Ajker Patrika

আবারও ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়লেন রোনালদো

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৫: ৩৩
আবারও ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়লেন রোনালদো

গেল মৌসুমে টটেনহামের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ম্যাচের কথা মনে করেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামার দুই দিন আগে টটেনহাম কোচ অ্যান্তোনিও কন্তে বলেছিলেন, ‘সেই ম্যাচে আমরা রোনালদোর কাছে হেরেছি, ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে নয়। আশা করি সে এই ম্যাচে নিষ্প্রভ থাকবে।’ 

ম্যানইউর বিপক্ষে গতকালের ম্যাচে রোনালদোকে নিষ্প্রভ করার কোনো প্রয়োজনেই পড়েনি কন্তের শিষ্যদের। কেননা, পর্তুগিজ তারকা ম্যাচে নামারই সুযোগ পাননি। শুরুর একাদশে তো জায়গা হয়নি, উল্টো ম্যানইউর কোচ এরিক টেন হাগ গতকাল ম্যাচে বদলি হিসেবেও নামাননি তাঁকে। এমন উপেক্ষায় ক্ষুব্ধ হয়ে ম্যাচ শেষ হওয়ার আগেই আবারও দলের ডাগআউট ছেড়েছেন রোনালদো। 

এই মৌসুমে বেঞ্চ গরম করাটা যেন রোনালদোর নিয়মে পরিণত হয়েছে। শুরুর একাদশে কোনোভাবেই সুযোগ পাচ্ছেন না গুরু টেন হাগের কৌশলে। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডেও গতকাল নামাননি কোচ তাঁকে। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামার জন্য গা গরম করছিলেন সিআরসেভেন। কিন্তু বদলি হিসেবেও শেষ পর্যন্ত তাঁকে মাঠে নামাননি কোচ। 

গা গরম করেই থাকতে হয় রোনালদোকে। তাঁকে না নামিয়ে ৮৭ মিনিটে বদলি করেন অন্য দুজনকে। কাসেমিরো ও জেডন সাঞ্চোকে উঠিয়ে অ্যান্থনি এলেঙ্গা ও ক্রিস্টিয়ানো এরিকসনকে মাঠে নামান ম্যানইউ বস। অথচ, হাতে সুযোগ থাকা দুই বদলির একজনও হতে পারেননি রিয়াল মাদ্রিদের সাবেক তারকা। গুরুর এমন সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ক্ষুব্ধ হয়ে ৮৯ মিনিটের সময় টানেল দিয়ে বের হয়ে যান রোনালদো। 

ম্যাচ শেষ হওয়ার আগে রোনালদোর বের হয়ে যাওয়া এবারই প্রথম এমনটি নয়; এর আগেও একবার জুলাইয়ে রায়ো ভায়েকানোর বিপক্ষে প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচে বেরিয়ে গিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। তখন তাঁর বের হয়ে যাওয়াকে ‘অগ্রহণযোগ্য’ আচরণ বলে মন্তব্য করেছিলেন টেন হাগ। আর গতকালের বিষয়ে তিনি বলেছেন, ‘এ বিষয়ে আজ মনোযোগ দিতে চাই না। আগামীকাল দেখব।’ 

টটেনহামের বিপক্ষে রোনালদোকে ছাড়াও দুর্দান্ত খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে আধিপত্য দেখিয়ে ২-০ গোলের জয় পেয়েছে ক্লাবটি। গোল দুটি করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড ও পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত