২০২৪ পর্যন্ত আল হিলালকে অপেক্ষায় রেখেছেন মেসি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৬ জুন ২০২৩, ১৪: ১৪
Thumbnail image

লিওনেল মেসির পরবর্তী গন্তব্য যেন এখন সবচেয়ে বড় ‘হট টপিক’। বার্সেলোনা, আল হিলাল—গত কয়েক মাস এ দুই ক্লাবের নাম শোনা গেছে অনেকবার। এবার জানা গেছে, সৌদি ক্লাবকে এক বছর অপেক্ষায় থাকতে বলেছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। 

গত ৯ মে আল হিলালের সঙ্গে মেসির ৪০০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি ৫ হাজার ৪৩০ কোটি ৬৪ লাখ টাকা) চুক্তির কথা নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে জানিয়েছিল। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট কদিন আগে জানিয়েছে, আল হিলাল ৬ জুন (আজ) আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি করার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিতে চায়। সৌদি ক্লাবটি মেসির পক্ষ থেকে ‘নিশ্চিত হ্যাঁ’ শোনার অপেক্ষায় রয়েছে। অন্যদিকে গতকাল ইতালির ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার বৈঠকের কথা জানিয়েছেন। রোমানো লিখেছেন, ‘সভায় মেসিকে নিয়ে এখনো বার্সেলোনা আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করতে পারেনি। উভয় পক্ষই মনে করছে সময় ফুরিয়ে আসছে… তবে লাপোর্তা ও হোর্হে মেসি ‘সৃজনশীল’ সমাধান খুঁজতে আরও কিছু সময় অপেক্ষা করতে চাইছেন।’ এই অবস্থায় আর্জেন্টাইন তারকা ফুটবলারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, আল হিলালকে ২০২৪ পর্যন্ত অপেক্ষায় রেখেছেন মেসি। গতকাল মেসির প্রতিনিধিদের সঙ্গে সভায় সৌদি প্রতিনিধিরা বিস্মিত হয়েছেন। 

শনিবার পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি-ক্লেরমঁ ফুত। এই ম্যাচ ছিল পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ। আর্জেন্টাইন তারকা ফুটবলারের বিদায়ী ম্যাচ ৩-২ গোলে হেরে যায় প্যারিসিয়ানরা। মেসির শেষ ম্যাচের পর থেকে পিএসজির সামাজিক মাধ্যম গণহারে আনফলো করছেন। ইনস্টাগ্রামে ১৩ লাখের বেশি অনুসারী কমে গেছে ক্লাবটির। পিএসজিতে প্রায় দুই বছর খেলেছেন মেসি। ২০২১ সালে এসে শনিবার পর্যন্ত ৭৫ ম্যাচ খেলে করেছেন ৩২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৩৫ গোলে। দুটো লিগ ওয়ান (২০২১-২২,২০২২-২৩) এবং একটি ট্রফি দেস চ্যাম্পিয়নস জিতেছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত