ক্রীড়া ডেস্ক
বার্সেলোনার হয়ে কোচিং ক্যারিয়ারে দুই বার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন পেপ গার্দিওলা। এরপর আর কখনোই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিততে পারেননি তিনি। বার্য়ান মিউনিখের পর ম্যানচেস্টার সিটিতে দায়িত্ব নেওয়ার সাত বছর হচ্ছে, কিন্তু তাঁর অপেক্ষার পালা আর শেষ হচ্ছে না।
তাই প্রায় সময় গার্দিওলাকে চ্যাম্পিয়নস লিগ জিততে না পারার প্রশ্নের মুখোমুখি হতে হয়। আজ নিজেদের মাঠ ইতিহাদে সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে নামার আগেও তেমনি আরেকবার প্রশ্নটির মুখোমুখি হতে হয়েছে স্প্যানিশ কোচকে। এবার উত্তরটা একটু অন্যরকমই দিয়েছেন তিনি।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে সিটিজেনদের কোচিং ক্যারিয়ারের ‘উত্তরাধিকারকে ব্যতিক্রমী’ বলে জানিয়েছেন গার্দিওলা। তিনি বলেছেন, ‘ইতিমধ্যে আমার উত্তরাধিকার ব্যতিক্রমী হয়েছে। উত্তরাধিকার হলো যে আমরা বহু বছর ধরে এখানে সময় কাটিয়েছি। আর কিছু গোল হজম করে অনেক গোল দিয়ে বহু শিরোপা জিতেছি। ভক্তরা এই উত্তরাধিকার অবশ্যই স্মরণে রাখবেন। গত কয়েক বছর ধরে আমরা ফুটবলে এক বিস্ফোরণ ঘটিয়েছি। এটি অবশ্য একটি ভালো অধ্যায়। ইউরোপের লোকেরা হয়তো এটা লক্ষ করেননি। তবে এখানে আমরা দুর্দান্ত সময় কাটিয়েছি। এটাই হচ্ছে উত্তরাধিকার।’
চ্যাম্পিয়নস লিগ নিয়ে এবার এমন প্রশ্ন চিরতরে বন্ধ করার দুর্দান্ত সুযোগ পাচ্ছেন গার্দিওলা। আজ রাতে নিজেদের মাঠে রিয়ালকে হারাতে পারলেই আরেকবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাবেন তিনি। ফাইনালে ওঠার সুযোগটা যে তাদের হাতেই রয়েছে, সেটিও জানিয়েছেন তিনি। ম্যানসিটি বস বলেছেন, ‘এটি আমাদের হাতে রয়েছে। আমাদের ওপর নির্ভর করছে। আজ আমাদের ব্যতিক্রম কিছু করে দেখাতে হবে না। শুধু এক ম্যাচ জিতে ফাইনালে পৌঁছাতে হবে। শিষ্যদের প্রতি আমার অবিশ্বাস্য অনুভূতি রয়েছে। আজ যা-ই ঘটুক না কেন, আমাকে এবং সিটি ভক্তদের আবারও এখানে আনার জন্য তাদের অনেক ধন্যবাদ।’
বার্সেলোনার হয়ে কোচিং ক্যারিয়ারে দুই বার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন পেপ গার্দিওলা। এরপর আর কখনোই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিততে পারেননি তিনি। বার্য়ান মিউনিখের পর ম্যানচেস্টার সিটিতে দায়িত্ব নেওয়ার সাত বছর হচ্ছে, কিন্তু তাঁর অপেক্ষার পালা আর শেষ হচ্ছে না।
তাই প্রায় সময় গার্দিওলাকে চ্যাম্পিয়নস লিগ জিততে না পারার প্রশ্নের মুখোমুখি হতে হয়। আজ নিজেদের মাঠ ইতিহাদে সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে নামার আগেও তেমনি আরেকবার প্রশ্নটির মুখোমুখি হতে হয়েছে স্প্যানিশ কোচকে। এবার উত্তরটা একটু অন্যরকমই দিয়েছেন তিনি।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে সিটিজেনদের কোচিং ক্যারিয়ারের ‘উত্তরাধিকারকে ব্যতিক্রমী’ বলে জানিয়েছেন গার্দিওলা। তিনি বলেছেন, ‘ইতিমধ্যে আমার উত্তরাধিকার ব্যতিক্রমী হয়েছে। উত্তরাধিকার হলো যে আমরা বহু বছর ধরে এখানে সময় কাটিয়েছি। আর কিছু গোল হজম করে অনেক গোল দিয়ে বহু শিরোপা জিতেছি। ভক্তরা এই উত্তরাধিকার অবশ্যই স্মরণে রাখবেন। গত কয়েক বছর ধরে আমরা ফুটবলে এক বিস্ফোরণ ঘটিয়েছি। এটি অবশ্য একটি ভালো অধ্যায়। ইউরোপের লোকেরা হয়তো এটা লক্ষ করেননি। তবে এখানে আমরা দুর্দান্ত সময় কাটিয়েছি। এটাই হচ্ছে উত্তরাধিকার।’
চ্যাম্পিয়নস লিগ নিয়ে এবার এমন প্রশ্ন চিরতরে বন্ধ করার দুর্দান্ত সুযোগ পাচ্ছেন গার্দিওলা। আজ রাতে নিজেদের মাঠে রিয়ালকে হারাতে পারলেই আরেকবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাবেন তিনি। ফাইনালে ওঠার সুযোগটা যে তাদের হাতেই রয়েছে, সেটিও জানিয়েছেন তিনি। ম্যানসিটি বস বলেছেন, ‘এটি আমাদের হাতে রয়েছে। আমাদের ওপর নির্ভর করছে। আজ আমাদের ব্যতিক্রম কিছু করে দেখাতে হবে না। শুধু এক ম্যাচ জিতে ফাইনালে পৌঁছাতে হবে। শিষ্যদের প্রতি আমার অবিশ্বাস্য অনুভূতি রয়েছে। আজ যা-ই ঘটুক না কেন, আমাকে এবং সিটি ভক্তদের আবারও এখানে আনার জন্য তাদের অনেক ধন্যবাদ।’
উড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৩ ঘণ্টা আগেমুলতানের পিচ যে ব্যাটারদের বধ্যভূমি, সেটা যাঁরা খেলা দেখা দেখেছেন তাঁরা তো বুঝতে পেরেছেনই। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের স্কোরকার্ড দেখেও যে কোনো ব্যক্তি তা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। বোলারদের রাজত্বে প্রথম টেস্টের ফল আসতে পূর্ণ তিন দিনও লাগেনি।
৩ ঘণ্টা আগেবিতর্ক আল হাসান, ঝামেলা আল হাসান—সাকিব আল হাসানকে চাইলে এখন অনেকভাবেই সম্বোধন করা যেতে পারে। নেতিবাচক ঘটনায় সাকিব শিরোনাম হচ্ছেন অনেকবার। নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া, গ্রেপ্তারি পরোয়ানা—বাদ যাচ্ছে না কিছুই। আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে আজ জারি হওয়া গ্রেপ্তা
৪ ঘণ্টা আগেসেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
৬ ঘণ্টা আগে