ক্রীড়া ডেস্ক
ঢাকা: লা লিগার শিরোপা নিয়ে চলমান উত্তেজনা শেষ হতে পারে আজ রাতেই। বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে মাঠে নামছে শিরোপা দৌড়ে থাকা সবগুলো দল। শীর্ষে থাকা আতলেতিকোর প্রতিপক্ষ ওসাসুনা। নিজেদের ম্যাচে জয় এবং আতলেতিক বিলবাওয়ের বিপক্ষে রিয়াল পয়েন্ট হারালে শিরোপা চলে যাবে দিয়েগো সিমিওনের হাতে।
তবে রিয়াল জয় পেলে শিরোপার মিমাংসা করতে তাকিয়ে থাকতে হবে ২৩ মে লিগের শেষ পর্যন্ত। অন্যদিকে আরেক শিরোপা প্রত্যাশী বার্সেলোনা খেলেব সেল্টা ভিগোর বিপক্ষে। বার্সার সম্ভাবনা আগেই কমেছে। তবু কাগজে–কলমে টিকে থাকার আশাটা বাঁচিয়ে রাখতে মেসিদের এই ম্যাচ তো জিততেই হবে, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে আতলেতিকো ও রিয়ালের ম্যাচের দিকেও।
সাম্প্রতিক পরিসংখ্যান বিবেচনায় সমানে সমান রিয়াল ও বিলবাও। সর্বশেষ পাঁচ ম্যাচের দুই জয়ের বিপরীতে একটি করে হার আছে দুই দলেরই। হ্যামেস্ট্রিংয়ের চোটে রিয়ালের নিয়মিত অধিনায়ক সার্জিও রামোস গত কয়েক ম্যাচ ধরেই দলের বাইরে। এই ম্যাচে খেলতে পারবে না করোনা আক্রান্ত জার্মান মিডফিল্ডার টনি ক্রুসও । করোনা হানা দিয়েছে বিলবাও শিবিরেও । করোনা আক্রান্ত ইনিগো লেকুয়েকে এই ম্যাচে পাবে না তাঁর দল।
রাতের অন্য ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে হারলে শিরোপার দৌড় থেকে একেবারেই ছিটকে পড়বে বার্সেলোনা। ৩৬ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে কোমানের দল।
ঢাকা: লা লিগার শিরোপা নিয়ে চলমান উত্তেজনা শেষ হতে পারে আজ রাতেই। বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে মাঠে নামছে শিরোপা দৌড়ে থাকা সবগুলো দল। শীর্ষে থাকা আতলেতিকোর প্রতিপক্ষ ওসাসুনা। নিজেদের ম্যাচে জয় এবং আতলেতিক বিলবাওয়ের বিপক্ষে রিয়াল পয়েন্ট হারালে শিরোপা চলে যাবে দিয়েগো সিমিওনের হাতে।
তবে রিয়াল জয় পেলে শিরোপার মিমাংসা করতে তাকিয়ে থাকতে হবে ২৩ মে লিগের শেষ পর্যন্ত। অন্যদিকে আরেক শিরোপা প্রত্যাশী বার্সেলোনা খেলেব সেল্টা ভিগোর বিপক্ষে। বার্সার সম্ভাবনা আগেই কমেছে। তবু কাগজে–কলমে টিকে থাকার আশাটা বাঁচিয়ে রাখতে মেসিদের এই ম্যাচ তো জিততেই হবে, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে আতলেতিকো ও রিয়ালের ম্যাচের দিকেও।
সাম্প্রতিক পরিসংখ্যান বিবেচনায় সমানে সমান রিয়াল ও বিলবাও। সর্বশেষ পাঁচ ম্যাচের দুই জয়ের বিপরীতে একটি করে হার আছে দুই দলেরই। হ্যামেস্ট্রিংয়ের চোটে রিয়ালের নিয়মিত অধিনায়ক সার্জিও রামোস গত কয়েক ম্যাচ ধরেই দলের বাইরে। এই ম্যাচে খেলতে পারবে না করোনা আক্রান্ত জার্মান মিডফিল্ডার টনি ক্রুসও । করোনা হানা দিয়েছে বিলবাও শিবিরেও । করোনা আক্রান্ত ইনিগো লেকুয়েকে এই ম্যাচে পাবে না তাঁর দল।
রাতের অন্য ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে হারলে শিরোপার দৌড় থেকে একেবারেই ছিটকে পড়বে বার্সেলোনা। ৩৬ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে কোমানের দল।
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট এনসিএল টি-টোয়েন্টি। অনুষ্ঠানের মঞ্চে নায়ক সিয়াম আহমেদ জানালেন, তিনি অভিনেতা হওয়ার আগে একজন ক্রিকেটার হতে চেয়েছিলেন; তিনি হতে চেয়েছিলেন দুর্দান্ত এক লেগ স্পিনার!
১১ মিনিট আগেপ্রথম দিনের ঠিক উল্টোটায় হলো পার্থে। সারাদিনে পড়ল মাত্র ৩ উইকেট! সব আবার অস্ট্রেলিয়ার। ৭ উইকেটে ৬৭ রানে দিন শুরু করে অজিরা স্কোরবোর্ডে ৩৭ রান জমা করতেই থামে প্রথম ইনিংসে।
২ ঘণ্টা আগে২০০২ সালে নিজেদের সবশেষ ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেল ২২ বছর। আর কোনো বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেনি তারা। সম্প্রতি বিশ্বকাপ বাছাই কিংবা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ভালো ছন্দে নেই তারা।
৩ ঘণ্টা আগে