ক্রীড়া ডেস্ক
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে থিয়াগো সিলভা এখনো লড়ে যাচ্ছেন মাঠে। তরুণদের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার পথে অনেক কীর্তিও গড়ছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। গতকাল চেলসির হয়ে তেমনি এক কীর্তি গড়েছেন তিনি।
২০১৪ সালের পর লিগ কাপের সেমিফাইনালে খেলা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের কীর্তি গড়েছেন সিলভা। ৩৯ বছর ১০৯ দিনের কীর্তি গড়েছেন তিনি। দ্বিতীয় লেগের দিন সময়টা আরও বাড়ানোর সুযোগ পাচ্ছেন তিনি। সান্ডারল্যান্ডের বিপক্ষে ৪০ বছর ৩৯ দিনে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ডটি রয়েছে রায়ান গিগসের অধীনে। ২০১৪ সালে রেকর্ডটি গড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি মিডফিল্ডার।
কীর্তির রাতটা অবশ্য স্মরণীয় করে রাখতে পারেননি সিলভা। ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের দল মিডলসবরোর কাছে চেলসি ১–০ গোলে হেরে যাওয়ায়। লিগ কাপে ১৯৯৯ সালের পর এই প্রথম কোনো নিচু স্তরের দলের কাছে হারল ব্লুজরা। সর্বশেষ হারটি ছিল হাডার্সফিল্ডের বিপক্ষে। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১৫ সালের পর নিচু স্তরের কাছে প্রথম হার।
মৌসুম শুরুর পর সব মিলিয়ে ৩১তম হার দেখেছে চেলসি, যা ইংলিশ কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ হার। ৩২ হারে যৌথভাবে শীর্ষে আছে বোর্নমাউথ ও নটিংহাম ফরেস্ট। ২১ হারই প্রতিপক্ষের মাঠে, যা প্রতিপক্ষের মাঠে ইংলিশ ক্লাবের হয়ে সর্বোচ্চ।
ম্যাচ হারার পর স্বাভাবিকভাবে হতাশ হলেও কোনো অজুহাত দেখাননি মরিসিও পচেত্তিনো। নিজেদের ভুলটাই স্বীকার করে নিয়েছেন চেলসি কোচ। তবে ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে চান, ‘অবশ্যই আমরা হতাশ। আমরা কিছু ভুল করেছি এবং এর শাস্তি পেয়েছি। অনেকগুলো গোলের সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু করতে পারিনি। এটাই ফুটবল। তবে স্ট্যামফোর্ড ব্রিজে আমাদের হাতে আরও ৯০ মিনিট রয়েছে। আমাদের ইতিবাচক থাকতে হবে।’
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে থিয়াগো সিলভা এখনো লড়ে যাচ্ছেন মাঠে। তরুণদের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার পথে অনেক কীর্তিও গড়ছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। গতকাল চেলসির হয়ে তেমনি এক কীর্তি গড়েছেন তিনি।
২০১৪ সালের পর লিগ কাপের সেমিফাইনালে খেলা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের কীর্তি গড়েছেন সিলভা। ৩৯ বছর ১০৯ দিনের কীর্তি গড়েছেন তিনি। দ্বিতীয় লেগের দিন সময়টা আরও বাড়ানোর সুযোগ পাচ্ছেন তিনি। সান্ডারল্যান্ডের বিপক্ষে ৪০ বছর ৩৯ দিনে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ডটি রয়েছে রায়ান গিগসের অধীনে। ২০১৪ সালে রেকর্ডটি গড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি মিডফিল্ডার।
কীর্তির রাতটা অবশ্য স্মরণীয় করে রাখতে পারেননি সিলভা। ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের দল মিডলসবরোর কাছে চেলসি ১–০ গোলে হেরে যাওয়ায়। লিগ কাপে ১৯৯৯ সালের পর এই প্রথম কোনো নিচু স্তরের দলের কাছে হারল ব্লুজরা। সর্বশেষ হারটি ছিল হাডার্সফিল্ডের বিপক্ষে। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১৫ সালের পর নিচু স্তরের কাছে প্রথম হার।
মৌসুম শুরুর পর সব মিলিয়ে ৩১তম হার দেখেছে চেলসি, যা ইংলিশ কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ হার। ৩২ হারে যৌথভাবে শীর্ষে আছে বোর্নমাউথ ও নটিংহাম ফরেস্ট। ২১ হারই প্রতিপক্ষের মাঠে, যা প্রতিপক্ষের মাঠে ইংলিশ ক্লাবের হয়ে সর্বোচ্চ।
ম্যাচ হারার পর স্বাভাবিকভাবে হতাশ হলেও কোনো অজুহাত দেখাননি মরিসিও পচেত্তিনো। নিজেদের ভুলটাই স্বীকার করে নিয়েছেন চেলসি কোচ। তবে ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে চান, ‘অবশ্যই আমরা হতাশ। আমরা কিছু ভুল করেছি এবং এর শাস্তি পেয়েছি। অনেকগুলো গোলের সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু করতে পারিনি। এটাই ফুটবল। তবে স্ট্যামফোর্ড ব্রিজে আমাদের হাতে আরও ৯০ মিনিট রয়েছে। আমাদের ইতিবাচক থাকতে হবে।’
মেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
১ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
১ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
২ ঘণ্টা আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
৩ ঘণ্টা আগে