ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সেনেগালের কাছে টাইব্রেকে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে মিসরের। গত ফেব্রুয়ারির আফ্রিকান নেশনস কাপ ফাইনালের মতো এবারও সেনেগালের কাছে হার মানতে হয়েছে মোহামেদ সালাহর মিসরকে।
সেনেগাল জিতলেও বিতর্ক হচ্ছে লেজার নিয়ে। টাইব্রেকের সময় মিসরের ফুটবলারদের চোখেমুখে লেজার মেরেছেন সেনেগালের সমর্থকেরা। টাইব্রেকে গোল করতে ব্যর্থ হয়েছেন সালাহ। শুধু লিভারপুলে তারকাই নন, পেনাল্টি মিস করেছেন জিজো, মোস্তাফা মোহাম্মদও। কারণ শট নেওয়ার গুরুত্বপূর্ণ সময়ে লেজারের আলো অস্বস্তিতে ফেলেছে সালাহ-জিজোদের।
পেনাল্টি শুটআউটের পুরোটা সময় মিসরীয় খেলোয়াড়দের দিকে তাক করে লেজারের আলো ফেলেছে সেনেগালের সমর্থকেরা। সালাহ যখন পেনাল্টি নিতে এলেন, সবুজ রঙের একাধিক লেজারের আলো এসে পড়ে তাঁর চোখেমুখে। মিসরের গোলরক্ষক এল সেনাওয়ের চোখেও বেশ কয়েকবার লেজার ফেলেন স্বাগতিক দর্শকেরা।
প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে লেজার মারার সংস্কৃতি আফ্রিকার দেশগুলোতে নতুন নয়। সালাহর মিসরের সমর্থকেরাই এ কাজ করেছেন একাধিকবার। গত সপ্তাহে কায়রোতে হওয়া প্রথম লেগে সেনেগালের খেলোয়াড়দের দিকে লেজার মেরেছিল মিসরের সমর্থকেরা। এবার সেই লেজারের শিকার হলেন তাঁরা নিজেরাই। আর তাতেই বিশ্বকাপ খেলার স্বপ্ন ভাঙল তাঁদের।
পেনাল্টি শুট আউটে দুই দলের নেওয়া প্রথম চার শটে একটিও গোল হয়নি। সেনেগাল তাদের বাকি তিন শটের সবকটিতেই গোল করে। কিন্তু মিসর তৃতীয় শটে গোল পেলেও চতুর্থ শটে ব্যর্থ হয়। সেনেগালের পক্ষে তাই পঞ্চম শটে সাদিও মানে লক্ষ্যভেদ করলেই জয় নিশ্চিত হয়ে যায় আফ্রিকান চ্যাম্পিয়নদের।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সেনেগালের কাছে টাইব্রেকে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে মিসরের। গত ফেব্রুয়ারির আফ্রিকান নেশনস কাপ ফাইনালের মতো এবারও সেনেগালের কাছে হার মানতে হয়েছে মোহামেদ সালাহর মিসরকে।
সেনেগাল জিতলেও বিতর্ক হচ্ছে লেজার নিয়ে। টাইব্রেকের সময় মিসরের ফুটবলারদের চোখেমুখে লেজার মেরেছেন সেনেগালের সমর্থকেরা। টাইব্রেকে গোল করতে ব্যর্থ হয়েছেন সালাহ। শুধু লিভারপুলে তারকাই নন, পেনাল্টি মিস করেছেন জিজো, মোস্তাফা মোহাম্মদও। কারণ শট নেওয়ার গুরুত্বপূর্ণ সময়ে লেজারের আলো অস্বস্তিতে ফেলেছে সালাহ-জিজোদের।
পেনাল্টি শুটআউটের পুরোটা সময় মিসরীয় খেলোয়াড়দের দিকে তাক করে লেজারের আলো ফেলেছে সেনেগালের সমর্থকেরা। সালাহ যখন পেনাল্টি নিতে এলেন, সবুজ রঙের একাধিক লেজারের আলো এসে পড়ে তাঁর চোখেমুখে। মিসরের গোলরক্ষক এল সেনাওয়ের চোখেও বেশ কয়েকবার লেজার ফেলেন স্বাগতিক দর্শকেরা।
প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে লেজার মারার সংস্কৃতি আফ্রিকার দেশগুলোতে নতুন নয়। সালাহর মিসরের সমর্থকেরাই এ কাজ করেছেন একাধিকবার। গত সপ্তাহে কায়রোতে হওয়া প্রথম লেগে সেনেগালের খেলোয়াড়দের দিকে লেজার মেরেছিল মিসরের সমর্থকেরা। এবার সেই লেজারের শিকার হলেন তাঁরা নিজেরাই। আর তাতেই বিশ্বকাপ খেলার স্বপ্ন ভাঙল তাঁদের।
পেনাল্টি শুট আউটে দুই দলের নেওয়া প্রথম চার শটে একটিও গোল হয়নি। সেনেগাল তাদের বাকি তিন শটের সবকটিতেই গোল করে। কিন্তু মিসর তৃতীয় শটে গোল পেলেও চতুর্থ শটে ব্যর্থ হয়। সেনেগালের পক্ষে তাই পঞ্চম শটে সাদিও মানে লক্ষ্যভেদ করলেই জয় নিশ্চিত হয়ে যায় আফ্রিকান চ্যাম্পিয়নদের।
২০২৩ সালের ১৯ নভেম্বর তারিখটি ভারত চাইলেও ভুলতে পারবেন না। সেদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচের ১৬ মাস পর আজ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। ম্যাচটি ভারতের কাছে তাই প্রতিশোধের ম্যাচ।
১ ঘণ্টা আগেসেপ্টেম্বরে এশিয়া কাপ ও পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে টি-টোয়েন্টির জন্য নতুন অধিনায়ক ঘোষণা করেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে সেই দায়িত্ব এখন আগা সালমানের কাঁধে। তাঁর ডেপুটি হিসেবে থাকছেন শাদাব খান।
২ ঘণ্টা আগেদুবাইয়ে আজ ভারত-অস্ট্রেলিয়া প্রথম সেমিফাইনাল দিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্ব। এই ম্যাচে ভারতের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলছেন।
২ ঘণ্টা আগে২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্বের খেলা শুরু আজ। দুবাইয়ে প্রথম সেমিফাইনালে খেলছে ভারত-অস্ট্রেলিয়া। আর আগামীকাল লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। এই ম্যাচের আগে দুশ্চিন্তা বাড়ল প্রোটিয়াদের।
৩ ঘণ্টা আগে