ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা হোক বা ইন্টার মায়ামি-লিওনেল মেসি প্রয়োজনের সময় গোল করে দলকে বাঁচিয়েছেন বারবার। তবে সব সময় সবকিছু কি সমীকরণ মেনে এগোয়! এবার আর্জেন্টাইন ফরোয়ার্ড গোল করলেও বাঁচতে পারেনি মায়ামি।
ইন্টার মায়ামি-আটলান্টা মেজর লিগ সকারের (এমএলএস) প্লে অফের প্রথম দুই ম্যাচ শেষে ছিল ১-১ সমতায়। বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত ম্যাচটি হয়ে যায় অলিখিত ‘কোয়ার্টার ফাইনাল’। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে প্রাণপণে লড়েও লাভ হয়নি মায়ামির। মেসি-লুইস সুয়ারেজদের নিয়ে গড়া মায়ামিকে ৩-২ গোলে হারিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের সেমিতে উঠে গেল আটলান্টা ইউনাইটেড।
১৭ মিনিটে মাতিয়াস রোহাসের গোলে আজ চেজ স্টেডিয়ামে শুরুতে এগিয়ে যায় মায়ামি। তবে মেসিদের আনন্দ বেশিক্ষণ টেকেনি। ১৯ থেকে ২১—২ মিনিটের ব্যবধানে ২ গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় আটলান্টা। এই জোড়া গোল করেন জামাল থিয়ারে। সেনেগালের এই স্ট্রাইকার আটলান্টাকে এগিয়ে নিতে না নিতেই ম্যাচে সমতা এসেছিল। ২৭ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্ট থেকে গোল করেন মায়ামির মিডফিল্ডার দিয়েগো গোমেজ। কিন্তু ভিডিও অ্যাসিস্ট রেফারি (ভিএআর) পরীক্ষার মাধ্যমে দেখা যায় গোলটি বাতিল হয় অফসাইডের কারণে। এতে করে ২-১ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে আটলান্টা।
ম্যাচে ফিরতে মরিয়া মায়ামির গোল পেতে দ্বিতীয়ার্ধে একটু অপেক্ষাই করতে হয়েছে। ৬৫ মিনিটে দুর্দান্ত এক হেডে মেসি সমতায় ফেরান মায়ামিকে। এখানে আর্জেন্টাইন ফরোয়ার্ড গোল করেন মার্সেলো ভাইগান্তের অ্যাসিস্টে। ডান প্রান্ত থেকে ক্রসটি করেন ভাইগান্ট। ২-২ গোলে সমতা হওয়া ম্যাচে এগিয়ে যেতে আটলান্টার তেমন একটা সময় লাগেনি। ৭৬ মিনিটে ব্যবধান বাড়ানো গোলটি করেন আটলান্টার মিডফিল্ডার বার্তোজ সিলজ। তাঁকে অ্যাসিস্ট করেন পেদ্রো আমাদোর। চেজ স্টেডিয়ামের ২০ হাজার দর্শককে শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। আটলান্টার ৩-২ গোলে জয়ের ম্যাচে দারুণ অবদান রেখেছেন গোলরক্ষক ব্র্যাড গুজান। মায়ামির নিশ্চিত অনেক আক্রমণ তিনি ঠেকিয়ে দিয়েছেন।
এর আগে ২৫ অক্টোবর তিন ম্যাচের প্লে অফের প্রথম ম্যাচে আটলান্টাকে ২-১ গোলে হারিয়েছিল মায়ামি। এই ম্যাচে মেসি গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন। চেজ স্টেডিয়ামের ম্যাচটির এক সপ্তাহ পর আটলান্টা নিজেদের মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মায়ামির মুখোমুখি হয়। এই ম্যাচটি আটলান্টা জেতে ২-১ গোলে। দ্বিতীয় ম্যাচে অ্যাসিস্ট, গোল কিছুই করতে পারেননি মেসি। চেজ স্টেডিয়ামে আজ গোল করেও তো বাঁচাতে পারেননি মায়ামিকে।
আর্জেন্টিনা হোক বা ইন্টার মায়ামি-লিওনেল মেসি প্রয়োজনের সময় গোল করে দলকে বাঁচিয়েছেন বারবার। তবে সব সময় সবকিছু কি সমীকরণ মেনে এগোয়! এবার আর্জেন্টাইন ফরোয়ার্ড গোল করলেও বাঁচতে পারেনি মায়ামি।
ইন্টার মায়ামি-আটলান্টা মেজর লিগ সকারের (এমএলএস) প্লে অফের প্রথম দুই ম্যাচ শেষে ছিল ১-১ সমতায়। বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত ম্যাচটি হয়ে যায় অলিখিত ‘কোয়ার্টার ফাইনাল’। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে প্রাণপণে লড়েও লাভ হয়নি মায়ামির। মেসি-লুইস সুয়ারেজদের নিয়ে গড়া মায়ামিকে ৩-২ গোলে হারিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের সেমিতে উঠে গেল আটলান্টা ইউনাইটেড।
১৭ মিনিটে মাতিয়াস রোহাসের গোলে আজ চেজ স্টেডিয়ামে শুরুতে এগিয়ে যায় মায়ামি। তবে মেসিদের আনন্দ বেশিক্ষণ টেকেনি। ১৯ থেকে ২১—২ মিনিটের ব্যবধানে ২ গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় আটলান্টা। এই জোড়া গোল করেন জামাল থিয়ারে। সেনেগালের এই স্ট্রাইকার আটলান্টাকে এগিয়ে নিতে না নিতেই ম্যাচে সমতা এসেছিল। ২৭ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্ট থেকে গোল করেন মায়ামির মিডফিল্ডার দিয়েগো গোমেজ। কিন্তু ভিডিও অ্যাসিস্ট রেফারি (ভিএআর) পরীক্ষার মাধ্যমে দেখা যায় গোলটি বাতিল হয় অফসাইডের কারণে। এতে করে ২-১ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে আটলান্টা।
ম্যাচে ফিরতে মরিয়া মায়ামির গোল পেতে দ্বিতীয়ার্ধে একটু অপেক্ষাই করতে হয়েছে। ৬৫ মিনিটে দুর্দান্ত এক হেডে মেসি সমতায় ফেরান মায়ামিকে। এখানে আর্জেন্টাইন ফরোয়ার্ড গোল করেন মার্সেলো ভাইগান্তের অ্যাসিস্টে। ডান প্রান্ত থেকে ক্রসটি করেন ভাইগান্ট। ২-২ গোলে সমতা হওয়া ম্যাচে এগিয়ে যেতে আটলান্টার তেমন একটা সময় লাগেনি। ৭৬ মিনিটে ব্যবধান বাড়ানো গোলটি করেন আটলান্টার মিডফিল্ডার বার্তোজ সিলজ। তাঁকে অ্যাসিস্ট করেন পেদ্রো আমাদোর। চেজ স্টেডিয়ামের ২০ হাজার দর্শককে শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। আটলান্টার ৩-২ গোলে জয়ের ম্যাচে দারুণ অবদান রেখেছেন গোলরক্ষক ব্র্যাড গুজান। মায়ামির নিশ্চিত অনেক আক্রমণ তিনি ঠেকিয়ে দিয়েছেন।
এর আগে ২৫ অক্টোবর তিন ম্যাচের প্লে অফের প্রথম ম্যাচে আটলান্টাকে ২-১ গোলে হারিয়েছিল মায়ামি। এই ম্যাচে মেসি গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন। চেজ স্টেডিয়ামের ম্যাচটির এক সপ্তাহ পর আটলান্টা নিজেদের মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মায়ামির মুখোমুখি হয়। এই ম্যাচটি আটলান্টা জেতে ২-১ গোলে। দ্বিতীয় ম্যাচে অ্যাসিস্ট, গোল কিছুই করতে পারেননি মেসি। চেজ স্টেডিয়ামে আজ গোল করেও তো বাঁচাতে পারেননি মায়ামিকে।
নাহিদ রানার গতি ও বাউন্স সামলাতে গিয়ে ব্যাটাররা যেন দিশেহারা হয়ে পড়েন। আন্তর্জাতিক ক্রিকেটে ১ বছর পূর্ণ না হতেই বিদেশি ক্রিকেটারদের প্রশংসায় ভাসছেন বাংলাদেশের তরুণ এই ক্রিকেটার। এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসও।
৪১ মিনিট আগেবাংলাদেশের ব্যাটিং বিপর্যয় যেন নিয়মিত ছবিতে পরিণত হয়েছে! ব্যাটিং ধসের দুষ্টচক্র থেকে কিছুতেই যেন বের হতে পারছে না তারা। চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ছিল রাওয়ালপিন্ডির ব্যাটিংস্বর্গে তিন শর বেশি স্কোর গড়ার। ম্যাচের আগের দিন কোচের দাবি ছিল...
২ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলা ব্যর্থতার কারণগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দেশের ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটাররা নিয়মিত এসব সমস্যার দিক তুলে ধরছেন—কখনো বিশ্লেষণে, কখনো ফেসবুক পোস্টে।
১২ ঘণ্টা আগেরাওয়ালপিন্ডির উইকেট ব্যাটারদের অপছন্দ হওয়ার কারণ নেই। কিন্তু দলটা যখন বাংলাদেশ, তখন কথাটা ‘যদি’, ‘কিন্তু’ নিয়েই বলতে হয়। ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন, তিন শর বেশি রান করার সামর্থ্যের কথা। কিন্তু মাঠের লড়াইয়ে সেই ব্যাটিং ধসের সেই পুরোনো চিত্র। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০০
১২ ঘণ্টা আগে