লিভারপুলের বিপক্ষে ড্র মানতে পারছেন না পচেত্তিনো 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ১৪: ২০
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৪: ৪১

প্রিমিয়ার লিগ সামার সিরিজ জিতে এবার চেলসি পর্ব শুরু করেছিলেন মরিসিও পচেত্তিনো। পচেত্তিনোর অধীনে অপরাজিত হয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় তারা। গতকাল লিভারপুলের বিপক্ষে ড্র করে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুম শুরু করেছে চেলসি। তবে এই ড্র মানতে পারছেন না চেলসি কোচ পচেত্তিনো। 

স্ট্যামফোর্ড ব্রিজে গতকাল প্রথমে এগিয়ে যায় লিভারপুল। ১৮ মিনিটে গোল করেন লুইস দিয়াজ। প্রথমার্ধেই সমতায় ফেরে তারা। বেন চিলওয়েলের অ্যাসিস্টে ৩৭ মিনিটে গোল করেন অ্যাক্সেল দিয়াসি। এরপর ৩৯ মিনিটে এনজো ফার্নান্দেজের অ্যাসিস্টে গোল করেন চিলওয়েল। দ্বিতীয় গোলের পর উল্লাস করে চেলসি। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) তাদের হতাশ করেছে। ভিএআরে দেখা গেছে, চিলওয়েল অফসাইডে থাকায় গোল বাতিল হয়ে যায়। এরপর অনেক চেষ্টা করেও গোলমুখ খুলতে পারেনি চেলসি। পুরো ম্যাচে ব্লুজদের দাপট ছিল। ৬৫ শতাংশ বল দখলে রেখেছিল চেলসি। লিভারপুলের লক্ষ্য বরাবর শট করেছে ৪টি। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় এই ম্যাচ। ম্যাচ শেষে পচেত্তিনো বলেন, ‘আমি মনে করি না এটা ঠিক হয়েছে। আমাদের আরও ভালো খেলা উচিত ছিল। খুশি হলেও একই সঙ্গে হতাশ কারণ আমরা জিততে চেয়েছিলাম এবং জেতা উচিত ছিল। তবে এটা সবে শুরু।’ 

ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুম বেশ হতাশাজনক কেটেছে চেলসির। এবারের চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। ৩৮ ম্যাচে ৪৫ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার ১২ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল চেলসি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত