ক্রীড়া ডেস্ক
এস্পানিওলকে গতকাল ৪-০ গোলে হারিয়ে চার ম্যাচ আগেই নিজেদের ৩৫তম লা লিগা শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ২৬ লা লিগাজয়ী বার্সেলোনার সঙ্গে রিয়ালের লিগ শিরোপার ব্যবধান এখন পরিষ্কার ৯!
বার্সার সঙ্গে শিরোপার ব্যবধানটা যেমন বড় হয়েছে, একই সঙ্গে আরেকদিক থেকে চিরপ্রতিদ্বন্দ্বীদের ভালো একটা ধাক্কাও দিয়েছে লস ব্লাঙ্কোসরা। আর্থিক সমস্যায় ধুঁকতে থাকা বার্সার চোখের সামনে দিয়ে এক লিগ জিতেই বড় রকমের আর্থিক পুরস্কার জিতে নিচ্ছে রিয়াল।
লিগ থেকে ক্লাবগুলোর আসল আয় মূলত টেলিভিশন সম্প্রচার স্বত্ব। গত মৌসুমে টেলিভিশন সম্প্রচার থেকে লা লিগা কর্তৃপক্ষের আয় হয়েছে ১.৪৪ বিলিয়ন ইউরো। প্রশাসনিক খরচ হিসেবে এই আয়ের ২ শতাংশ কেটে রাখবে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
১.৪৪ বিলিয়ন ইউরোর ৫০ শতাংশ সমানভাবে লিগের ২০ দলকে ভাগ করে দেওয়া হবে। ২৫ শতাংশ দেওয়া হবে লিগে একটি ক্লাবের অবস্থা, স্টেডিয়ামের ধারণক্ষমতা, টিকিট বিক্রির পরিমাণ ও আগের পাঁচ মৌসুমে লিগের অবস্থান বিবেচনা করে। আর বাকি ২৫ শতাংশ দেওয়া হবে গত পাঁচ মৌসুমের অবস্থান বিবেচনা করে। এই ২৫ শতাংশের পরিমাণ ৩৬১ মিলিয়ন ইউরো, যা প্রতি ক্লাবকে লিগে তাদের অবস্থান অনুযায়ী ভাগ করে দেবে লা লিগা।
তবে চ্যাম্পিয়ন রিয়ালের জন্য এত মারপ্যাঁচ নেই। রাজকীয় নিয়ম অনুযায়ী লিগ শিরোপা জিতে ৩৬১ মিলিয়ন ইউরোর ১৭ শতাংশ বা ৬১.২ মিলিয়ন পাবে রেকর্ড ৩৫ বারের মতো লিগজয়ী রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫৫৯ কোটি টাকা। ৫০ শতাংশের ভাগে কতটা পাবে রিয়াল, সেটা এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। হলে সেখান থেকেও যে বড় একটা ভাগ পাবে লস ব্লাঙ্কোসরা, তাতে কোনো সন্দেহ নেই।
এস্পানিওলকে গতকাল ৪-০ গোলে হারিয়ে চার ম্যাচ আগেই নিজেদের ৩৫তম লা লিগা শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ২৬ লা লিগাজয়ী বার্সেলোনার সঙ্গে রিয়ালের লিগ শিরোপার ব্যবধান এখন পরিষ্কার ৯!
বার্সার সঙ্গে শিরোপার ব্যবধানটা যেমন বড় হয়েছে, একই সঙ্গে আরেকদিক থেকে চিরপ্রতিদ্বন্দ্বীদের ভালো একটা ধাক্কাও দিয়েছে লস ব্লাঙ্কোসরা। আর্থিক সমস্যায় ধুঁকতে থাকা বার্সার চোখের সামনে দিয়ে এক লিগ জিতেই বড় রকমের আর্থিক পুরস্কার জিতে নিচ্ছে রিয়াল।
লিগ থেকে ক্লাবগুলোর আসল আয় মূলত টেলিভিশন সম্প্রচার স্বত্ব। গত মৌসুমে টেলিভিশন সম্প্রচার থেকে লা লিগা কর্তৃপক্ষের আয় হয়েছে ১.৪৪ বিলিয়ন ইউরো। প্রশাসনিক খরচ হিসেবে এই আয়ের ২ শতাংশ কেটে রাখবে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
১.৪৪ বিলিয়ন ইউরোর ৫০ শতাংশ সমানভাবে লিগের ২০ দলকে ভাগ করে দেওয়া হবে। ২৫ শতাংশ দেওয়া হবে লিগে একটি ক্লাবের অবস্থা, স্টেডিয়ামের ধারণক্ষমতা, টিকিট বিক্রির পরিমাণ ও আগের পাঁচ মৌসুমে লিগের অবস্থান বিবেচনা করে। আর বাকি ২৫ শতাংশ দেওয়া হবে গত পাঁচ মৌসুমের অবস্থান বিবেচনা করে। এই ২৫ শতাংশের পরিমাণ ৩৬১ মিলিয়ন ইউরো, যা প্রতি ক্লাবকে লিগে তাদের অবস্থান অনুযায়ী ভাগ করে দেবে লা লিগা।
তবে চ্যাম্পিয়ন রিয়ালের জন্য এত মারপ্যাঁচ নেই। রাজকীয় নিয়ম অনুযায়ী লিগ শিরোপা জিতে ৩৬১ মিলিয়ন ইউরোর ১৭ শতাংশ বা ৬১.২ মিলিয়ন পাবে রেকর্ড ৩৫ বারের মতো লিগজয়ী রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫৫৯ কোটি টাকা। ৫০ শতাংশের ভাগে কতটা পাবে রিয়াল, সেটা এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। হলে সেখান থেকেও যে বড় একটা ভাগ পাবে লস ব্লাঙ্কোসরা, তাতে কোনো সন্দেহ নেই।
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
১ ঘণ্টা আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৩ ঘণ্টা আগে