ক্রীড়া ডেস্ক
অভিষেক ম্যাচে রেকর্ড গড়ার স্বপ্ন তো দেখেন সব খেলোয়াড়ই। অনেকে গড়েও ফেলেন রেকর্ড। বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গতকাল মার্ক গুই ছিলেন সেই সৌভাগ্যবানদের একজন, যেখানে রেকর্ড গড়ার পর বার্সার তরুণ ফুটবলারের কাছেই তা অবিশ্বাস্য মনে হয়েছে।
লা লিগায় ন্যু ক্যাম্পে গতকাল মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও, যেখানে চোটে পড়ায় রবার্ট লেভানডফস্কি, পেদ্রির মতো তারকাদের পায়নি বার্সেলোনা। তবু ঘরের মাঠে দাপট দেখিয়ে খেলেছে বার্সা। কাতালানরা বল দখলে রেখেছিল ৬৩ শতাংশ ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট নিয়েছিল ৭টি। অন্যদিকে ৩৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর বিলবাওয়ের শট নিয়েছিল ৩টি। তবু যেন গোলমুখ খুলতে পারছিল না বার্সা। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
প্রথমার্ধের পরও ম্যাচ অনেকক্ষণ গোলশূন্য ড্র ছিল। ৭৯ মিনিটে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বদলি হিসেবে নামিয়েছেন গুইকে। নেমেই বাজিমাত করেন তিনি। ৮০ মিনিটে হোয়াও ফেলিক্সের পাস থেকে প্রথমে বল রিসিভ করেন গুই, এরপর বিলবাও গোলরক্ষক উনাই সিমনকে বোকা বানিয়ে ফার্স্ট টাচে গোল করেন গুই। ১৭ বছর ২৯১ দিন বয়সে গোল করে এই শতাব্দীতে বার্সার কনিষ্ঠতম ফুটবলার হিসেবে অভিষেকেই গোল করেন গুই।
শেষ পর্যন্ত বার্সা ম্যাচ জিতেছে ১-০ গোলে। ম্যাচ শেষে বার্সার তরুণ ফুটবলার বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না। শ্বাসই নিতে পারছি না। মুহূর্তটা উপভোগ করছি। এই সুযোগটা পেতেই সারা জীবন পরিশ্রম করে গেছি। অবশেষে এটা কাজে দিয়েছে।’
অন্যদের মতো গুই উঠে এসেছেন বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়া থেকে। বার্সার তরুণ ফুটবলারের প্রশংসায় কোচ জাভি বলেন, ‘আমি মার্ক গুইকে পছন্দ করি। সব সময় বলে আসছি যে লা মাসিয়া খেলোয়াড়দের নিয়ে কোনো সমস্যা হবে না। তাদের ওপর সব সময় বিশ্বাস রাখতে হবে। যখনই দেখবেন সেই ছেলে প্রস্তুত, তাকে মাঠে নামিয়ে দেবেন।’
এবারের লা লিগায় এখন পর্যন্ত বার্সেলোনা ১০ ম্যাচ খেলে জিতেছে ৭টি এবং ৩ ম্যাচ ড্র করেছে। ২৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার তিনে রয়েছে বার্সা। এল ক্লাসিকোতে ২৮ অক্টোবর ন্যু ক্যাম্পে খেলবে বার্সা-রিয়াল মাদ্রিদ। ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এখন রিয়াল। এল ক্লাসিকোর আগে ন্যু ক্যাম্পেই শাখতার দোনেৎস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলবে বার্সা।
অভিষেক ম্যাচে রেকর্ড গড়ার স্বপ্ন তো দেখেন সব খেলোয়াড়ই। অনেকে গড়েও ফেলেন রেকর্ড। বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গতকাল মার্ক গুই ছিলেন সেই সৌভাগ্যবানদের একজন, যেখানে রেকর্ড গড়ার পর বার্সার তরুণ ফুটবলারের কাছেই তা অবিশ্বাস্য মনে হয়েছে।
লা লিগায় ন্যু ক্যাম্পে গতকাল মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও, যেখানে চোটে পড়ায় রবার্ট লেভানডফস্কি, পেদ্রির মতো তারকাদের পায়নি বার্সেলোনা। তবু ঘরের মাঠে দাপট দেখিয়ে খেলেছে বার্সা। কাতালানরা বল দখলে রেখেছিল ৬৩ শতাংশ ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট নিয়েছিল ৭টি। অন্যদিকে ৩৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর বিলবাওয়ের শট নিয়েছিল ৩টি। তবু যেন গোলমুখ খুলতে পারছিল না বার্সা। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
প্রথমার্ধের পরও ম্যাচ অনেকক্ষণ গোলশূন্য ড্র ছিল। ৭৯ মিনিটে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বদলি হিসেবে নামিয়েছেন গুইকে। নেমেই বাজিমাত করেন তিনি। ৮০ মিনিটে হোয়াও ফেলিক্সের পাস থেকে প্রথমে বল রিসিভ করেন গুই, এরপর বিলবাও গোলরক্ষক উনাই সিমনকে বোকা বানিয়ে ফার্স্ট টাচে গোল করেন গুই। ১৭ বছর ২৯১ দিন বয়সে গোল করে এই শতাব্দীতে বার্সার কনিষ্ঠতম ফুটবলার হিসেবে অভিষেকেই গোল করেন গুই।
শেষ পর্যন্ত বার্সা ম্যাচ জিতেছে ১-০ গোলে। ম্যাচ শেষে বার্সার তরুণ ফুটবলার বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না। শ্বাসই নিতে পারছি না। মুহূর্তটা উপভোগ করছি। এই সুযোগটা পেতেই সারা জীবন পরিশ্রম করে গেছি। অবশেষে এটা কাজে দিয়েছে।’
অন্যদের মতো গুই উঠে এসেছেন বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়া থেকে। বার্সার তরুণ ফুটবলারের প্রশংসায় কোচ জাভি বলেন, ‘আমি মার্ক গুইকে পছন্দ করি। সব সময় বলে আসছি যে লা মাসিয়া খেলোয়াড়দের নিয়ে কোনো সমস্যা হবে না। তাদের ওপর সব সময় বিশ্বাস রাখতে হবে। যখনই দেখবেন সেই ছেলে প্রস্তুত, তাকে মাঠে নামিয়ে দেবেন।’
এবারের লা লিগায় এখন পর্যন্ত বার্সেলোনা ১০ ম্যাচ খেলে জিতেছে ৭টি এবং ৩ ম্যাচ ড্র করেছে। ২৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার তিনে রয়েছে বার্সা। এল ক্লাসিকোতে ২৮ অক্টোবর ন্যু ক্যাম্পে খেলবে বার্সা-রিয়াল মাদ্রিদ। ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এখন রিয়াল। এল ক্লাসিকোর আগে ন্যু ক্যাম্পেই শাখতার দোনেৎস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলবে বার্সা।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৯ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৯ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১১ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৩ ঘণ্টা আগে