ক্রীড়া ডেস্ক
২০২৪ অলিম্পিক শুরু হতে এখনো বাকি ৬ মাসের মতো সময়। এরই মধ্যে শুরু হয়েছে দক্ষিণ আমেরিকার প্রাক বাছাইপর্ব। তবে জয় দিয়ে শুরু করতে পারেনি আর্জেন্টিনা। প্যারাগুয়ের সঙ্গে কোনোমতে ড্র করল আর্জেন্টিনা।
এস্তাদিও মিসাইল দেলিগাদো স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল ও প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দল। এই ম্যাচে আর্জেন্টিনা দাপট দেখিয়ে খেলেছে। ৬৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আলবিসেলেস্তের শট ছিল ৬ টি। অন্যদিকে প্যারাগুয়ে ৩৬ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করে ৫ টি। প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ৬৭ মিনিটে হয় ম্যাচে প্রথম গোল হয়। পেনাল্টি থেকে গোল করেন প্যারাগুয়ে মিডফিল্ডার ডিয়েগো গোমেজ। ১-০ তে পিছিয়ে থাকা আর্জেন্টিনা সমতায় ফেরে ৯০ মিনিটে। সান্তিয়াগো কাস্ত্রোর অ্যাসিস্টে গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লুসিয়ানো গুন্দু। ম্যাচ শেষ হয় ১-১ গোলে ড্র।
২০২৪ দক্ষিণ আমেরিকা অলিম্পিক প্রাক বাছাইপর্বে খেলছে দশ দল। ‘এ’ ও ‘বি’—দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে পাঁচটি করে দল। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের প্রতিপক্ষ পেরু, প্যারাগুয়ে, চিলি ও উরুগুয়ে। অন্যদিকে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল রয়েছে ‘এ’ গ্রুপে। ব্রাজিলের গ্রুপে রয়েছে ইকুয়েডর, ভেনেজুয়েলা, বলিভিয়া ও প্যারাগুয়ে। দুই গ্রুপে নিজেদের মধ্যে চলবে রাউন্ড-রবিন ফরম্যাট। সেখান থেকে প্রতি গ্রুপের সেরা দুই দল খেলবে বাছাইপর্বে। তারপর শীর্ষ দুই দল জায়গা পাবে অলিম্পিকে।
২০২৪ অলিম্পিক শুরু হতে এখনো বাকি ৬ মাসের মতো সময়। এরই মধ্যে শুরু হয়েছে দক্ষিণ আমেরিকার প্রাক বাছাইপর্ব। তবে জয় দিয়ে শুরু করতে পারেনি আর্জেন্টিনা। প্যারাগুয়ের সঙ্গে কোনোমতে ড্র করল আর্জেন্টিনা।
এস্তাদিও মিসাইল দেলিগাদো স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল ও প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দল। এই ম্যাচে আর্জেন্টিনা দাপট দেখিয়ে খেলেছে। ৬৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আলবিসেলেস্তের শট ছিল ৬ টি। অন্যদিকে প্যারাগুয়ে ৩৬ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করে ৫ টি। প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ৬৭ মিনিটে হয় ম্যাচে প্রথম গোল হয়। পেনাল্টি থেকে গোল করেন প্যারাগুয়ে মিডফিল্ডার ডিয়েগো গোমেজ। ১-০ তে পিছিয়ে থাকা আর্জেন্টিনা সমতায় ফেরে ৯০ মিনিটে। সান্তিয়াগো কাস্ত্রোর অ্যাসিস্টে গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লুসিয়ানো গুন্দু। ম্যাচ শেষ হয় ১-১ গোলে ড্র।
২০২৪ দক্ষিণ আমেরিকা অলিম্পিক প্রাক বাছাইপর্বে খেলছে দশ দল। ‘এ’ ও ‘বি’—দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে পাঁচটি করে দল। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের প্রতিপক্ষ পেরু, প্যারাগুয়ে, চিলি ও উরুগুয়ে। অন্যদিকে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল রয়েছে ‘এ’ গ্রুপে। ব্রাজিলের গ্রুপে রয়েছে ইকুয়েডর, ভেনেজুয়েলা, বলিভিয়া ও প্যারাগুয়ে। দুই গ্রুপে নিজেদের মধ্যে চলবে রাউন্ড-রবিন ফরম্যাট। সেখান থেকে প্রতি গ্রুপের সেরা দুই দল খেলবে বাছাইপর্বে। তারপর শীর্ষ দুই দল জায়গা পাবে অলিম্পিকে।
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
১ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
১ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
২ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের প্রথম দিনে দেখা গেছে বোলারদের দাপট। মিরপুর, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম-চার ভেন্যুতেই ব্যাটাররা রীতিমতো ধুঁকেছেন। এক দিনেই পড়েছে মোট ৫০টি উইকেট।
৩ ঘণ্টা আগে