ক্রীড়া ডেস্ক
প্রিমিয়ার লিগ সামার সিরিজ জিতে এবার চেলসি পর্ব শুরু করেছিলেন মরিসিও পচেত্তিনো। পচেত্তিনোর অধীনে অপরাজিত হয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় তারা। গতকাল লিভারপুলের বিপক্ষে ড্র করে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুম শুরু করেছে চেলসি। তবে এই ড্র মানতে পারছেন না চেলসি কোচ পচেত্তিনো।
স্ট্যামফোর্ড ব্রিজে গতকাল প্রথমে এগিয়ে যায় লিভারপুল। ১৮ মিনিটে গোল করেন লুইস দিয়াজ। প্রথমার্ধেই সমতায় ফেরে তারা। বেন চিলওয়েলের অ্যাসিস্টে ৩৭ মিনিটে গোল করেন অ্যাক্সেল দিয়াসি। এরপর ৩৯ মিনিটে এনজো ফার্নান্দেজের অ্যাসিস্টে গোল করেন চিলওয়েল। দ্বিতীয় গোলের পর উল্লাস করে চেলসি। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) তাদের হতাশ করেছে। ভিএআরে দেখা গেছে, চিলওয়েল অফসাইডে থাকায় গোল বাতিল হয়ে যায়। এরপর অনেক চেষ্টা করেও গোলমুখ খুলতে পারেনি চেলসি। পুরো ম্যাচে ব্লুজদের দাপট ছিল। ৬৫ শতাংশ বল দখলে রেখেছিল চেলসি। লিভারপুলের লক্ষ্য বরাবর শট করেছে ৪টি। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় এই ম্যাচ। ম্যাচ শেষে পচেত্তিনো বলেন, ‘আমি মনে করি না এটা ঠিক হয়েছে। আমাদের আরও ভালো খেলা উচিত ছিল। খুশি হলেও একই সঙ্গে হতাশ কারণ আমরা জিততে চেয়েছিলাম এবং জেতা উচিত ছিল। তবে এটা সবে শুরু।’
ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুম বেশ হতাশাজনক কেটেছে চেলসির। এবারের চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। ৩৮ ম্যাচে ৪৫ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার ১২ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল চেলসি।
প্রিমিয়ার লিগ সামার সিরিজ জিতে এবার চেলসি পর্ব শুরু করেছিলেন মরিসিও পচেত্তিনো। পচেত্তিনোর অধীনে অপরাজিত হয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় তারা। গতকাল লিভারপুলের বিপক্ষে ড্র করে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুম শুরু করেছে চেলসি। তবে এই ড্র মানতে পারছেন না চেলসি কোচ পচেত্তিনো।
স্ট্যামফোর্ড ব্রিজে গতকাল প্রথমে এগিয়ে যায় লিভারপুল। ১৮ মিনিটে গোল করেন লুইস দিয়াজ। প্রথমার্ধেই সমতায় ফেরে তারা। বেন চিলওয়েলের অ্যাসিস্টে ৩৭ মিনিটে গোল করেন অ্যাক্সেল দিয়াসি। এরপর ৩৯ মিনিটে এনজো ফার্নান্দেজের অ্যাসিস্টে গোল করেন চিলওয়েল। দ্বিতীয় গোলের পর উল্লাস করে চেলসি। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) তাদের হতাশ করেছে। ভিএআরে দেখা গেছে, চিলওয়েল অফসাইডে থাকায় গোল বাতিল হয়ে যায়। এরপর অনেক চেষ্টা করেও গোলমুখ খুলতে পারেনি চেলসি। পুরো ম্যাচে ব্লুজদের দাপট ছিল। ৬৫ শতাংশ বল দখলে রেখেছিল চেলসি। লিভারপুলের লক্ষ্য বরাবর শট করেছে ৪টি। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় এই ম্যাচ। ম্যাচ শেষে পচেত্তিনো বলেন, ‘আমি মনে করি না এটা ঠিক হয়েছে। আমাদের আরও ভালো খেলা উচিত ছিল। খুশি হলেও একই সঙ্গে হতাশ কারণ আমরা জিততে চেয়েছিলাম এবং জেতা উচিত ছিল। তবে এটা সবে শুরু।’
ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুম বেশ হতাশাজনক কেটেছে চেলসির। এবারের চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। ৩৮ ম্যাচে ৪৫ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার ১২ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল চেলসি।
দুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত। লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে আজ কে জিতবে তা সময়ই বলবে, তবে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথাম তো পারলে বলেই ফেলেন—‘গত মাসেই তো ওদের লাহোরে হারালাম।’
২৫ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
১২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১৩ ঘণ্টা আগে