ক্রীড়া ডেস্ক
দুর্ঘটনা কখন ঘটবে, সেটা তো আগে থেকে অনুমান করা যায় না। গত রাতে কল্পনাই করতে পারেননি এমন কিছু তাঁর সঙ্গে ঘটতে যাচ্ছে। প্রতিপক্ষের বুটের আঘাতে থেঁতলে গেছে দোন্নারুম্মার মুখ। তবে যাঁর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তিনি লাল কার্ড দেখেননি।
মোনাকোর স্তেদি লুই দ্বিতীয় স্টেডিয়ামে গত রাতে লিগ ওয়ানে মুখোমুখি হয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও মোনাকো। ম্যাচের ১৭ মিনিটে পিএসজি গোলরক্ষব দোন্নারুম্মার সঙ্গে ঘটে ভয়ংকর দুর্ঘটনা। মোনাকোর ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর নেওয়া শট আটকে দেন দোন্নারুম্মা। তবে সিঙ্গো নিজেকে থামিয়ে রাখতে পারেননি। দোন্নারুম্মাকে টপকে গোল দিতে গেলে তাঁর (সিঙ্গো) বুটের তলার দিকটা সরাসরি দোন্নারুম্মার মুখে আঘাত করে। পিএসজি গোলরক্ষকের গালের বেশির ভাগ অংশ কেটে যায়।
দোন্নারুম্মার কেটে যাওয়া অংশে রক্তপাত বন্ধ করতে ১০ স্টাপল দিয়ে কোনোমতে জোড়া লাগানো হয়। তবে বেশিক্ষণ তিনি থাকতে পারেননি। ২২ মিনিটে গোলরক্ষক বদলে ফেলে পিএসজি। দোন্নারুম্মার পরিবর্তে এরপর দলটির গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন মাতভেই সাফোনোভ। জখমকাণ্ডে অবশ্য লাল কার্ডে দেখেননি সিঙ্গো। মোনাকোর ডিফেন্ডার যে হলুদ কার্ড দেখেন, সেটা ১৩ মিনিটে। দোন্নারুম্মার দুর্ঘটনার পর আরেকটি হলুদ কার্ড দেখলেই মাঠের বাইরে চলে যেতেন সিঙ্গো।
নিয়মিত গোলরক্ষক দোন্নারুম্মা পুরোটা সময় খেলতে না পারলেও তাঁর দল পিএসজি জয় নিয়ে মাঠ ছেড়েছে। পিএসজি ৪-২ গোলে জিতেছে মোনাকোর বিপক্ষে। পিএসজির জোড়া গোল করেন উসমান দেম্বেলে, যার একটি করেছেন নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে। একটি করে গোল করেন দেসিরি দু ও গনসালো রামোস। লিগ ওয়ানের ২০২৪-২৫ মৌসুমের পয়েন্ট তালিকায় ৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরে পিএসজি। ১৬ ম্যাচে তারা জিতেছে ১২ ম্যাচ ও ৪ ম্যাচ ড্র করেছে।
দুর্ঘটনা কখন ঘটবে, সেটা তো আগে থেকে অনুমান করা যায় না। গত রাতে কল্পনাই করতে পারেননি এমন কিছু তাঁর সঙ্গে ঘটতে যাচ্ছে। প্রতিপক্ষের বুটের আঘাতে থেঁতলে গেছে দোন্নারুম্মার মুখ। তবে যাঁর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তিনি লাল কার্ড দেখেননি।
মোনাকোর স্তেদি লুই দ্বিতীয় স্টেডিয়ামে গত রাতে লিগ ওয়ানে মুখোমুখি হয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও মোনাকো। ম্যাচের ১৭ মিনিটে পিএসজি গোলরক্ষব দোন্নারুম্মার সঙ্গে ঘটে ভয়ংকর দুর্ঘটনা। মোনাকোর ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর নেওয়া শট আটকে দেন দোন্নারুম্মা। তবে সিঙ্গো নিজেকে থামিয়ে রাখতে পারেননি। দোন্নারুম্মাকে টপকে গোল দিতে গেলে তাঁর (সিঙ্গো) বুটের তলার দিকটা সরাসরি দোন্নারুম্মার মুখে আঘাত করে। পিএসজি গোলরক্ষকের গালের বেশির ভাগ অংশ কেটে যায়।
দোন্নারুম্মার কেটে যাওয়া অংশে রক্তপাত বন্ধ করতে ১০ স্টাপল দিয়ে কোনোমতে জোড়া লাগানো হয়। তবে বেশিক্ষণ তিনি থাকতে পারেননি। ২২ মিনিটে গোলরক্ষক বদলে ফেলে পিএসজি। দোন্নারুম্মার পরিবর্তে এরপর দলটির গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন মাতভেই সাফোনোভ। জখমকাণ্ডে অবশ্য লাল কার্ডে দেখেননি সিঙ্গো। মোনাকোর ডিফেন্ডার যে হলুদ কার্ড দেখেন, সেটা ১৩ মিনিটে। দোন্নারুম্মার দুর্ঘটনার পর আরেকটি হলুদ কার্ড দেখলেই মাঠের বাইরে চলে যেতেন সিঙ্গো।
নিয়মিত গোলরক্ষক দোন্নারুম্মা পুরোটা সময় খেলতে না পারলেও তাঁর দল পিএসজি জয় নিয়ে মাঠ ছেড়েছে। পিএসজি ৪-২ গোলে জিতেছে মোনাকোর বিপক্ষে। পিএসজির জোড়া গোল করেন উসমান দেম্বেলে, যার একটি করেছেন নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে। একটি করে গোল করেন দেসিরি দু ও গনসালো রামোস। লিগ ওয়ানের ২০২৪-২৫ মৌসুমের পয়েন্ট তালিকায় ৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরে পিএসজি। ১৬ ম্যাচে তারা জিতেছে ১২ ম্যাচ ও ৪ ম্যাচ ড্র করেছে।
মেয়েদের ক্রিকেটে আর্থিক সুযোগ-সুবিধা বাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত ১৮ নারী ক্রিকেটারের বেতন ১০ থেকে ২০ হাজার টাকা বাড়ছে। কেন্দ্রীয় চুক্তির বাইরে আরও ৩০ নারী ক্রিকেটারকে বেতনভুক্ত করা হয়েছে।
১৫ মিনিট আগেদুই সপ্তাহের ব্যবধানে ভারত-বাংলাদেশ আবারও ফাইনালে মুখোমুখি। দুবাইয়ের পর কুয়ালালামপুরের বেইউমাস ওভালও অপেক্ষা করে আছে দুই প্রতিবেশী দেশের ক্রিকেট রোমাঞ্চ দেখতে। ৮ ডিসেম্বর দুবাই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতে বাংলাদেশের যুবারা।
১ ঘণ্টা আগেহেরেই চলেছে চট্টগ্রাম আবাহনী। দল গঠন নিয়েই ছিল তাদের নানা শঙ্কা। সেই শঙ্কা কাটিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেও নেই জয়ের দেখা। এখন পর্যন্ত চার ম্যাচ খেলা বন্দর নগরীর ক্লাবটি জেতেনি একটিতেও। আজ তারা ফকিরেরপুলের কাছে হেরেছে ২-০ গোলে।
৩ ঘণ্টা আগেদুবাইয়ে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ যুবারা। চ্যাম্পিয়ন যুব দলের ক্রিকেটার ও অফিশিয়ালদের জন্য ৩ লাখ টাকার বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ ঘণ্টা আগে