ক্রীড়া ডেস্ক
টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। সব মিলিয়ে ক্যারিয়ারে তৃতীয়বার ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জেতেন তিনি। ২০২৩ সালের ফিফার বর্ষসেরা একাদশেও জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
লন্ডনে গত রাতে ফিফা দ্য বেস্ট ২০২৩-এর বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াই সমানে সমানে চলেছে মেসি ও হালান্ডের। মেসি, হালান্ড দুজনেই পেয়েছেন সমান ৪৮ পয়েন্ট। তবে ফিফার ১২ নম্বর অনুচ্ছেদ অনুসারে, জাতীয় দলের অধিনায়কদের থেকে ভোট বেশি পাওয়ায় বর্ষসেরা হয়েছেন মেসি। মেসি, হালান্ডের আরেক প্রতিদ্বন্দ্বী এমবাপ্পে পেয়েছেন ৩৫ ভোট। তিন ফুটবলারের কাঁধে ফিফপ্রোর ২০২৩-এর বর্ষসেরা একাদশের আক্রমণভাগের দায়িত্ব। গত বছর সব ধরনের ফুটবল মিলে হালান্ড ও এমবাপ্পে করেছেন ৫২ ও ৫০ গোল। তবে ২০২৩ সালে সর্বোচ্চ ৫৪ গোল করেও ফিফপ্রোর একাদশে জায়গা করে নিতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো।
ফিফপ্রোর ২০২৩-এর বর্ষসেরা একাদশ সাজানো হয়েছে ৩-৩-৪ ফরম্যাশনে। আক্রমণভাগে মেসি, হালান্ড, এমবাপ্পের সঙ্গে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র। মাঝমাঠ ও রক্ষণভাগে ম্যানচেস্টার সিটির ফুটবলারদের সংখ্যাই বেশি। কেভিন ডি ব্রুইনা ও বার্নার্দো সিলভা—ম্যান সিটির দুই মিডফিল্ডার আছেন গত বছরের বর্ষসেরা একাদশে। ডি ব্রুইনা, সিলভাদের সঙ্গে মাঝমাঠে থাকছেন বেলিংহাম। বেলিংহাম গত বছর বরুসিয়া ডর্টমুন্ড থেকে এসেছেন রিয়াল মাদ্রিদে। কাইল ওয়াকার, জন স্টোনস, রুবেন দিয়াস—ম্যান সিটির তিন ডিফেন্ডার আছেন গত বছরের বর্ষসেরা একাদশের রক্ষণভাগের দায়িত্বে।
ফিফপ্রোর ২০২৩-এর বর্ষসেরা একাদশ:
গোলরক্ষক: থিবো কোর্তোয়া (বেলজিয়াম/রিয়াল মাদ্রিদ)
রক্ষণভাগ: কাইল ওয়াকার (ইংল্যান্ড/ম্যানচেস্টার সিটি), জন স্টোনস (ইংল্যান্ড/ম্যানচেস্টার সিটি), রুবেন দিয়াস (পর্তুগাল/ম্যানচেস্টার সিটি)
মাঝমাঠ: কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি), বার্নার্দো সিলভা (পর্তুগাল/ম্যানচেস্টার সিটি), জুড বেলিংহাম (ইংল্যান্ড/রিয়াল মাদ্রিদ)
আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা/ইন্টার মায়ামি), আর্লিং হালান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/পিএসজি), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল/রিয়াল মাদ্রিদ)
টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। সব মিলিয়ে ক্যারিয়ারে তৃতীয়বার ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জেতেন তিনি। ২০২৩ সালের ফিফার বর্ষসেরা একাদশেও জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
লন্ডনে গত রাতে ফিফা দ্য বেস্ট ২০২৩-এর বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াই সমানে সমানে চলেছে মেসি ও হালান্ডের। মেসি, হালান্ড দুজনেই পেয়েছেন সমান ৪৮ পয়েন্ট। তবে ফিফার ১২ নম্বর অনুচ্ছেদ অনুসারে, জাতীয় দলের অধিনায়কদের থেকে ভোট বেশি পাওয়ায় বর্ষসেরা হয়েছেন মেসি। মেসি, হালান্ডের আরেক প্রতিদ্বন্দ্বী এমবাপ্পে পেয়েছেন ৩৫ ভোট। তিন ফুটবলারের কাঁধে ফিফপ্রোর ২০২৩-এর বর্ষসেরা একাদশের আক্রমণভাগের দায়িত্ব। গত বছর সব ধরনের ফুটবল মিলে হালান্ড ও এমবাপ্পে করেছেন ৫২ ও ৫০ গোল। তবে ২০২৩ সালে সর্বোচ্চ ৫৪ গোল করেও ফিফপ্রোর একাদশে জায়গা করে নিতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো।
ফিফপ্রোর ২০২৩-এর বর্ষসেরা একাদশ সাজানো হয়েছে ৩-৩-৪ ফরম্যাশনে। আক্রমণভাগে মেসি, হালান্ড, এমবাপ্পের সঙ্গে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র। মাঝমাঠ ও রক্ষণভাগে ম্যানচেস্টার সিটির ফুটবলারদের সংখ্যাই বেশি। কেভিন ডি ব্রুইনা ও বার্নার্দো সিলভা—ম্যান সিটির দুই মিডফিল্ডার আছেন গত বছরের বর্ষসেরা একাদশে। ডি ব্রুইনা, সিলভাদের সঙ্গে মাঝমাঠে থাকছেন বেলিংহাম। বেলিংহাম গত বছর বরুসিয়া ডর্টমুন্ড থেকে এসেছেন রিয়াল মাদ্রিদে। কাইল ওয়াকার, জন স্টোনস, রুবেন দিয়াস—ম্যান সিটির তিন ডিফেন্ডার আছেন গত বছরের বর্ষসেরা একাদশের রক্ষণভাগের দায়িত্বে।
ফিফপ্রোর ২০২৩-এর বর্ষসেরা একাদশ:
গোলরক্ষক: থিবো কোর্তোয়া (বেলজিয়াম/রিয়াল মাদ্রিদ)
রক্ষণভাগ: কাইল ওয়াকার (ইংল্যান্ড/ম্যানচেস্টার সিটি), জন স্টোনস (ইংল্যান্ড/ম্যানচেস্টার সিটি), রুবেন দিয়াস (পর্তুগাল/ম্যানচেস্টার সিটি)
মাঝমাঠ: কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি), বার্নার্দো সিলভা (পর্তুগাল/ম্যানচেস্টার সিটি), জুড বেলিংহাম (ইংল্যান্ড/রিয়াল মাদ্রিদ)
আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা/ইন্টার মায়ামি), আর্লিং হালান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/পিএসজি), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল/রিয়াল মাদ্রিদ)
ইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
২১ মিনিট আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
১ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, টেস্ট ক্রিকেট
২ ঘণ্টা আগে