জুভেন্টাসে ফিরতে চান কন্তে 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

চলতি মৌসুমে বেশ বাজে সময় যাচ্ছে জুভেন্টাসের। সিরি ‘আ’তে পয়েন্ট তালিকায় তুরিনের বুড়ি’রা রয়েছে আট নম্বরে। চ্যাম্পিয়নস লিগেও জুভরা এখনো জয়ের মুখ দেখেনি। এমন হতাশাজনক সময় গুঞ্জন চলছে, বর্তমান কোচ ম্যাসিমিলানো আলেগ্রির পরিবর্তে কোচ হয়ে তুরিনে ফিরতে পারেন আন্তোনিও কন্তে। এ ব্যাপারে কন্তে নিজেও আগ্রহ প্রকাশ করেছেন।   

ইতালিয়ান গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, আন্তোনিও কন্তের সঙ্গে জুভেন্টাসের আলাপ-আলোচনা শুরু হয়ে গেছে। তুরিনে ফেরার ব্যাপারটা তিনি প্রত্যাখ্যান করেননি এবং তাঁর সাবেক ক্লাবে ফেরার সম্ভাবনা এখনো রয়েছে।

২০১১ থেকে ২০১৪— এই তিন বছর জুভেন্টাসে কোচের দায়িত্ব পালন করেছেন কন্তে। তখন হ্যাটট্রিক সিরি ‘আ’ জিতেছিল জুভরা। অন্যদিকে, কন্তের অধীনে চলতি মৌসুমে টটেনহাম দারুণ খেলছে। এখনো পর্যন্ত সাত ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে তিন নম্বরে আছে স্পার্সরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত