Ajker Patrika

ইউনাইটেডের ম্যাচে হ্যান্ডবল নিয়ে নেটিজেনদের ক্ষোভ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৫: ৪৮
ইউনাইটেডের ম্যাচে হ্যান্ডবল নিয়ে নেটিজেনদের ক্ষোভ

ইউরোপিয়ান ফুটবলে চলতি মৌসুমে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা যেন নিয়মিত চিত্র। প্রায় ম্যাচেই রেফারির বিরুদ্ধে ভুল সিদ্ধান্তের অভিযোগ শোনা যায়। গতকাল ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড-রিয়াল বেতিস ম্যাচে ‘হ্যান্ডবল’ বিতর্কে নেটিজেনরা হতাশা প্রকাশ করেছেন।

ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল বেতিসের মুখোমুখি হয়েছিল ইউনাইটেড। বিতর্কিত হ্যান্ডবলের ঘটনা ঘটে ম্যাচের প্রথমার্ধেই। ৩২ মিনিটে বেতিসের সমতাসূচক গোল করেন আয়োজ পেরেজ। পেরেজের এই গোলে অ্যাসিস্ট করেন জুয়াম্মি। অ্যাসিস্ট করার সময় বুক দিয়ে রিসিভ করেন স্প্যানিশ এই লেফট উইঙ্গার। তখন তাঁর বাম হাতে হালকা লেগে যায়। তবু রেফারি ড্যানিয়েল সাইবার্ট গোল বাতিল করেননি।

এই গোল নিয়ে সামাজিকমাধ্যমে অনেকে প্রতিবাদের ঝড় তুলেছেন। নিকিতা ক্রুশেভ নামের একজন টুইট করেছেন, ‘আবারও স্প্যানিশ প্রতিপক্ষ। আরও এক হঠকারী সিদ্ধান্ত আমাদের ভুগিয়েছে। অ্যাসিস্টে পরিষ্কার হ্যান্ডবল হওয়া সত্ত্বেও এটা গোল হয় কীভাবে?’ ডোম নামের একজন টুইট করেন, ‘সোসিয়াদাদের বিপক্ষে বল লিচার পায়ে লেগে তারপর তাঁর হাতে লাগে। তাতে পেনাল্টি দেওয়া হয়েছে। বেতিসের বিপক্ষে বল জুয়াম্মির বুকে লাগার পর তাঁর হাতে লাগে। তবু ফ্রি কিক দেওয়া হয়নি।’

ওল্ড ট্রাফোর্ডে গতকাল বেতিসকে ৪-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। ইউনাইটেডের গোল চারটি করেছেন মার্কাস রাশফোর্ড, অ্যান্টনি, ব্রুনো ফার্নান্দেজ ও বাউট ওয়েগহোর্স্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত