ক্রীড়া ডেস্ক
বার্সেলোনায় এসে যেন নিজেকে নতুন করে খুঁজে পেলেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। দলবদলে আর্সেনাল থেকে আকস্মিকভাবে বার্সায় এসে এখন জাদু দেখাচ্ছেন অবামেয়াং। গ্যাবনের এই তারকা ফুটবলার শুধু গোল করেই নন, আলোচনায় থাকেন তাঁর উদ্যাপন দিয়েও। এল ক্ল্যাসিকোতে রিয়ালের বিপক্ষে জোড়া গোলের রাতে অবামেয়াং আলোচনায় এসেছেন তাঁর ‘ড্রাগন বল জি’ উদ্যাপন নিয়ে। ড্রাগন বল জি মূলত জাপানি অ্যানিমেশন শো। যেখানে মূল চরিত্র গোকুকে এ ধরনের ভঙ্গি করতে দেখা যায়।
গোল করে অবামেয়াং অবশ্য এর আগেও ভিন্নধর্মী উদ্যাপনের কারণে আলোচনায় আসেন। এমনকি মুখে স্পাইডার ম্যান ও ব্ল্যাক প্যান্থারের মুখোশ পরেও এর আগে উদ্যাপন করেছিলেন তিনি। আর রিয়ালের বিপক্ষে উদ্যাপন তাঁর হাতে ছিল একটি বল।
এবারের উদ্যাপনের ব্যাখ্যায় ম্যাচ শেষে অবা বলেন, ‘আমার উদ্যাপনের সঙ্গে ড্রাগন বল জি এর মিল রয়েছে। আর এই বলটি আমাকে এক বন্ধু দিয়েছিল। এটি দিয়ে ইচ্ছাপূরণের প্রত্যাশা করা যায়। আমি চেয়েছিলাম গোল করতে এবং দল যেন জেতে।’
এদিকে অবার আগমনে বদলে গেছে বার্সার পারফরম্যান্সের চিত্র। একের পর এক ম্যাচে গোল করে দলের ঘুরে দাঁড়ানোয় দারুণ ভূমিকা রাখছেন সাবেক এই বরুসিয়া তারকা। এর আগে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেছিলেন, অবামেয়াং তাঁদের জন্য আকাশ থেকে নেমে এসেছেন। রিয়ালের বিপক্ষে আরেকবার সেই প্রমাণই যেন দিলেন অবা। এখন সামনের দিনগুলোতেও এমন দাপুটে অবাকে দেখতে চাইবেন জাভি।
বার্সেলোনায় এসে যেন নিজেকে নতুন করে খুঁজে পেলেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। দলবদলে আর্সেনাল থেকে আকস্মিকভাবে বার্সায় এসে এখন জাদু দেখাচ্ছেন অবামেয়াং। গ্যাবনের এই তারকা ফুটবলার শুধু গোল করেই নন, আলোচনায় থাকেন তাঁর উদ্যাপন দিয়েও। এল ক্ল্যাসিকোতে রিয়ালের বিপক্ষে জোড়া গোলের রাতে অবামেয়াং আলোচনায় এসেছেন তাঁর ‘ড্রাগন বল জি’ উদ্যাপন নিয়ে। ড্রাগন বল জি মূলত জাপানি অ্যানিমেশন শো। যেখানে মূল চরিত্র গোকুকে এ ধরনের ভঙ্গি করতে দেখা যায়।
গোল করে অবামেয়াং অবশ্য এর আগেও ভিন্নধর্মী উদ্যাপনের কারণে আলোচনায় আসেন। এমনকি মুখে স্পাইডার ম্যান ও ব্ল্যাক প্যান্থারের মুখোশ পরেও এর আগে উদ্যাপন করেছিলেন তিনি। আর রিয়ালের বিপক্ষে উদ্যাপন তাঁর হাতে ছিল একটি বল।
এবারের উদ্যাপনের ব্যাখ্যায় ম্যাচ শেষে অবা বলেন, ‘আমার উদ্যাপনের সঙ্গে ড্রাগন বল জি এর মিল রয়েছে। আর এই বলটি আমাকে এক বন্ধু দিয়েছিল। এটি দিয়ে ইচ্ছাপূরণের প্রত্যাশা করা যায়। আমি চেয়েছিলাম গোল করতে এবং দল যেন জেতে।’
এদিকে অবার আগমনে বদলে গেছে বার্সার পারফরম্যান্সের চিত্র। একের পর এক ম্যাচে গোল করে দলের ঘুরে দাঁড়ানোয় দারুণ ভূমিকা রাখছেন সাবেক এই বরুসিয়া তারকা। এর আগে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেছিলেন, অবামেয়াং তাঁদের জন্য আকাশ থেকে নেমে এসেছেন। রিয়ালের বিপক্ষে আরেকবার সেই প্রমাণই যেন দিলেন অবা। এখন সামনের দিনগুলোতেও এমন দাপুটে অবাকে দেখতে চাইবেন জাভি।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১০ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
১০ ঘণ্টা আগে