এবারও লরিয়াসের বর্ষসেরার মনোনয়নে মেসি, আছেন জোকোভিচ-হালান্ড

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ২৩

লিওনেল মেসির কাছে হেরে গত বছর ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট জেতা হয়নি আর্লিং হালান্ডের। এবার ২০২৪ লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকাতেও আছেন এ দুই ফুটবলার। 

গত বছরও লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছিলেন মেসি। এবার যে ৬ জনের মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে মেসি ও হালান্ড ছাড়াও আছেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। বাকি তিনজনের দুজন অ্যাথলেটিকস ও একজন মোটর রেসিংয়ের। 

মেয়েদের বর্ষসেরা ক্রীড়াবিদের জন্য মনোনীত ৬ জনের তালিকায় আছেন আইতানা বোনমাতি। স্পেনের হয়ে গত বছর নারী ফুটবল বিশ্বকাপ জেতেন তিনি। রয়েছেন পোল্যান্ডের টেনিস তারকা ইগা সিয়াতেক। 

‘ব্রেকথ্রু অব দ্য ইয়ারের’ তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহাম। কলম্বিয়ার নারী ফুটবলার লিন্ডা কাইসেদো ও যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গফ। ‘কামব্যাক অব দ্য ইয়ারের’ তালিকায় আছেন ক্যানসার জয় করে ফেরা সেবাস্তিয়ান হলার। এ মাসেই আইভরি কোস্টকে আফ্রিকান কাপ জিতিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের এই ফরোয়ার্ড। তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট কাতারিনা জনসন-থম্পসন ও চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা মার্কেতা ভন্দ্রুসকোভা। বর্ষসেরা সেরা দলের তালিকায় আছে ম্যানচেস্টার সিটি ও স্পেন নারী ফুটবল দল। 

লরিয়াস অ্যাওয়ার্ড দেওয়া হবে ২২ এপ্রিল, মাদ্রিদে। সাংবাদিক ও ব্রডকাস্টারদের পাশাপাশি বেশ কয়েকজন কিংবদন্তি ক্রীড়াবিদদের ভোটের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয় লরিয়া ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমি। 

লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকা

নোভাক জোকোভিচ (সার্বিয়া, টেনিস) 
মোন্ডো ডুপলান্টিস (সুইডেন, অ্যাথলেটিকস) 
আর্লিং হালান্ড (নরওয়ে, ফুটবল) 
নোয়া লেইলেস (যুক্তরাষ্ট, অ্যাথলেটিকস) 
লিওনেল মেসি (আর্জেন্টিনা, ফুটবল) 
ম্যাক্স ভার্স্টাপেন (নেদারল্যান্ডস, মোটর রেসিং)

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত