Ajker Patrika

দুর্দান্ত জয়ে প্লে-অফ শুরু মেসি-সুয়ারেজদের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৩: ৪৮
আক্রমণের পসরা সাজিয়ে আটলান্টার রক্ষণভাগকে দিশেহারা করে তোলেন লিওনেল মেসিরা। ছবি: এএফপি
আক্রমণের পসরা সাজিয়ে আটলান্টার রক্ষণভাগকে দিশেহারা করে তোলেন লিওনেল মেসিরা। ছবি: এএফপি

লুইস সুয়ারেজ ও জর্দি আলবার গোলে ২০২৪ মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ জয় দিয়ে শুরু করেছে ইন্টার মায়ামি। প্লে-অফের প্রথম ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছেন লিওনেল মেসি-সুয়ারেজরা।

প্রথম পর্বের এই রাউন্ডটি তিন ম্যাচের একটি সিরিজে অনুষ্ঠিত হচ্ছে। যেখানে প্রথম লেগে আটলান্টাকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মায়ামি। যদি আগামী ২ নভেম্বর আটলান্টার মার্সিডিজ বেনজ স্টেডিয়ামে জয় পায়, তবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে। জয় না পেলেও আগামী ১০ নভেম্বর তৃতীয় ও ভাগ্য নির্ধারণের ম্যাচটি হবে ফোর্ট লডারডেলে।

আজ বাংলাদেশ সময় শুরু হওয়া ম্যাচে প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মায়ামি। সুফল পেয়ে গেল দ্বিতীয় মিনিটেই। ৯০ সেকেন্ডে সুয়ারেজের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। তারপর আর্জেন্টাইন সুপারস্টার মেসিও কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছিলেন, তবে আটলান্টার গোলরক্ষক ব্র্যাড গুজানের দারুণ সেভের ব্যর্থ হয়েছেন বারবার।

উল্টো ৩৯ মিনিটের সাবা লবঝানিদজের গোলে সমতায় ফেরে আটলান্টা। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আক্রমণের আরও ধারা বাড়ায় মায়ামি। ম্যাচে গোলের জন্য ২২টি শট নেয় তারা। এর মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। একটু সময় লাগলেও জয় নির্ধারণ করে দেওয়া গোলটি আসে ৬০ মিনিটে। বাঁ-পায়ের দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন আলবা। দল পায় ২-১ গোলের জয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত