আর্জেন্টিনার জার্সিতে ম্যাচ খেলার রেকর্ড ছুঁলেন মেসি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২১, ১২: ৪৮

ঢাকা: রেকর্ড গড়াই যেন লিওনেল মেসির নেশা! ক্যারিয়ারে কম রেকর্ড তো করেননি। আজ ব্রাসিলিয়ায় প্যারাগুয়ের বিপক্ষে ভাগ বসিয়েছেন আরও একটি রেকর্ডে। আর্জেন্টিনার জার্সিতে ১৪৭ ম্যাচ খেলে সাবেক সতীর্থ হাভিয়ের মাচেরানোর রেকর্ড ছুঁয়েছেন মেসি। 

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে থেকে গুঞ্জন—প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে মেসিকে। পরে অবশ্য শুরুর একাদশেই ছিলেন মেসি। প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আলেহান্দ্রো পাপু গোমেজের একমাত্র গোলে জিতেছে আলবিসেলেস্তেরা। এই ম্যাচটি আর্জেন্টিনার জার্সিতে মেসির ১৪৭তম ম্যাচ। আকাশি-সাদা জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলায় এত দিন শীর্ষে ছিলেন মাচেরানো। একসময়ের সতীর্থ-বন্ধুর রেকর্ড ছুঁতে পেরে খুশি মেসি। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে আমরা এগিয়ে গিয়েছি। আর্জেন্টিনার জার্সিতে মাচেরানোর সমান রেকর্ড ম্যাচ খেলে দারুণ লাগছে। মাচেরানো আমার বন্ধুর মতোই। আমি তাঁকে সব সময় শ্রদ্ধা করি।’ 

ম্যাচ শেষে মেসির প্রশংসা ঝরেছে কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে। স্কালোনি বলেছেন, ‘সে (মেসি) তিন ম্যাচেই দুর্দান্ত খেলেছে। তার ওপর ভরসা না করে পারা যায় না।’ 

মেসি এবারের কোপায় শুরু থেকেই দুর্দান্ত খেলছেন। প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ ৬৬ বার বল স্পর্শ করেছেন মেসি। দুর্দান্ত ফ্রি-কিকে গোলও করেছিলেন। যদিও ম্যাচটি আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করে। উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও দারুণ খেলেছেন মেসি। ১-০ গোলে জয়ের ম্যাচে গোল না করলেও গিদো রদ্রিগেজকে দিয়ে গোল করিয়ে জয় নিশ্চিত করেছিলেন। এ ম্যাচে সতীর্থ রদ্রিগো ডি পলের সঙ্গে সর্বোচ্চ ৭৮ বার বল স্পর্শ করেছেন মেসি। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত