ওয়াটফোর্ড কোচও চান, হামজা বাংলাদেশের হয়ে খেলুক

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৯: ৫০
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ২৮

কিছুদিন আগে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এই ফুটবলারের আগ্রহকে স্বাগত জানিয়েছেন তাঁর দল ওয়াটফোর্ডের কোচ রব এডওয়ার্ডস। ইংলিশ কোচের মতে, বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেলে নতুন প্রজন্মের ফুটবলারদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হতে পারেন হামজা।

লেস্টার সিটি থেকে ধারে চলতি মৌসুমে ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের ক্লাব ওয়াটফোর্ডে গেছেন হামজা। ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই এই ডিফেন্সিভ মিডফিল্ডারের বেশ প্রশংসা করে আসছেন কোচ এডওয়ার্ডস। এবার শিষ্যের বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে কথা বলেছেন তিনি। ইংলিশ কোচ বলেছেন, ‘আমার মনে হয়, বাংলাদেশের তরুণদের জন্য সে অনুপ্রেরণার বাতিঘর হতে পারে। সে সত্যিকারের উজ্জ্বল নক্ষত্র। সে খেলায় অন্যদের অনুপ্রেরণা হতে পারে। যদি সে বাংলাদেশকে বেছে নেয়, তাহলে এটা অনেকের জন্য ইতিবাচক দিক হবে।’

হামজা সম্পর্কে এডওয়ার্ডস আরও বলেছেন, ‘তার সঙ্গে কাজ করাটা উপভোগ করি। সে এমন যে মাঠে প্রতিদিন তার শতভাগ দেয়। সে খুব ইতিবাচক এবং তার পারফরম্যান্সে আপনি দেখতে পাবেন। তার সম্পর্কে বলে আমি শেষ করতে পারব না।’

 ২০১৫ থেকে ২০২২—দীর্ঘ সাত বছর লেস্টার সিটিতে খেলেছেন হামজা। ক্লাবটির হয়ে ৮৪ ম্যাচ খেলে গোল করেছেন দুটি। দুটো গোলে অ্যাসিস্টও করেছেন। আর গত বছরের লেস্টারের এফএ কাপ জয়ী দলেও ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত