এই বার্সেলোনা ইউরোপা লিগও জিততে পারবে না!

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১: ১৬
Thumbnail image

২০ বছরের মধ্যে এই প্রথম চ্যাম্পিয়ন লিগে গ্রুপের বাধা টপকাতে পারল না বার্সেলোনা। শুধু বাদ পড়ায় নয়, বার্সার খেলাতেও ছিল না কোনো পরিকল্পনা ও কৌশলের ছাপ। লিওনেল মেসির বিদায়ের পর মৌসুমের শুরু থেকেই ধুঁকতে শুরু করে ইউরোপের অন্যতম সফল দলটি। কোচ রোনাল্ড কোমানের বদলেও কোচের দায়িত্ব নিয়ে কিংবদন্তি জাভি হার্নান্দেজ পারেননি পরিস্থিতি বদলাতে। 

লিগের পয়েন্ট টেবিলে পতনের সঙ্গে এবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেও ছিটকে গেল তারা। টেবিলের ৩ নম্বরে থাকায় বার্সাকে এখন খেলতে হবে ইউরোপা লিগে। তবে শীর্ষ স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বার্সার খেলার সমালোচনা করে এক প্রতিবেদনে লিখেছে, এই বার্সেলোনা ইউরোপা লিগ জেতার যোগ্যতাও রাখে না। এমনকি তারা বার্সার খেলা দেখার যোগ্য নয় বলেও মন্তব্য করেছে নিজেদের প্রতিবেদনে। 

এবারের চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের ছয় ম্যাচের মাত্র দুটিতে জিতেছে বার্সা। সেই দুটি ম্যাচ আবার গ্রুপে চতুর্থ হওয়া দিনামো কিয়েভের বিপক্ষে। এই ছয় ম্যাচে বার্সা গোল করেছে মাত্র ২টি। বিপরীতে হজম করেছে ৯ গোল। এই ৯ গোল বার্সা খেয়েছে তিন ম্যাচে। মার্কার দাবি, এমন পারফরম্যান্স নিয়ে ইউরোপা লিগ জেতাও কঠিন হবে বার্সার জন্য। 

দলের পারফরম্যান্স নিয়ে হতাশা ব্যক্ত করেছেন কোচ জাভিও। বার্সা কোচ বলেন, ‘বায়ার্ন আমাদের ওপর দাপট দেখিয়ে খেলেছে। আমরা সব সময় প্রতিপক্ষের ওপর দাপট দেখাতে চাই কিন্তু এখানে উল্টোটা হয়েছে। এটাই এখন বাস্তবতা। দলের অবস্থা এখন এমনই। আমি ক্ষুব্ধ।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত