ক্রীড়া ডেস্ক
শিরোপা জয় তো অনেক দূরের ব্যাপার, লা লিগায় এবার পয়েন্ট তালিকার প্রথম দশেও ছিল না ভায়াদোলিদ। তবু দলটির কাছে চ্যালেঞ্জ ছিল আগামী মৌসুমে এই টুর্নামেন্ট খেলার। গতকাল শেষ সুযোগটুকুও হাতছাড়া করেছে রোনালদো নাজারিওর মালিকানাধীন ভায়াদোলিদ। গ্যালারিতে বসে ক্লাবটির অবনমনে যাওয়া দেখলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি।
২০২২-২৩ মৌসুমের লা লিগার চ্যাম্পিয়ন নির্ধারিত হয়ে যায় গত মাসেই। চার বছর পর এবার লা লিগা জিতল বার্সেলোনা। গতকাল মৌসুমের শেষ দিন ছিল কয়েকটি ক্লাবের কাছে অবনমন ঠেকানোর লড়াই। শেষ দিনের ম্যাচের আগে ৩৯,৪০ ও ৪১ পয়েন্ট ছিল ভায়াদোলিদ, আলমেরিয়া ও ভ্যালেন্সিয়ার। এল প্রাতে গতকাল ৩-৩ গোলে ড্র করে এস্পানিওল-আলমেরিয়া। আর ভিল্লামারিনে ভ্যালেন্সিয়া ১-১ গোলে ড্র করে রিয়েল বেতিসের বিপক্ষে। তাতে আলমেরিয়া ও ভ্যালেন্সিয়ার পয়েন্ট দাঁড়ায় ৪১ ও ৪২। শেষ ম্যাচ জিতলেই ১৭ নম্বরে উঠে এসে অবনমন এড়াত ভায়াদোলিদ। তবে গেতাফের সঙ্গে গোলশূন্য ড্র হওয়ায় ১৮ নম্বরে থেকেই মৌসুম শেষ করে রোনালদোর ভায়াদোলিদ। লা লিগার নিয়ম অনুযায়ী ১৮ থেকে ২০ নম্বরে দল চলে যাবে অবনমনে। অবনমনে যাওয়া বাকি দুই দল এস্পানিওল ও এলচে।
পয়েন্ট তালিকার সেরা চারে থেকে শেষ করেছে বার্সেলোনা, দুই মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ। চ্যাম্পিয়ন দল বার্সার টুর্নামেন্ট শেষ হয়েছে সেলতা ভিগোর কাছে ২-১ গোলে হেরে। আর সান্টিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে মৌসুম শেষ করে কার্লো আনচেলত্তির দল। ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করে টুর্নামেন্ট শেষ করে আতলেতিকো মাদ্রিদ। আর সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে সোসিয়েদাদ। ৭৭ ও ৭৪ পয়েন্টে তিন ও চারে থেকে মৌসুম শেষ করেছে আতলেতিকো মাদ্রিদ ও সোসিয়েদাদ।
শিরোপা জয় তো অনেক দূরের ব্যাপার, লা লিগায় এবার পয়েন্ট তালিকার প্রথম দশেও ছিল না ভায়াদোলিদ। তবু দলটির কাছে চ্যালেঞ্জ ছিল আগামী মৌসুমে এই টুর্নামেন্ট খেলার। গতকাল শেষ সুযোগটুকুও হাতছাড়া করেছে রোনালদো নাজারিওর মালিকানাধীন ভায়াদোলিদ। গ্যালারিতে বসে ক্লাবটির অবনমনে যাওয়া দেখলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি।
২০২২-২৩ মৌসুমের লা লিগার চ্যাম্পিয়ন নির্ধারিত হয়ে যায় গত মাসেই। চার বছর পর এবার লা লিগা জিতল বার্সেলোনা। গতকাল মৌসুমের শেষ দিন ছিল কয়েকটি ক্লাবের কাছে অবনমন ঠেকানোর লড়াই। শেষ দিনের ম্যাচের আগে ৩৯,৪০ ও ৪১ পয়েন্ট ছিল ভায়াদোলিদ, আলমেরিয়া ও ভ্যালেন্সিয়ার। এল প্রাতে গতকাল ৩-৩ গোলে ড্র করে এস্পানিওল-আলমেরিয়া। আর ভিল্লামারিনে ভ্যালেন্সিয়া ১-১ গোলে ড্র করে রিয়েল বেতিসের বিপক্ষে। তাতে আলমেরিয়া ও ভ্যালেন্সিয়ার পয়েন্ট দাঁড়ায় ৪১ ও ৪২। শেষ ম্যাচ জিতলেই ১৭ নম্বরে উঠে এসে অবনমন এড়াত ভায়াদোলিদ। তবে গেতাফের সঙ্গে গোলশূন্য ড্র হওয়ায় ১৮ নম্বরে থেকেই মৌসুম শেষ করে রোনালদোর ভায়াদোলিদ। লা লিগার নিয়ম অনুযায়ী ১৮ থেকে ২০ নম্বরে দল চলে যাবে অবনমনে। অবনমনে যাওয়া বাকি দুই দল এস্পানিওল ও এলচে।
পয়েন্ট তালিকার সেরা চারে থেকে শেষ করেছে বার্সেলোনা, দুই মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ। চ্যাম্পিয়ন দল বার্সার টুর্নামেন্ট শেষ হয়েছে সেলতা ভিগোর কাছে ২-১ গোলে হেরে। আর সান্টিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে মৌসুম শেষ করে কার্লো আনচেলত্তির দল। ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করে টুর্নামেন্ট শেষ করে আতলেতিকো মাদ্রিদ। আর সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে সোসিয়েদাদ। ৭৭ ও ৭৪ পয়েন্টে তিন ও চারে থেকে মৌসুম শেষ করেছে আতলেতিকো মাদ্রিদ ও সোসিয়েদাদ।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৫ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৫ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৭ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৮ ঘণ্টা আগে