ম্যানইউর কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন জিদান   

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ইংলিশ প্রিমিয়ার লিগে পরশু রাতে ওয়াটফোর্ডের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ম্যানচেস্টার ইউনাইড। এমন শোচনীয় পারফরম্যান্সের পর বরখাস্ত হয়েছেন ম্যানইউ কোচ ওলে গুনার সুলশার। সুলশারের জায়গায় কোচ হতে জিনেদিন জিদানকে প্রস্তাব দিয়েছিল ইউনাইটড। কিন্তু জিদান তাদের সেই প্রস্তাবে আগ্রহ দেখাননি।

ইংলিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ম্যানইউর কোচ হওয়ার ইচ্ছা নাই জিদানের। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় তাঁর অধীনে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই দুজন মিলে রিয়ালকে অনেক সাফল্যও এনে দিয়েছেন। জিদানের পুরোনো শিষ্য এখন ইউনাইটেডে খেলেন। এরপরও ইংলিশ এই ক্লাবটির কোচ হওয়ার প্রস্তাবে সাড়া দেখাননি এই ফ্রেঞ্চ কিংবদন্তি।   

ম্যানইউ নয় জিদান বরং প্যারিস সেন্ট জার্মেইয়ের কোচ হতে আগ্রহী। বিবিসির সূত্রমতে, পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোকে ম্যানইউর ভবিষ্যৎ কোচ ভাবা হচ্ছে। যদি তাই হয় সেক্ষেত্রে পিএসজির কোচ হওয়ার প্রস্তাব পেলে সেটি বিবেচনা করবেন জিদান।তাঁর ভাবনা আছে ফ্রান্স জাতীয় দলকে ঘিরেও। আসন্ন কাতার বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ফ্রান্সের। এরপর বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব পেলে সেটি নিতে চান জিদান।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত