ক্রীড়া ডেস্ক
নিজের সময়ের অন্যতম সেরা কোচ পর্তুগালের হোসে মরিনহো। বিশ্বের অন্যতম সেরা ক্লাবগুলোয় বেশ কজন বিশ্বসেরা খেলোয়াড়কে কোচিং করিয়েছেন তিনি। তাঁর অধীনে খেলা সেই সব খেলোয়াড়দের মধ্যে থেকে বেছে নিয়েছেন নিজের পছন্দের সেরা একাদশও। যেখানে সন্দেহাতীতভাবে জায়গা পেয়েছেন তাঁর অধীনে খেলা ক্রিস্টিয়ানো রোনালদোও।
‘স্পেশাল ওয়ান’ হিসেবে পরিচিত মরিনহো তাঁর ক্যারিয়ারে বেনফিকা, পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহামের মতো ক্লাবে কোচিং করিয়েছেন। যেখানে ঘরোয়া পর্যায়ে যেমন সাফল্য পেয়েছেন, জিতেছেন ইউরোপীয় খেতাবও। তাঁর অধীনে খেলা তারকা ফুটবলাররাও অবদান রেখেছেন সেসব শিরোপা জয়ে।
মরিনহোর তৈরি করা একাদশে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন পিটার চেক। চেলসির কোচ থাকাকালে চেক প্রজাতন্ত্রের তারকা চেক খেলেছিলেন মরিনহোর অধীনে।
দুই সেন্টার ব্যাক হিসেবে মরিনহোর পছন্দ স্বদেশি রিকার্ডো কারভালহো এবং জন টেরি। কারভালহো মরিনহোর বেশ পছন্দের খেলোয়াড়। পোর্তো থেকে এই পর্তুগিজ খেলোয়াড়কে চেলসি এবং রিয়াল মাদ্রিদে নিয়ে যান মরিনহো। আর টেরিকে কোচিং করিয়েছেন চেলসিতে। লেফট ব্যাকও বেছে নিয়েছেন চেলসি থেকে। অ্যাশলে কোলকে দলে রেখেছেন তিনি। আর রাইট ব্যাক হিসেবে রেখেছেন ইন্টার মিলানের সাবেক আর্জেন্টাইন তারকা হ্যাভিয়ের জানেত্তিকে।
মরিনহোর একাদশে মিডফিল্ডার হিসেবে আছেন চেলসিতে খেলা ক্লদ ম্যাকাললে, চেলসির ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এবং রিয়াল মাদ্রিদের মেসুত ওজিল। আর তিন ফরোয়ার্ডের দুজনও চেলসির। তাঁরা হলেন এডেন হ্যাজার্ড ও দিদিয়ের দ্রগবা। আর তৃতীয় ফরোয়ার্ড হলেন রোনালদো।
তবে মরিনহোর একাদশ থেকে বাদ পড়েছেন বেশ কজন তারকা খেলোয়াড়। যাঁদের মাঝে আছেন ইকার ক্যাসিয়াস, মার্সেলো, করিম বেনজেমা, জ্লাতান ইব্রাহিমোভিচ, স্যামুয়েল ইতো, ওয়েসলি স্নাইডার এবং রোমেলু লুকাকু।
মরিনহোর একাদশ
গোলরক্ষক: পিটার চেক
রক্ষণ: রিকার্ডো কারভালহো, জন টেরি, অ্যাশলে কোল, হ্যাভিয়ের জানেত্তি
মাঝমাঠ: ক্লদ ম্যাকাললে, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, মেসুত ওজিল
আক্রমণভাগ: এডেন হ্যাজার্ড, দিদিয়ের দ্রগবা, ক্রিস্টিয়ানো রোনালদো
মরিনহো সম্পর্কিত পড়ুন:
নিজের সময়ের অন্যতম সেরা কোচ পর্তুগালের হোসে মরিনহো। বিশ্বের অন্যতম সেরা ক্লাবগুলোয় বেশ কজন বিশ্বসেরা খেলোয়াড়কে কোচিং করিয়েছেন তিনি। তাঁর অধীনে খেলা সেই সব খেলোয়াড়দের মধ্যে থেকে বেছে নিয়েছেন নিজের পছন্দের সেরা একাদশও। যেখানে সন্দেহাতীতভাবে জায়গা পেয়েছেন তাঁর অধীনে খেলা ক্রিস্টিয়ানো রোনালদোও।
‘স্পেশাল ওয়ান’ হিসেবে পরিচিত মরিনহো তাঁর ক্যারিয়ারে বেনফিকা, পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহামের মতো ক্লাবে কোচিং করিয়েছেন। যেখানে ঘরোয়া পর্যায়ে যেমন সাফল্য পেয়েছেন, জিতেছেন ইউরোপীয় খেতাবও। তাঁর অধীনে খেলা তারকা ফুটবলাররাও অবদান রেখেছেন সেসব শিরোপা জয়ে।
মরিনহোর তৈরি করা একাদশে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন পিটার চেক। চেলসির কোচ থাকাকালে চেক প্রজাতন্ত্রের তারকা চেক খেলেছিলেন মরিনহোর অধীনে।
দুই সেন্টার ব্যাক হিসেবে মরিনহোর পছন্দ স্বদেশি রিকার্ডো কারভালহো এবং জন টেরি। কারভালহো মরিনহোর বেশ পছন্দের খেলোয়াড়। পোর্তো থেকে এই পর্তুগিজ খেলোয়াড়কে চেলসি এবং রিয়াল মাদ্রিদে নিয়ে যান মরিনহো। আর টেরিকে কোচিং করিয়েছেন চেলসিতে। লেফট ব্যাকও বেছে নিয়েছেন চেলসি থেকে। অ্যাশলে কোলকে দলে রেখেছেন তিনি। আর রাইট ব্যাক হিসেবে রেখেছেন ইন্টার মিলানের সাবেক আর্জেন্টাইন তারকা হ্যাভিয়ের জানেত্তিকে।
মরিনহোর একাদশে মিডফিল্ডার হিসেবে আছেন চেলসিতে খেলা ক্লদ ম্যাকাললে, চেলসির ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এবং রিয়াল মাদ্রিদের মেসুত ওজিল। আর তিন ফরোয়ার্ডের দুজনও চেলসির। তাঁরা হলেন এডেন হ্যাজার্ড ও দিদিয়ের দ্রগবা। আর তৃতীয় ফরোয়ার্ড হলেন রোনালদো।
তবে মরিনহোর একাদশ থেকে বাদ পড়েছেন বেশ কজন তারকা খেলোয়াড়। যাঁদের মাঝে আছেন ইকার ক্যাসিয়াস, মার্সেলো, করিম বেনজেমা, জ্লাতান ইব্রাহিমোভিচ, স্যামুয়েল ইতো, ওয়েসলি স্নাইডার এবং রোমেলু লুকাকু।
মরিনহোর একাদশ
গোলরক্ষক: পিটার চেক
রক্ষণ: রিকার্ডো কারভালহো, জন টেরি, অ্যাশলে কোল, হ্যাভিয়ের জানেত্তি
মাঝমাঠ: ক্লদ ম্যাকাললে, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, মেসুত ওজিল
আক্রমণভাগ: এডেন হ্যাজার্ড, দিদিয়ের দ্রগবা, ক্রিস্টিয়ানো রোনালদো
মরিনহো সম্পর্কিত পড়ুন:
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৪ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৬ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৭ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৭ ঘণ্টা আগে