারেই স্বপ্ন দেখবে বলে জানিয়েছিলেন পেরেইরা। পেরেইরার এমন কথার জবাবের সুযোগ যে পেয়েই গেলেন গতকাল অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে। মূল ম্যাচ গোলশূন্য ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে উরুগুয়ে। ব্রাজিলকে ম্যাচজুড়েই লেগেছে ছন্নছাড়া। উরুগুয়ে সেমিফাইনালে ওঠার পর সাংবাদিকদের সুয়ারেজ বলেন, ‘বিশ্বের সেরা মিডফিল্ডার আমাদের আছে। আছে বিশ্বসেরা ফুটবলারও। উরুগুয়ে নিয়ে কথা বলার সময় আরও সম্মান দেখানো উচিত। উরুগুয়ের ইতিহাস তো জানতে হবে।’
মিডফিল্ডের তুলনা করলে সুয়ারেজের কথা একেবারেই অযৌক্তিক নয়। ফেদেরিকো ভালভার্দে, ম্যানুয়েল উগার্তের মতো মিডফিল্ডাররা গতকাল ছিলেন উরুগুয়ের মূল একাদশে। পেনাল্টি শুটআউটে তুলির শেষ আঁচড় তো দেন উগার্তেই। প্রসঙ্গক্রমে আরেক মিডফিল্ডার জর্জিয়ান দি আরাসকেইতার নাম উল্লেখ করে সুয়ারেজ বলেন, ‘যদি আমাকে জিজ্ঞেস করা হতো ব্রাজিলের কোন ফুটবলারকে চাই, তাহলে আমি বিশেষ একজনের কথা বলতাম। তিনি আরাসকিতাকে (জর্জিয়ান) ফ্ল্যামেঙ্গোর রিজার্ভ হিসেবে দেখতে চাই। ব্রাজিলের সেরা ফুটবলার তো তিনিই (যিনি মন্তব্য করেছেন)। তাই ভেবে দেখুন, সেটা শুনে আমাদের কেমন লেগেছিল।’
কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর অবশ্য সুর বদলেছেন পেরেইরা। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার বলেন, ‘খুব সাধারণ একটা কথা বলেছি যে আমাদের (ব্রাজিল) খেলোয়াড়দের ভালো মনে হচ্ছে আমার কাছে। যদি সেটা তাদের সুবিধামত কাজে লাগাতে পারে, তাহলে তারা যা কিছু করতে পারে। তবে উরুগুয়ের প্রতি কোনো রকম অশ্রদ্ধা দেখাইনি আমি।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
২০ মিনিট আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৩ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৩ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৩ ঘণ্টা আগে