ক্রীড়া ডেস্ক
আজ বাদে কাল ফাইনালের লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। জিতলেই আট বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলবে মেসি বাহিনী। কিন্তু সেমিফাইনালের চেয়ে আলোচনায় অতিক্রম করা যাচ্ছে না আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল।
ফুটবলের অন্যতম ফাউল-সমৃদ্ধ ম্যাচ হিসেবে ইতিমধ্যে ইতিহাসে ঠাঁই পেয়েছে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনাল। ১৮টি হলুদ কার্ড ও ৪৮টি ফাউলের ম্যাচ পরিচালনা শেষে নিজ দেশে ফিরে গেছেন ম্যাচের স্প্যানিশ রেফারি মাতেও লাহোজ। সেই ম্যাচের প্রসঙ্গ উঠে এলো সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনেও।
আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে প্রশ্ন করা হয়েছিল কোয়ার্টার ফাইনালের ম্যাচে ‘মারমুখী’ভাবে খেলা ঠিক ছিল কি না! উত্তরে লিওনেল স্কালোনি জানিয়েছেন, ঠিকঠাকই খেলেছে তার দল। বলেছেন, ‘আগের ম্যাচ (কোয়ার্টার ফাইনাল) দুই পক্ষই ঠিকঠাক খেলেছে। এটাই ফুটবল।’ প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে গিয়ে এমন কিছু বাগ্বিতণ্ডা হতেই পারে—জানালেন স্কালোনি। বললেন, ‘প্রতিপক্ষ যখন আপনার দিকে আক্রমণ করবে আর আপনাকে ডিফেন্ড করতে হবে, তখন কিছুটা বাগ্বিতণ্ডা-তর্কবিতর্ক হতেই পারে।’
ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল নিয়ে স্কালোনি বলেন, ‘আমরা সবাই জানি জয়-পরাজয়ের স্বাদ কেমন। যখন আমরা সৌদি আরবের বিপক্ষে হেরেছিলাম, তখন কোনো কথা না বলেই মাঠ ছেড়েছি। আবার যখন আমরা ব্রাজিলে কোপা আমেরিকার ফাইনাল জিতেছিলাম, তখন দেখেছি এক ভিন্ন পৃথিবী। মেসি ও নেইমার তখন যে খেলোয়াড়িসুলভ মানসিকতা দেখিয়েছে, তা বিশ্ববাসীর কাছে এক দুরন্ত উদাহরণ হয়ে আছে।’
তবে এত সব ছাপিয়ে সব মনযোগ যে আগামীকালের বিশ্বকাপ সেমিফাইনালেই, সে কথা বলার অপেক্ষা থাকে না।
আজ বাদে কাল ফাইনালের লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। জিতলেই আট বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলবে মেসি বাহিনী। কিন্তু সেমিফাইনালের চেয়ে আলোচনায় অতিক্রম করা যাচ্ছে না আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল।
ফুটবলের অন্যতম ফাউল-সমৃদ্ধ ম্যাচ হিসেবে ইতিমধ্যে ইতিহাসে ঠাঁই পেয়েছে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনাল। ১৮টি হলুদ কার্ড ও ৪৮টি ফাউলের ম্যাচ পরিচালনা শেষে নিজ দেশে ফিরে গেছেন ম্যাচের স্প্যানিশ রেফারি মাতেও লাহোজ। সেই ম্যাচের প্রসঙ্গ উঠে এলো সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনেও।
আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে প্রশ্ন করা হয়েছিল কোয়ার্টার ফাইনালের ম্যাচে ‘মারমুখী’ভাবে খেলা ঠিক ছিল কি না! উত্তরে লিওনেল স্কালোনি জানিয়েছেন, ঠিকঠাকই খেলেছে তার দল। বলেছেন, ‘আগের ম্যাচ (কোয়ার্টার ফাইনাল) দুই পক্ষই ঠিকঠাক খেলেছে। এটাই ফুটবল।’ প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে গিয়ে এমন কিছু বাগ্বিতণ্ডা হতেই পারে—জানালেন স্কালোনি। বললেন, ‘প্রতিপক্ষ যখন আপনার দিকে আক্রমণ করবে আর আপনাকে ডিফেন্ড করতে হবে, তখন কিছুটা বাগ্বিতণ্ডা-তর্কবিতর্ক হতেই পারে।’
ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল নিয়ে স্কালোনি বলেন, ‘আমরা সবাই জানি জয়-পরাজয়ের স্বাদ কেমন। যখন আমরা সৌদি আরবের বিপক্ষে হেরেছিলাম, তখন কোনো কথা না বলেই মাঠ ছেড়েছি। আবার যখন আমরা ব্রাজিলে কোপা আমেরিকার ফাইনাল জিতেছিলাম, তখন দেখেছি এক ভিন্ন পৃথিবী। মেসি ও নেইমার তখন যে খেলোয়াড়িসুলভ মানসিকতা দেখিয়েছে, তা বিশ্ববাসীর কাছে এক দুরন্ত উদাহরণ হয়ে আছে।’
তবে এত সব ছাপিয়ে সব মনযোগ যে আগামীকালের বিশ্বকাপ সেমিফাইনালেই, সে কথা বলার অপেক্ষা থাকে না।
আয়োজক হয়েও চ্যাম্পিয়নস ট্রফিতে আশানুরূপ পারফর্ম করতে পারেনি পাকিস্তান। গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘণ্টা বেজে গেছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তানের। তবে এই হতাশা নিয়ে বসে থাকলে তো চলবে না। তাদের এখন প্রস্তুত হতে হবে নিউজিল্যান্ড সিরিজের জন্য।
২৮ মিনিট আগেতেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে আজ রাতে মুখোমুখি হবে আল নাসর ও এস্তেগলাল। এএফসি চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগের এই ম্যাচ শুরু হবে রাত ১০টায়। তবে এই ম্যাচে খেলছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসর গতকাল ইরানে পৌঁছালেও...
২ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে(ডিপিএল) আজ শুরুর দিনেই বেঁধে গেল ঝামেল। যার ফলে ম্যাচ ৩০ মিনিট বন্ধ রাখতে হয়েছে। ঝামেলা বেঁধেছে বিকেএসপির চার নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে। প্রাইম ব্যাংকের ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে ফাহাদ হোসেনকে এক্সট্রা...
৩ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুতেই সেঞ্চুরি করেছেন ইফতেখার হোসেন ইফতি। তিন অঙ্ক ছুঁয়েছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।
৪ ঘণ্টা আগে