ক্রীড়া ডেস্ক
প্রযুক্তির উৎকর্ষতার যুগে সামাজিক মাধ্যমে খেলাধুলা নিয়ে যেকোনো তথ্যই ছড়িয়ে পড়ে মুহূর্তেই। অনেকে ফেসবুক, ইউটিউবে ম্যাচ নিয়ে লাইভ করে থাকেন। আর্জেন্টিনার ঘরোয়া এক ফুটবলে ইউটিউবার কাণ্ডে রীতিমতো তোলপাড় হয়ে গেছে। যা নিয়ে গভীর সন্দেহ দেখা গেছে দেশটির ফুটবলে।
ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে পরশু আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাব দেপোর্তিভো রেইসত্রা ইভান বুহাজেরুক নামের এক ইউটিউবারকে মাঠে নামিয়েছিল। ‘স্প্রিন’ ছদ্মনামের সেই ইউটিউবারের ৭০ লাখ অনুসারী থাকলেও ফুটবল সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। এসপ্রিনকে নামানোর ৫০ সেকেন্ড পরই তুলে নেন রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি। এসপ্রিন হঠাৎ কেন মাঠে নামলেন, সেটা নিয়ে গতকাল তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার বিচার বিভাগ। সরকারি কৌঁসুলিদের অফিস থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়, ‘দেপোর্তিভো রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি এবং ইনফ্লুয়েন্সার ইভান বুহাজেরুক জুয়াড়িদের অবৈধ প্ল্যাটফর্মে কাউকে আনতে প্রভাবিত করছিলেন কি না, সেটা নিয়ে তদন্ত শুরু করেছে সরকারি কৌঁসুলিদের অফিস। অবৈধ বাজির ব্যাপার খতিয়ে দেখতে মামলা হয়ে গেছে।’
অপ্রচলিত ধারায় বিপণন কৌশলের জন্য পরিচিত বুয়েনস এইরেসের ক্লাব দেপোর্তিভো রেইনস্ত্রা। যখন দেখছে ইউটিউবার মাঠে নামানোয় সমালোচনা হচ্ছে নিয়মিত, তখন রেইনস্ত্রা ক্ষমা চেয়ে এক বিবৃতিতে বলেছে, ‘দুর্ভাগ্যজনকভাবে এমন বিপণন অনেক বেশি নেতিবাচকতা ছড়িয়েছে। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি। ভেলেজ বা আর্জেন্টিনা ফুটবলকে অসম্মান করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না।’
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, তারা নৈতিক ট্রাইবুনাল গঠন করে তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছে। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম ওলেকে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেন,‘কিছু জিনিস থাকে, যেগুলো আমরা পছন্দ করি না। সেগুলো সংশোধন করা দরকার।’
প্রযুক্তির উৎকর্ষতার যুগে সামাজিক মাধ্যমে খেলাধুলা নিয়ে যেকোনো তথ্যই ছড়িয়ে পড়ে মুহূর্তেই। অনেকে ফেসবুক, ইউটিউবে ম্যাচ নিয়ে লাইভ করে থাকেন। আর্জেন্টিনার ঘরোয়া এক ফুটবলে ইউটিউবার কাণ্ডে রীতিমতো তোলপাড় হয়ে গেছে। যা নিয়ে গভীর সন্দেহ দেখা গেছে দেশটির ফুটবলে।
ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে পরশু আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাব দেপোর্তিভো রেইসত্রা ইভান বুহাজেরুক নামের এক ইউটিউবারকে মাঠে নামিয়েছিল। ‘স্প্রিন’ ছদ্মনামের সেই ইউটিউবারের ৭০ লাখ অনুসারী থাকলেও ফুটবল সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। এসপ্রিনকে নামানোর ৫০ সেকেন্ড পরই তুলে নেন রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি। এসপ্রিন হঠাৎ কেন মাঠে নামলেন, সেটা নিয়ে গতকাল তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার বিচার বিভাগ। সরকারি কৌঁসুলিদের অফিস থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়, ‘দেপোর্তিভো রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি এবং ইনফ্লুয়েন্সার ইভান বুহাজেরুক জুয়াড়িদের অবৈধ প্ল্যাটফর্মে কাউকে আনতে প্রভাবিত করছিলেন কি না, সেটা নিয়ে তদন্ত শুরু করেছে সরকারি কৌঁসুলিদের অফিস। অবৈধ বাজির ব্যাপার খতিয়ে দেখতে মামলা হয়ে গেছে।’
অপ্রচলিত ধারায় বিপণন কৌশলের জন্য পরিচিত বুয়েনস এইরেসের ক্লাব দেপোর্তিভো রেইনস্ত্রা। যখন দেখছে ইউটিউবার মাঠে নামানোয় সমালোচনা হচ্ছে নিয়মিত, তখন রেইনস্ত্রা ক্ষমা চেয়ে এক বিবৃতিতে বলেছে, ‘দুর্ভাগ্যজনকভাবে এমন বিপণন অনেক বেশি নেতিবাচকতা ছড়িয়েছে। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি। ভেলেজ বা আর্জেন্টিনা ফুটবলকে অসম্মান করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না।’
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, তারা নৈতিক ট্রাইবুনাল গঠন করে তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছে। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম ওলেকে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেন,‘কিছু জিনিস থাকে, যেগুলো আমরা পছন্দ করি না। সেগুলো সংশোধন করা দরকার।’
স্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে।
২৬ মিনিট আগেমিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
১ ঘণ্টা আগেকোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।
২ ঘণ্টা আগেস্মৃতির পাতা উল্টে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে একবার ঘুরে আসা যাক। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আনন্দ উল্লাসে মত্ত, তখন হতাশায় মুষড়ে পড়েন যশস্বী জয়সওয়ালসহ ভারতীয় ক্রিকেটাররা। অথচ চার বছর পর দেখা যাচ্ছে দুই দলের ক্রিকেটারদের আকাশ-পাতাল ব্যবধান।
৩ ঘণ্টা আগে