মরক্কোর বিপক্ষে শুরুর একাদশে নেই রোনালদো

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১০: ১৪
Thumbnail image

কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত যত ঘটনা ঘটেছে, তার মধ্যে মাঠের বাইরে আলোচনায় সবার আগে উঠে এসেছে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। কখনো কোচের সঙ্গে দ্বন্দ্ব, আবার কখনো দল ছেড়ে চলে যাওয়ার হুমকি। সবগুলোই কেমন যেন নাটকীয়তায় পূর্ণ। 

এবার বোধহয় সেই সব আলোচনা আবারও ডালপালা মেলবে। দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে জায়গা পাননি সিআর সেভেন। সেই ম্যাচ অবশ্য পর্তুগাল জিতেছে ৬-১ গোলে। পর্তুগালের এত বড় জয়, আর তাতে রোনালদোর কোনো গোল নেই। সেই ম্যাচের নায়ক গনজালো রামোস বিশ্বকাপ অভিষেকেই হ্যাটট্রিক করে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। 

সেখানে কি আসলেই আর রোনালদোর সুযোগ রয়েছে? সেই প্রশ্নের উত্তরে যাঁরা ভেবেছিলেন কোয়ার্টার ফাইনালের ম্যাচে মরক্কোর বিপক্ষে দলে ফিরবেন রোনালদো, তাদের জন্য হতাশার খবর জানিয়েছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। 

সুইজারল্যান্ড ম্যাচের পর বিভিন্ন সময়েই আলোচনায় এসেছে, রোনালদো মরক্কোর বিপক্ষে খেলবেন। তবে শুরুর একাদশে জায়গা না হওয়ায় তা নিয়ে কিছুটা দ্বিধাই রয়ে গেল। দেখা যাক, ম্যাচে মাঠে নামার সুযোগ পান কি না পর্তুগাল ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন রোনালদো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত