ক্রীড়া ডেস্ক
চমক দেখানো যেন এই মৌসুমে একরকম নিয়ম বানিয়ে ফেলেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ—সবখানেই আর্সেনালের জাদুকরী পারফরম্যান্স দেখা যাচ্ছে। গতকাল এমিরেটস স্টেডিয়ামে শেষ মুহূর্তের গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারায় গানার্সরা। বিস্ময়কর গানার্সদের তাই প্রশংসায় ভাসিয়েছেন মিকেল আর্তেতা।
এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে ম্যানইউর বিপক্ষে খেলার আগে আর্সেনালের পয়েন্ট ছিল ৪৭। ইউনাইটেডকে ৩-২ গোলে হারালে গানার্সদের পয়েন্ট দাঁড়ায় ৫০। এই ফিফটি করতে গানার্সরা খেলেছে ১৯ ম্যাচ। মৌসুমের অর্ধেক ম্যাচ খেলে প্রথমবারের মতো ৫০ পয়েন্ট পেল আর্সেনাল। শিষ্যদের পারফরম্যান্সে মুগ্ধ আর্তেতা বলেন, ‘অসাধারণ। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। প্রাপ্য পয়েন্টই আমরা পেয়েছি। যথেষ্ট ভালো খেলেই আমরা বেশির ভাগ ম্যাচ জিতেছি। আক্রমণভাগ ও রক্ষণভাগ—এই দুটো জায়গা আরও ভালো করাই আমাদের লক্ষ্য।’
আর্সেনাল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ গতকাল একসময় ছিল ২-২ সমতায়। ড্র-ই যখন ম্যাচের পরিণত মনে হচ্ছিল, তখনই ব্যবধান বাড়ান এডি এনকিতা। ৯০ মিনিটে করা এনকিতার গোলে ৩-২ ব্যবধানে জয় পায় গানার্সরা। তার আগে ২৪ মিনিটে আরও একটি গোল করেছিলেন তিনি। জোড়া গোল করা এনকিতার প্রশংসা করে আর্তেতা বলেন, ‘এডি যা করছে, তা অবিশ্বাস্য। গ্যাব্রিয়েল জেসুসের চোটে আমরা বড় ধাক্কা খেয়েছি। তবে এডি দারুণ পারফরম্যান্স করছে। ক্লাবের সবাই তাকে (এডি) পছন্দ করে। সে আর্সেনালের হৃদয়। সে আসলেই দারুণ খেলছে।’
চমক দেখানো যেন এই মৌসুমে একরকম নিয়ম বানিয়ে ফেলেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ—সবখানেই আর্সেনালের জাদুকরী পারফরম্যান্স দেখা যাচ্ছে। গতকাল এমিরেটস স্টেডিয়ামে শেষ মুহূর্তের গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারায় গানার্সরা। বিস্ময়কর গানার্সদের তাই প্রশংসায় ভাসিয়েছেন মিকেল আর্তেতা।
এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে ম্যানইউর বিপক্ষে খেলার আগে আর্সেনালের পয়েন্ট ছিল ৪৭। ইউনাইটেডকে ৩-২ গোলে হারালে গানার্সদের পয়েন্ট দাঁড়ায় ৫০। এই ফিফটি করতে গানার্সরা খেলেছে ১৯ ম্যাচ। মৌসুমের অর্ধেক ম্যাচ খেলে প্রথমবারের মতো ৫০ পয়েন্ট পেল আর্সেনাল। শিষ্যদের পারফরম্যান্সে মুগ্ধ আর্তেতা বলেন, ‘অসাধারণ। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। প্রাপ্য পয়েন্টই আমরা পেয়েছি। যথেষ্ট ভালো খেলেই আমরা বেশির ভাগ ম্যাচ জিতেছি। আক্রমণভাগ ও রক্ষণভাগ—এই দুটো জায়গা আরও ভালো করাই আমাদের লক্ষ্য।’
আর্সেনাল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ গতকাল একসময় ছিল ২-২ সমতায়। ড্র-ই যখন ম্যাচের পরিণত মনে হচ্ছিল, তখনই ব্যবধান বাড়ান এডি এনকিতা। ৯০ মিনিটে করা এনকিতার গোলে ৩-২ ব্যবধানে জয় পায় গানার্সরা। তার আগে ২৪ মিনিটে আরও একটি গোল করেছিলেন তিনি। জোড়া গোল করা এনকিতার প্রশংসা করে আর্তেতা বলেন, ‘এডি যা করছে, তা অবিশ্বাস্য। গ্যাব্রিয়েল জেসুসের চোটে আমরা বড় ধাক্কা খেয়েছি। তবে এডি দারুণ পারফরম্যান্স করছে। ক্লাবের সবাই তাকে (এডি) পছন্দ করে। সে আর্সেনালের হৃদয়। সে আসলেই দারুণ খেলছে।’
২০২৪-২৫ মৌসুমের আবুধাবি টি-টেন বাংলা টাইগার্স শুরু করেছিল জোড়া হারে। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগার্স। মরুর দেশে টানা দুই ম্যাচ সাকিবরা জিতলেন হেসেখেলে।
১ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, টেস্ট ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট
২ ঘণ্টা আগেঅ্যান্টিগায় বাংলাদেশের বোলাররা তো চেষ্টার ত্রুটি রাখেননি। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের বোলিংয়ে একটু হলেও চাপে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুটিই একসঙ্গে ‘ক্লিক’ খুব কম সময়েই করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে হতাশ করেছেন
৩ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে ১৮১ রানে পিছিয়ে থেকেও গতকাল ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ দল। তারপরই অনেক আলোচনা-সমালোচনা টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে। তাসকিন আহমেদ ১১ ও শরীফুল ইসলাম ছিলেন ৫ রানে অপরাজিত। অনেকেই মনে করেছেন, বাংলাদেশ শেষ উইকেটে হয়তো আরও কিছু রান যোগও করতে পারত।
৪ ঘণ্টা আগে