ক্রীড়া ডেস্ক
তিন দিন আগেই প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর ছন্দে ফেরার পরও গত রাতে হার এড়াতে পারল না তাঁর দল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে পর্তুগিজ ফরোয়ার্ডের ছায়া হয়ে থাকার ম্যাচে আতলেতিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতেই বিদায় নিল ম্যানইউ।
প্রথম লেগে মাদ্রিদে ১-১ গোলে ড্র করেছিল এই দুই দল। গত রাতে তাই ১-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল আতলেতিকো । এদিকে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে প্রথম লেগে ড্র করলেই বিদায়, হতাশার এই ধারা আরও লম্বা হলো ম্যানইউর। এই নিয়ে টানা চারবার এই তেতো স্বাদ পেল তারা । ২০১২-১৩ মৌসুমে শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে, ২০১৩-১৪ মৌসুমে কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ও ২০১৭-১৮ মৌসুমে শেষ ষোলোয় সেভিয়ার বিপক্ষে এভাবে হেরে বিদায় নিয়েছিল তারা।
ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল রেড ডেভিলরা। শুরু থেকেই বল দখল এবং আক্রমণেও এগিয়ে ছিল তারা । পুরো ম্যাচে ৬১ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখার পাশাপাশি আতলেতিকোর গোলপোস্টে পাঁচটি শট নেয় রালফ রাংনিকের শিষ্যরা । অন্যদিকে নিজেদের পায়ে ৩৯ শতাংশ সময় বল রাখে অতিথিরা। কিন্তু এর পরও গোলের দেখা পাচ্ছিল না ম্যানচেস্টার ইউনাইটেড। উল্টো খেলার ৪১ মিনিটে বক্সের ডান দিক থেকে ক্রস বাড়ান অঁতোয়ান গ্রিজমান। দারুণ ! দুর্দান্ত এক হেডে লক্ষ ভেদ করেন রেনান লোদি। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানেই।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড। সমতায় ফিরতে প্রতিপক্ষের রক্ষণভাগে একাধিক আক্রমণও চালান রোনালদো-ফার্নান্দেসরা। ৭৭তম মিনিটে গোলও পেতে পারত স্বাগতিকেরা। দারুণ সেভে ইউনাইটেডকে হতাশ করেন আতলেতিকোর গোলরক্ষক জান অবলাক । অনেকটা লাফিয়ে রাফায়েল ভারানের হেড এক হাতে ফিরিয়ে দেন তিনি। ফিরতি বলে রোনালদোর ওভারহেড কিকও ঠেকান।
বাকি সময়ে আর গোল করতে পারেনি ম্যানইউ । আর তাতেই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত হয় দিয়েগো সিমিঅনের শিষ্যদের।
তিন দিন আগেই প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর ছন্দে ফেরার পরও গত রাতে হার এড়াতে পারল না তাঁর দল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে পর্তুগিজ ফরোয়ার্ডের ছায়া হয়ে থাকার ম্যাচে আতলেতিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতেই বিদায় নিল ম্যানইউ।
প্রথম লেগে মাদ্রিদে ১-১ গোলে ড্র করেছিল এই দুই দল। গত রাতে তাই ১-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল আতলেতিকো । এদিকে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে প্রথম লেগে ড্র করলেই বিদায়, হতাশার এই ধারা আরও লম্বা হলো ম্যানইউর। এই নিয়ে টানা চারবার এই তেতো স্বাদ পেল তারা । ২০১২-১৩ মৌসুমে শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে, ২০১৩-১৪ মৌসুমে কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ও ২০১৭-১৮ মৌসুমে শেষ ষোলোয় সেভিয়ার বিপক্ষে এভাবে হেরে বিদায় নিয়েছিল তারা।
ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল রেড ডেভিলরা। শুরু থেকেই বল দখল এবং আক্রমণেও এগিয়ে ছিল তারা । পুরো ম্যাচে ৬১ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখার পাশাপাশি আতলেতিকোর গোলপোস্টে পাঁচটি শট নেয় রালফ রাংনিকের শিষ্যরা । অন্যদিকে নিজেদের পায়ে ৩৯ শতাংশ সময় বল রাখে অতিথিরা। কিন্তু এর পরও গোলের দেখা পাচ্ছিল না ম্যানচেস্টার ইউনাইটেড। উল্টো খেলার ৪১ মিনিটে বক্সের ডান দিক থেকে ক্রস বাড়ান অঁতোয়ান গ্রিজমান। দারুণ ! দুর্দান্ত এক হেডে লক্ষ ভেদ করেন রেনান লোদি। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানেই।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড। সমতায় ফিরতে প্রতিপক্ষের রক্ষণভাগে একাধিক আক্রমণও চালান রোনালদো-ফার্নান্দেসরা। ৭৭তম মিনিটে গোলও পেতে পারত স্বাগতিকেরা। দারুণ সেভে ইউনাইটেডকে হতাশ করেন আতলেতিকোর গোলরক্ষক জান অবলাক । অনেকটা লাফিয়ে রাফায়েল ভারানের হেড এক হাতে ফিরিয়ে দেন তিনি। ফিরতি বলে রোনালদোর ওভারহেড কিকও ঠেকান।
বাকি সময়ে আর গোল করতে পারেনি ম্যানইউ । আর তাতেই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত হয় দিয়েগো সিমিঅনের শিষ্যদের।
‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
২ মিনিট আগেএটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
৪৩ মিনিট আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৪ ঘণ্টা আগে