ক্রীড়া ডেস্ক
দীর্ঘ ৩০ বছর আগের দুঃস্মৃতিই দেখল ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯৯৩ চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে গালাতাসারাইয়ের মাঠে গোলশূন্য ড্র করে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল রেড ডেভিলসরা। এবারও প্রতিপক্ষের মাঠে ৩–৩ গোলে ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায়ের মুখে।
সেটিও আবার প্রথম রাউন্ড থেকেই। এতে করে এবারও ‘নরক’ থেকে উদ্ধার হওয়া হলো না ইউনাইটেডের। গোলরক্ষক আন্দ্রে ওনানা ‘শিশুসুলভ’ ভুল না করলেও অবশ্য ‘নরক’ থেকে মুক্তিই পেত তারা। কিন্তু ম্যান ইউনাইটেডের গোলরক্ষক সবকিছু ভেস্তে দিয়েছে। ক্যামেরুন গোলরক্ষকের এমন ভুল মেনে নিতে পারছেন না দলের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ।
প্রতিপক্ষের মাঠে ৩–৩ গোলে ড্রয়ের পর টিএনটি স্পোর্টসকে এমনটিই জানিয়েছেন ফার্নান্দেজ। তিনি বলেছেন, ‘এটি সত্যি মেনে নেওয়া কঠিন। আমরা বাজে গোল হজম করেছি। সব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। ম্যাচে আমরা দুবার এগিয়ে গিয়েছিলাম এবং ম্যাচ শেষ করার অনেক ভালো সুযোগও ছিল। কিন্তু আমরা ঠান্ডা মাথায় তা করতে পারিনি। আমার ব্যাখ্যা করার কিছু নেই। আমরা ২ গোল হজম করেছি এবং এখন আমরা কিছু করতে পারছি না।’
গতকাল গালাতাসারাইয়ের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছিল ম্যান ইউনাইটেড। ম্যাচের ১১ মিনিটেই দলকে লিড এনে দেন আলেহান্দ্রো গারনাচো। বাঁ প্রান্ত থেকে কোনাকুনি এক শটে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাঁর গোলের উদ্যাপন শেষ হতে না হতেই এবার দলের ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক ফার্নান্দেজ। ১৮ মিনিটে বুলেট গতির শটে যে গোলটি করেছেন পর্তুগিজ মিডফিল্ডার, তার দূরত্ব ছিল ২৫ গজের মতো।
দুই গোলে এগিয়ে থেকে যখন ম্যাচের নিয়ন্ত্রণ ইউনাইটেডের হাতে, তখনই ভুলের শুরুটা করেন ওনানা। বক্সের বাইরে থেকে গালাতাসারাইয়ের ফরোয়ার্ড হাকিম জিয়েশ ফ্রিকিক নিলে তা ওনানার কাছ দিয়ে চলে যায় জালে। একটু সজাগ থাকলেই প্রতিহত করতে পারতেন তিনি। তবে সবচেয়ে বড় ভুলটি করছেন বিরতির পরে।
প্রথমার্ধেই ২–১ ব্যবধানে এগিয়ে থাকা ইউনাইটেড বিরতির পরে আরেকটি গোল করে। ৫৫ মিনিটে স্কট ম্যাকটোমিনাইয়ের গোলে জয়ের সুবাসই পাচ্ছিল ম্যাচে। কিন্তু ওনানা করে বসলেন ‘শিশুতোষ’ ভুলটি। প্রথমার্ধের মতোই প্রায় কাছাকাছি দূরত্ব থেকে ফ্রিকিক নিয়েছিলেন জিয়েশ। তা নিয়ন্ত্রণের নেওয়ার বিপরীতে উল্টো জালে জড়িয়ে দেন ওনানা। ৬২ মিনিটে তাঁর এই আত্মঘাতী গোল পেয়ে উজ্জীবিত হয়ে ওঠে গালাতাসারাই। ৭১ মিনিটে আকতারকোগলুর সহায়তায় গোলও শোধ দেয়। ৩–৩ গোলে ম্যাচ ড্র হওয়ার আগে অবশ্য জয়ের সুযোগ পেয়েছিল ইউনাইটেড। কিন্তু ৮৪ মিনিটে ফার্নান্দেজের নেওয়া শট পোস্টে লেগে প্রতিহত হয়।
এই ড্রয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শেষ প্রান্তে ম্যান ইউনাইটেড। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’তে সবার নিচে। শেষ ষোলোয় সুযোগ পেতে হলে শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জিতলেই হবে না, অন্য ম্যাচে কোপেনহেগেন–গালাতাসারাই ম্যাচ ড্র হতে হবে। অন্যথায় যে দল জিতবে, তারাই ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বায়ার্নের সঙ্গে নকআউট পর্বে যাবে। বাকি দুই দলের পয়েন্ট ৫ ম্যাচে ৫।
