Ajker Patrika

ব্রাইটনের কাছে বিধ্বস্ত লিভারপুল

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১০: ১২
ব্রাইটনের কাছে বিধ্বস্ত লিভারপুল

এবারের মৌসুমে চেনা ছন্দে নেই লিভারপুল। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির কাছে ১ পয়েন্ট ব্যবধানে শিরোপা হারানো দলটা এবার নিজেদের হারিয়ে খুঁজছেন। আজ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে তারা। ব্রাইটনের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে দলটি।

প্রথমার্ধের শুরু থেকেই বিবর্ণ ছিল লিভারপুল। যার ছাপ ম্যাচ শেষেও পাওয়া গেল। প্রথমার্ধে গোলবারে স্বাগতিকদের তিন শটের বিপরীতে কোনো শটই নিতে পারেনি দলটি। এ ছাড়া বল পজিশনেও অনেক পিছিয়ে ছিল তারা।

অন্যদিকে নিজেদের মাঠে দুর্দান্ত ছন্দে ছিল ব্রাইটন। তবে ভালো খেললেও গোল পাচ্ছিল না তারা। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেয়েও গোল করতে পারেনি তারা। ৪২ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল স্বাগতিকেরা। সলি মার্চকে লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার ডি বক্সে ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। কিন্তু পরে ডিএআরে তা বাতিল হয়ে যায়।

প্রথমার্ধে গোল করতে না পারলেও বিরতির পরেই গোল পায় ব্রাইটন। ৪৬ মিনিটে এগিয়ে যায় দলটি। জাপানি ফুটবলার কারাও মিতোমার পাসে গোল করেন মার্চ। ৬ মিনিট পর আবারও গোলের দেখা পান তিনি। বক্সের বাঁ প্রান্ত থেকে দুর্দান্ত এক শটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন তিনি। আর দলের শেষ গোলটি করেন বদলি নামা ড্যানি ওয়েলব্যাক। ৫৫ ও ৭৮ মিনিটে লিভারপুল দুটি চেষ্টা করলেও ব্রাইটনের গোলরক্ষক রবার্ট সানচেজকে পরাস্ত করতে পারেননি তারা।

অথচ লিভারপুলকে ৩-০ গোলে বিধ্বস্ত করার আগে ঘরের মাঠে সর্বশেষ ১০ ম্যাচে অল রেডদের বিপক্ষে কোনো জয়ই ছিল না ব্রাইটনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত