স্প্যানিশ সুপার কাপ
ক্রীড়া ডেস্ক
ফাইনালে উঠে এল ক্লাসিকোর সম্ভাব্য মঞ্চটা আগেই তৈরি রেখেছিল বার্সেলোনা। পরশু রাতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ৩-০ গোলে মায়োর্কাকে হারিয়েছে রিয়ালও। আর তাতেই ফাইনালটি রূপ নিয়েছে এল ক্লাসিকোর। সৌদি আরবের জেদ্দায় ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ।
জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য ধরে রেখে খেলে রিয়াল। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে ঘন ঘন শানায় আক্রমণ। কিন্তু নিজেদের ব্যর্থতা আর মায়োর্কার রক্ষণ দৃঢ়তায় প্রথমার্ধে কোনো আক্রমণই সাফল্যের ছোঁয়া পায়নি। গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দলই। গোলশূন্য প্রথমার্ধে ১৫টি শট নিয়েছিল রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতেও একই অবস্থা। আক্রমণে যায় রিয়াল, কিন্তু কাঙ্ক্ষিত গোল আর আসে না। তবে ৬৩ মিনিটে আর হতাশ হতে হয়নি রিয়ালকে। গোল করে রিয়ালকে এগিয়ে দেন জুড বেলিংহাম। ভিনিসিয়ুসের কাটব্যাকে রদ্রিগোর হেড ফেরত আসে পোস্টে লেগে। ফিরতি বলে এমবাপ্পের জোরালো শট ঠেকান মায়োর্কা গোলরক্ষক ডমিনিক গ্রেইফ। তবে তিনি ব্যর্থ হন বেলিংহামের শট আটকাতে।
এরপর দুই দলই চেষ্টা করে গোল না পাওয়ায় মনে হচ্ছিল জুডের গোলটিই ব্যবধান গড়ে দেবে ম্যাচে। কারণ ম্যাচের সময় দ্রুতই ফুরিয়ে আসছিল। কিন্তু এরপরই ভেলকি দেখানো শুরু রিয়ালের। যোগ হওয়া সময়ে আরও দুই গোল করে কার্লো আনচেলত্তির দল।
যোগ হওয়া সময়ে দ্বিতীয় মিনিটে আত্মঘাতী গোল পেয়ে যায় রিয়াল। রিয়াল একটি দুর্বল শট প্রতিহত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই জড়িয়ে দেন মায়োর্কা ডিফেন্ডার মার্টিন ভালজেন্ট। আর যোগ হওয়া পাঁচ মিনিটে গোল করেন রদ্রিগো।
রিয়াল ফাইনালে ওঠায় এ নিয়ে তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনাল হবে এল ক্লাসিকো। গত বছর সুপার কাপের ফাইনালের এল ক্লাসিকোয় বার্সাকে হারিয়েছিল রিয়াল। তারও আগের বছর, ২০২৩ সালে রিয়ালকে হারিয়ে ট্রফি জিতেছিল বার্সা।
এবার কে জিতবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের এল ক্লাসিকো? এই প্রশ্নের উত্তর বড় কঠিন! ম্যাচ শেষে এল ক্লাসিকো সম্পর্কিত এক প্রশ্নের জবাবে রিয়াল কোচ আনচেলত্তির উত্তর, ‘এল ক্লাসিকো নিয়ে পূর্বানুমান করা ইদানিং কঠিন হয়ে যাচ্ছে। গত বছর আমরা ০-১ গোলে তাদের হারিয়েছি। তারা আবার বার্নাব্যুতে আমাদের হারিয়েছে ৪-০ গোলে। তাই পরেরটি কেমন হবে, বলা কঠিন।’
তবে সেটা নিয়ে উপভোগ্য এক ফাইনাল হবে, তা নিয়ে কোনোই সন্দেহ নেই রিয়ালের ইতালিয়ান কোচ আনচেলত্তির।
ফাইনালে উঠে এল ক্লাসিকোর সম্ভাব্য মঞ্চটা আগেই তৈরি রেখেছিল বার্সেলোনা। পরশু রাতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ৩-০ গোলে মায়োর্কাকে হারিয়েছে রিয়ালও। আর তাতেই ফাইনালটি রূপ নিয়েছে এল ক্লাসিকোর। সৌদি আরবের জেদ্দায় ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ।
জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য ধরে রেখে খেলে রিয়াল। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে ঘন ঘন শানায় আক্রমণ। কিন্তু নিজেদের ব্যর্থতা আর মায়োর্কার রক্ষণ দৃঢ়তায় প্রথমার্ধে কোনো আক্রমণই সাফল্যের ছোঁয়া পায়নি। গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দলই। গোলশূন্য প্রথমার্ধে ১৫টি শট নিয়েছিল রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতেও একই অবস্থা। আক্রমণে যায় রিয়াল, কিন্তু কাঙ্ক্ষিত গোল আর আসে না। তবে ৬৩ মিনিটে আর হতাশ হতে হয়নি রিয়ালকে। গোল করে রিয়ালকে এগিয়ে দেন জুড বেলিংহাম। ভিনিসিয়ুসের কাটব্যাকে রদ্রিগোর হেড ফেরত আসে পোস্টে লেগে। ফিরতি বলে এমবাপ্পের জোরালো শট ঠেকান মায়োর্কা গোলরক্ষক ডমিনিক গ্রেইফ। তবে তিনি ব্যর্থ হন বেলিংহামের শট আটকাতে।
এরপর দুই দলই চেষ্টা করে গোল না পাওয়ায় মনে হচ্ছিল জুডের গোলটিই ব্যবধান গড়ে দেবে ম্যাচে। কারণ ম্যাচের সময় দ্রুতই ফুরিয়ে আসছিল। কিন্তু এরপরই ভেলকি দেখানো শুরু রিয়ালের। যোগ হওয়া সময়ে আরও দুই গোল করে কার্লো আনচেলত্তির দল।
যোগ হওয়া সময়ে দ্বিতীয় মিনিটে আত্মঘাতী গোল পেয়ে যায় রিয়াল। রিয়াল একটি দুর্বল শট প্রতিহত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই জড়িয়ে দেন মায়োর্কা ডিফেন্ডার মার্টিন ভালজেন্ট। আর যোগ হওয়া পাঁচ মিনিটে গোল করেন রদ্রিগো।
রিয়াল ফাইনালে ওঠায় এ নিয়ে তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনাল হবে এল ক্লাসিকো। গত বছর সুপার কাপের ফাইনালের এল ক্লাসিকোয় বার্সাকে হারিয়েছিল রিয়াল। তারও আগের বছর, ২০২৩ সালে রিয়ালকে হারিয়ে ট্রফি জিতেছিল বার্সা।
এবার কে জিতবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের এল ক্লাসিকো? এই প্রশ্নের উত্তর বড় কঠিন! ম্যাচ শেষে এল ক্লাসিকো সম্পর্কিত এক প্রশ্নের জবাবে রিয়াল কোচ আনচেলত্তির উত্তর, ‘এল ক্লাসিকো নিয়ে পূর্বানুমান করা ইদানিং কঠিন হয়ে যাচ্ছে। গত বছর আমরা ০-১ গোলে তাদের হারিয়েছি। তারা আবার বার্নাব্যুতে আমাদের হারিয়েছে ৪-০ গোলে। তাই পরেরটি কেমন হবে, বলা কঠিন।’
তবে সেটা নিয়ে উপভোগ্য এক ফাইনাল হবে, তা নিয়ে কোনোই সন্দেহ নেই রিয়ালের ইতালিয়ান কোচ আনচেলত্তির।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
৫ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
৮ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
১০ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
১১ ঘণ্টা আগে