দীর্ঘ ৩০ বছর আগের দুঃস্মৃতিই দেখল ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯৯৩ চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে গালাতাসারাইয়ের মাঠে গোলশূন্য ড্র করে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল রেড ডেভিলসরা। এবারও প্রতিপক্ষের মাঠে ৩–৩ গোলে ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায়ের মুখে।
সেটিও আবার প্রথম রাউন্ড থেকেই। এতে করে এবারও ‘নরক’ থেকে উদ্ধার হওয়া হলো না ইউনাইটেডের। গোলরক্ষক আন্দ্রে ওনানা ‘শিশুসুলভ’ ভুল না করলেও অবশ্য ‘নরক’ থেকে মুক্তিই পেত তারা। কিন্তু ম্যান ইউনাইটেডের গোলরক্ষক সবকিছু ভেস্তে দিয়েছে। ক্যামেরুন গোলরক্ষকের এমন ভুল মেনে নিতে পারছেন না দলের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ।
প্রতিপক্ষের মাঠে ৩–৩ গোলে ড্রয়ের পর টিএনটি স্পোর্টসকে এমনটিই জানিয়েছেন ফার্নান্দেজ। তিনি বলেছেন, ‘এটি সত্যি মেনে নেওয়া কঠিন। আমরা বাজে গোল হজম করেছি। সব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। ম্যাচে আমরা দুবার এগিয়ে গিয়েছিলাম এবং ম্যাচ শেষ করার অনেক ভালো সুযোগও ছিল। কিন্তু আমরা ঠান্ডা মাথায় তা করতে পারিনি। আমার ব্যাখ্যা করার কিছু নেই। আমরা ২ গোল হজম করেছি এবং এখন আমরা কিছু করতে পারছি না।’
গতকাল গালাতাসারাইয়ের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছিল ম্যান ইউনাইটেড। ম্যাচের ১১ মিনিটেই দলকে লিড এনে দেন আলেহান্দ্রো গারনাচো। বাঁ প্রান্ত থেকে কোনাকুনি এক শটে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাঁর গোলের উদ্যাপন শেষ হতে না হতেই এবার দলের ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক ফার্নান্দেজ। ১৮ মিনিটে বুলেট গতির শটে যে গোলটি করেছেন পর্তুগিজ মিডফিল্ডার, তার দূরত্ব ছিল ২৫ গজের মতো।
দুই গোলে এগিয়ে থেকে যখন ম্যাচের নিয়ন্ত্রণ ইউনাইটেডের হাতে, তখনই ভুলের শুরুটা করেন ওনানা। বক্সের বাইরে থেকে গালাতাসারাইয়ের ফরোয়ার্ড হাকিম জিয়েশ ফ্রিকিক নিলে তা ওনানার কাছ দিয়ে চলে যায় জালে। একটু সজাগ থাকলেই প্রতিহত করতে পারতেন তিনি। তবে সবচেয়ে বড় ভুলটি করছেন বিরতির পরে।
প্রথমার্ধেই ২–১ ব্যবধানে এগিয়ে থাকা ইউনাইটেড বিরতির পরে আরেকটি গোল করে। ৫৫ মিনিটে স্কট ম্যাকটোমিনাইয়ের গোলে জয়ের সুবাসই পাচ্ছিল ম্যাচে। কিন্তু ওনানা করে বসলেন ‘শিশুতোষ’ ভুলটি। প্রথমার্ধের মতোই প্রায় কাছাকাছি দূরত্ব থেকে ফ্রিকিক নিয়েছিলেন জিয়েশ। তা নিয়ন্ত্রণের নেওয়ার বিপরীতে উল্টো জালে জড়িয়ে দেন ওনানা। ৬২ মিনিটে তাঁর এই আত্মঘাতী গোল পেয়ে উজ্জীবিত হয়ে ওঠে গালাতাসারাই। ৭১ মিনিটে আকতারকোগলুর সহায়তায় গোলও শোধ দেয়। ৩–৩ গোলে ম্যাচ ড্র হওয়ার আগে অবশ্য জয়ের সুযোগ পেয়েছিল ইউনাইটেড। কিন্তু ৮৪ মিনিটে ফার্নান্দেজের নেওয়া শট পোস্টে লেগে প্রতিহত হয়।
এই ড্রয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শেষ প্রান্তে ম্যান ইউনাইটেড। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’তে সবার নিচে। শেষ ষোলোয় সুযোগ পেতে হলে শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জিতলেই হবে না, অন্য ম্যাচে কোপেনহেগেন–গালাতাসারাই ম্যাচ ড্র হতে হবে। অন্যথায় যে দল জিতবে, তারাই ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বায়ার্নের সঙ্গে নকআউট পর্বে যাবে। বাকি দুই দলের পয়েন্ট ৫ ম্যাচে ৫।
এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
৩০ মিনিট আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
৩৮ মিনিট আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৩ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৪ ঘণ্টা আগে