ক্রীড়া ডেস্ক
এবারের মৌসুমটা দুর্দান্ত শুরু করেছে বার্সেলোনা। লা লিগায় এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি দলটি। আন্তর্জাতিক বিরতির পর মায়োর্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দলটি। তবে আজ একাদশ সাজানো নিয়ে চিন্তায় পড়েছেন কোচ জাভি হার্নান্দেজ। আন্তর্জাতিক বিরতির সময় ক্লাবের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার চোটে পড়ায় হতাশ হয়েছেন জাভি।
মায়োর্কার বিপক্ষে ম্যাচটি সামনে রেখে শিষ্যদের একতাবদ্ধ ও ভালো খেলতে উদ্বুদ্ধ করছেন জাভি। তিনি বলেছেন, ‘ফুটবলারদের চোট আমাকে হতাশ করেছে। কিন্তু আমাদের সামনের দিকে তাকাতে হবে। প্রত্যেক খেলোয়াড়ের নিজস্ব একটা জগৎ আছে। চোটে পড়ার অনেকগুলো কারণ আছে। আমরা প্রধান কারণটি জানি না। সফর, পদ্ধতি (জাতীয় দলের), বাড়তি খেলা এর মধ্যে অন্তর্ভুক্ত। এটা অন্যকে দোষারোপ করার বিষয় নয়, এটি দুর্ভাগ্য। তবে আমরা ভালোভাবে নেব। এই মুহূর্তে দেখাতে হবে যে আমাদের একটি দুর্দান্ত স্কোয়াড আছে।’
মায়োর্কার বিপক্ষে ম্যাচটি যে কঠিন হতে যাচ্ছে, সেটিও জানিয়েছেন জাভি। তিনি বলেছেন, ‘ঘরের বাইরে আমাদের জন্য কঠিন ম্যাচ হতে যাচ্ছে। মায়োর্কার কোচ জাভিয়ের আগুয়েরে সব সময় প্রতিপক্ষদের কাছ থেকে সুযোগ নেয়। কারণ তারা রক্ষণাত্মকভাবে খুবই শক্তিশালী। এই মুহূর্তে তারা ভালো ছন্দে আছে। চোটের কারণে ম্যাচটা আমাদের জন্য কঠিন হবে।’
জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করতে গিয়ে চোটে পড়েছেন একাদশের নিয়মিত খেলোয়াড় রোনাল্ড আরোউহো, জুলেস কুন্দে, মেম্ফিস ডিপাই ও ফ্রেঙ্কি ডি ইয়ং। এর মধ্যে আরোউহোকে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। ঊরুর পেশি ছিঁড়ে যাওয়ায় তাঁর অস্ত্রোপচার লাগবে। বাকিদের চোট অতটা গুরুতর নয়।
লিগে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলেছে বার্সেলোনা। এর মধ্যে একটিতে ড্র করেছে আর বাকি পাঁচ ম্যাচেই জিতেছে। ১৬ পয়েন্ট নিয়ে অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে যৌথভাবে পয়েন্ট তালিকায় দুই নম্বরে আছে বার্সা। আর ১৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
এবারের মৌসুমটা দুর্দান্ত শুরু করেছে বার্সেলোনা। লা লিগায় এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি দলটি। আন্তর্জাতিক বিরতির পর মায়োর্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দলটি। তবে আজ একাদশ সাজানো নিয়ে চিন্তায় পড়েছেন কোচ জাভি হার্নান্দেজ। আন্তর্জাতিক বিরতির সময় ক্লাবের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার চোটে পড়ায় হতাশ হয়েছেন জাভি।
মায়োর্কার বিপক্ষে ম্যাচটি সামনে রেখে শিষ্যদের একতাবদ্ধ ও ভালো খেলতে উদ্বুদ্ধ করছেন জাভি। তিনি বলেছেন, ‘ফুটবলারদের চোট আমাকে হতাশ করেছে। কিন্তু আমাদের সামনের দিকে তাকাতে হবে। প্রত্যেক খেলোয়াড়ের নিজস্ব একটা জগৎ আছে। চোটে পড়ার অনেকগুলো কারণ আছে। আমরা প্রধান কারণটি জানি না। সফর, পদ্ধতি (জাতীয় দলের), বাড়তি খেলা এর মধ্যে অন্তর্ভুক্ত। এটা অন্যকে দোষারোপ করার বিষয় নয়, এটি দুর্ভাগ্য। তবে আমরা ভালোভাবে নেব। এই মুহূর্তে দেখাতে হবে যে আমাদের একটি দুর্দান্ত স্কোয়াড আছে।’
মায়োর্কার বিপক্ষে ম্যাচটি যে কঠিন হতে যাচ্ছে, সেটিও জানিয়েছেন জাভি। তিনি বলেছেন, ‘ঘরের বাইরে আমাদের জন্য কঠিন ম্যাচ হতে যাচ্ছে। মায়োর্কার কোচ জাভিয়ের আগুয়েরে সব সময় প্রতিপক্ষদের কাছ থেকে সুযোগ নেয়। কারণ তারা রক্ষণাত্মকভাবে খুবই শক্তিশালী। এই মুহূর্তে তারা ভালো ছন্দে আছে। চোটের কারণে ম্যাচটা আমাদের জন্য কঠিন হবে।’
জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করতে গিয়ে চোটে পড়েছেন একাদশের নিয়মিত খেলোয়াড় রোনাল্ড আরোউহো, জুলেস কুন্দে, মেম্ফিস ডিপাই ও ফ্রেঙ্কি ডি ইয়ং। এর মধ্যে আরোউহোকে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। ঊরুর পেশি ছিঁড়ে যাওয়ায় তাঁর অস্ত্রোপচার লাগবে। বাকিদের চোট অতটা গুরুতর নয়।
লিগে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলেছে বার্সেলোনা। এর মধ্যে একটিতে ড্র করেছে আর বাকি পাঁচ ম্যাচেই জিতেছে। ১৬ পয়েন্ট নিয়ে অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে যৌথভাবে পয়েন্ট তালিকায় দুই নম্বরে আছে বার্সা। আর ১৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
ইউরোপীয় ফুটবলে বর্ণবাদী আক্রমণ তো নতুন কিছু নয়। চোখ কান খোলা রাখলেই এসব ঘটনা জানা যায়। লা লিগায় গত রাতে বার্সেলোনার ফুটবলার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। কলিসিয়াম স্টেডিয়ামে গত রাতে লা লিগায় ম্যাচে মুখোমুখি হয়েছে হেতাফে ও বার্সেলোনা। হেতাফে-বার্সা ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলা....
১৪ মিনিট আগেসাদা বলের ক্রিকেটে জাতীয় দলের লোয়ার অর্ডারের অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন জাকের আলী অনিক। গত বিপিএলে মিডল ও লোয়ার অর্ডারে ইমপ্যাক্টফুল ব্যাটিং তাঁকে জাতীয় দলে জায়গা করে দেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই। ওয়েস্ট ইন্ডিজে দারুণ একটা সফরের পর চলতি বিপিএলেও চেষ্টা করছেন....
১ ঘণ্টা আগেঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১৪ ঘণ্টা আগে