ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসির কাছে হেরে গত বছর ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট জেতা হয়নি আর্লিং হালান্ডের। এবার ২০২৪ লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকাতেও আছেন এ দুই ফুটবলার।
গত বছরও লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছিলেন মেসি। এবার যে ৬ জনের মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে মেসি ও হালান্ড ছাড়াও আছেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। বাকি তিনজনের দুজন অ্যাথলেটিকস ও একজন মোটর রেসিংয়ের।
মেয়েদের বর্ষসেরা ক্রীড়াবিদের জন্য মনোনীত ৬ জনের তালিকায় আছেন আইতানা বোনমাতি। স্পেনের হয়ে গত বছর নারী ফুটবল বিশ্বকাপ জেতেন তিনি। রয়েছেন পোল্যান্ডের টেনিস তারকা ইগা সিয়াতেক।
‘ব্রেকথ্রু অব দ্য ইয়ারের’ তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহাম। কলম্বিয়ার নারী ফুটবলার লিন্ডা কাইসেদো ও যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গফ। ‘কামব্যাক অব দ্য ইয়ারের’ তালিকায় আছেন ক্যানসার জয় করে ফেরা সেবাস্তিয়ান হলার। এ মাসেই আইভরি কোস্টকে আফ্রিকান কাপ জিতিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের এই ফরোয়ার্ড। তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট কাতারিনা জনসন-থম্পসন ও চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা মার্কেতা ভন্দ্রুসকোভা। বর্ষসেরা সেরা দলের তালিকায় আছে ম্যানচেস্টার সিটি ও স্পেন নারী ফুটবল দল।
লরিয়াস অ্যাওয়ার্ড দেওয়া হবে ২২ এপ্রিল, মাদ্রিদে। সাংবাদিক ও ব্রডকাস্টারদের পাশাপাশি বেশ কয়েকজন কিংবদন্তি ক্রীড়াবিদদের ভোটের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয় লরিয়া ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমি।
লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকা
নোভাক জোকোভিচ (সার্বিয়া, টেনিস)
মোন্ডো ডুপলান্টিস (সুইডেন, অ্যাথলেটিকস)
আর্লিং হালান্ড (নরওয়ে, ফুটবল)
নোয়া লেইলেস (যুক্তরাষ্ট, অ্যাথলেটিকস)
লিওনেল মেসি (আর্জেন্টিনা, ফুটবল)
ম্যাক্স ভার্স্টাপেন (নেদারল্যান্ডস, মোটর রেসিং)
লিওনেল মেসির কাছে হেরে গত বছর ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট জেতা হয়নি আর্লিং হালান্ডের। এবার ২০২৪ লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকাতেও আছেন এ দুই ফুটবলার।
গত বছরও লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছিলেন মেসি। এবার যে ৬ জনের মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে মেসি ও হালান্ড ছাড়াও আছেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। বাকি তিনজনের দুজন অ্যাথলেটিকস ও একজন মোটর রেসিংয়ের।
মেয়েদের বর্ষসেরা ক্রীড়াবিদের জন্য মনোনীত ৬ জনের তালিকায় আছেন আইতানা বোনমাতি। স্পেনের হয়ে গত বছর নারী ফুটবল বিশ্বকাপ জেতেন তিনি। রয়েছেন পোল্যান্ডের টেনিস তারকা ইগা সিয়াতেক।
‘ব্রেকথ্রু অব দ্য ইয়ারের’ তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহাম। কলম্বিয়ার নারী ফুটবলার লিন্ডা কাইসেদো ও যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গফ। ‘কামব্যাক অব দ্য ইয়ারের’ তালিকায় আছেন ক্যানসার জয় করে ফেরা সেবাস্তিয়ান হলার। এ মাসেই আইভরি কোস্টকে আফ্রিকান কাপ জিতিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের এই ফরোয়ার্ড। তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট কাতারিনা জনসন-থম্পসন ও চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা মার্কেতা ভন্দ্রুসকোভা। বর্ষসেরা সেরা দলের তালিকায় আছে ম্যানচেস্টার সিটি ও স্পেন নারী ফুটবল দল।
লরিয়াস অ্যাওয়ার্ড দেওয়া হবে ২২ এপ্রিল, মাদ্রিদে। সাংবাদিক ও ব্রডকাস্টারদের পাশাপাশি বেশ কয়েকজন কিংবদন্তি ক্রীড়াবিদদের ভোটের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয় লরিয়া ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমি।
লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকা
নোভাক জোকোভিচ (সার্বিয়া, টেনিস)
মোন্ডো ডুপলান্টিস (সুইডেন, অ্যাথলেটিকস)
আর্লিং হালান্ড (নরওয়ে, ফুটবল)
নোয়া লেইলেস (যুক্তরাষ্ট, অ্যাথলেটিকস)
লিওনেল মেসি (আর্জেন্টিনা, ফুটবল)
ম্যাক্স ভার্স্টাপেন (নেদারল্যান্ডস, মোটর রেসিং)
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
২ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৪ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৫ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
৬ ঘণ্টা আগে