Ajker Patrika

দুঃসংবাদ দিলেন নেইমার, কাছে চাইলেন পরিবার-বন্ধুদের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৫: ৩২
দুঃসংবাদ দিলেন নেইমার, কাছে চাইলেন পরিবার-বন্ধুদের

চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকা  আর নতুন কী নেইমারের জন্য! গতকাল কনমেবল অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আবারও বড় রকমের চোট পেয়েছেন আল-হিলালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ২-০ গোলে হারা ম্যাচটিতে ৩১ বছর বয়সী তারকাকে মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে শুয়ে, কান্নাভেজা চোখে। 

মন্টিভিডিওতে ম্যাচের প্রথমার্ধের যোগ করা চতুর্থ মিনিটে চোট পান নেইমার। বাঁ পায়ের হাঁটু ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর, ছিঁড়ে গেছে লিগামেন্ট। সুস্থতার জন্য আবারও তাঁকে নিতে হবে ছুরির চিকিৎসা। শুরুতে বড় রকমের চোট মনে না করা হলেও আজ দুঃসংবাদ দিয়েছেন নেইমার। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে লেখেন, ‘এটা অত্যন্ত দুঃখের সময়, খুবই খারাপ সময়। জানি আমি শক্ত, তবে এই সময়ে আমার পরিবার-বন্ধুদের দরকার সবচেয়ে বেশি।’ 

নেইমারকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে তা এখনো স্পষ্ট নয়। স্বাভাবিকভাবে হাঁটুর চোট বা এসিএল ফেটে গেলে সুস্থ হয়ে ফিরতে ৮ থেকে ১০ মাস লাগতে পারে। এমনটা হলে আগামী কোপা আমেরিকায় তাঁকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। লাতিন আমেরিকার ফুটবল-যুদ্ধ শুরু হবে আগামী বছরের জুনে। 

প্রিয় তারকার জন্য সুস্থতা কামনা করেছেন ভক্তরা। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি এদনালদো রদ্রিগেজ এক বিবৃতিতে বলেছেন, ‘ব্রাজিলিয়ান এবং বিশ্ব ফুটবলের প্রয়োজন সুস্থ নেইমারকে। কারণ, ফুটবল খুশি হয় যখন সে মাঠে থাকে।’ 

ব্রাজিলের হয়ে পুরুষ ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। গত গ্রীষ্মকালীন দলবদলে পিএসজি ছেড়ে তিনি যোগ দেন সৌদি আরবের ফুটবলে। সাম্প্রতিক সময়ে তাঁকে প্রতিপক্ষের চেয়ে বেশি লড়তে হয়েছে চোটের সঙ্গে। গত বছর কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে চোটে পড়ে দুই ম্যাচ খেলতে পারেননি। পিএসজির হয়ে গত দুই মৌসুমে বেশ কয়েকবার মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে গোড়ালির চোটে পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত