ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সেনেগালের কাছে টাইব্রেকে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে মিসরের। গত ফেব্রুয়ারির আফ্রিকান নেশনস কাপ ফাইনালের মতো এবারও সেনেগালের কাছে হার মানতে হয়েছে মোহামেদ সালাহর মিসরকে।
সেনেগাল জিতলেও বিতর্ক হচ্ছে লেজার নিয়ে। টাইব্রেকের সময় মিসরের ফুটবলারদের চোখেমুখে লেজার মেরেছেন সেনেগালের সমর্থকেরা। টাইব্রেকে গোল করতে ব্যর্থ হয়েছেন সালাহ। শুধু লিভারপুলে তারকাই নন, পেনাল্টি মিস করেছেন জিজো, মোস্তাফা মোহাম্মদও। কারণ শট নেওয়ার গুরুত্বপূর্ণ সময়ে লেজারের আলো অস্বস্তিতে ফেলেছে সালাহ-জিজোদের।
পেনাল্টি শুটআউটের পুরোটা সময় মিসরীয় খেলোয়াড়দের দিকে তাক করে লেজারের আলো ফেলেছে সেনেগালের সমর্থকেরা। সালাহ যখন পেনাল্টি নিতে এলেন, সবুজ রঙের একাধিক লেজারের আলো এসে পড়ে তাঁর চোখেমুখে। মিসরের গোলরক্ষক এল সেনাওয়ের চোখেও বেশ কয়েকবার লেজার ফেলেন স্বাগতিক দর্শকেরা।
প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে লেজার মারার সংস্কৃতি আফ্রিকার দেশগুলোতে নতুন নয়। সালাহর মিসরের সমর্থকেরাই এ কাজ করেছেন একাধিকবার। গত সপ্তাহে কায়রোতে হওয়া প্রথম লেগে সেনেগালের খেলোয়াড়দের দিকে লেজার মেরেছিল মিসরের সমর্থকেরা। এবার সেই লেজারের শিকার হলেন তাঁরা নিজেরাই। আর তাতেই বিশ্বকাপ খেলার স্বপ্ন ভাঙল তাঁদের।
পেনাল্টি শুট আউটে দুই দলের নেওয়া প্রথম চার শটে একটিও গোল হয়নি। সেনেগাল তাদের বাকি তিন শটের সবকটিতেই গোল করে। কিন্তু মিসর তৃতীয় শটে গোল পেলেও চতুর্থ শটে ব্যর্থ হয়। সেনেগালের পক্ষে তাই পঞ্চম শটে সাদিও মানে লক্ষ্যভেদ করলেই জয় নিশ্চিত হয়ে যায় আফ্রিকান চ্যাম্পিয়নদের।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সেনেগালের কাছে টাইব্রেকে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে মিসরের। গত ফেব্রুয়ারির আফ্রিকান নেশনস কাপ ফাইনালের মতো এবারও সেনেগালের কাছে হার মানতে হয়েছে মোহামেদ সালাহর মিসরকে।
সেনেগাল জিতলেও বিতর্ক হচ্ছে লেজার নিয়ে। টাইব্রেকের সময় মিসরের ফুটবলারদের চোখেমুখে লেজার মেরেছেন সেনেগালের সমর্থকেরা। টাইব্রেকে গোল করতে ব্যর্থ হয়েছেন সালাহ। শুধু লিভারপুলে তারকাই নন, পেনাল্টি মিস করেছেন জিজো, মোস্তাফা মোহাম্মদও। কারণ শট নেওয়ার গুরুত্বপূর্ণ সময়ে লেজারের আলো অস্বস্তিতে ফেলেছে সালাহ-জিজোদের।
পেনাল্টি শুটআউটের পুরোটা সময় মিসরীয় খেলোয়াড়দের দিকে তাক করে লেজারের আলো ফেলেছে সেনেগালের সমর্থকেরা। সালাহ যখন পেনাল্টি নিতে এলেন, সবুজ রঙের একাধিক লেজারের আলো এসে পড়ে তাঁর চোখেমুখে। মিসরের গোলরক্ষক এল সেনাওয়ের চোখেও বেশ কয়েকবার লেজার ফেলেন স্বাগতিক দর্শকেরা।
প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে লেজার মারার সংস্কৃতি আফ্রিকার দেশগুলোতে নতুন নয়। সালাহর মিসরের সমর্থকেরাই এ কাজ করেছেন একাধিকবার। গত সপ্তাহে কায়রোতে হওয়া প্রথম লেগে সেনেগালের খেলোয়াড়দের দিকে লেজার মেরেছিল মিসরের সমর্থকেরা। এবার সেই লেজারের শিকার হলেন তাঁরা নিজেরাই। আর তাতেই বিশ্বকাপ খেলার স্বপ্ন ভাঙল তাঁদের।
পেনাল্টি শুট আউটে দুই দলের নেওয়া প্রথম চার শটে একটিও গোল হয়নি। সেনেগাল তাদের বাকি তিন শটের সবকটিতেই গোল করে। কিন্তু মিসর তৃতীয় শটে গোল পেলেও চতুর্থ শটে ব্যর্থ হয়। সেনেগালের পক্ষে তাই পঞ্চম শটে সাদিও মানে লক্ষ্যভেদ করলেই জয় নিশ্চিত হয়ে যায় আফ্রিকান চ্যাম্পিয়নদের।
ট্রাভিস হেড মানেই ভারতের হেডেক (মাথাব্যথা)। গত কয়েক বছর ধরে হেডের কাছেই ভারত গুরুত্বপূর্ণ ম্যাচ খুইয়েছে বেশ কয়েকবার। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে দেখা হচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের।
২২ মিনিট আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ দেখা হচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে তাদেরই মাঠে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে পারেনি বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হয়েছে ধবলধোলাই। তবে এসব ব্যর্থতা পেছনে ফেলে আসছে এপ্রিলে সিরিজ খেলার সুযোগ ক্রিকেট দলের সামনে। দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে।
১ ঘণ্টা আগেএক মাসের ব্যবধানে আবার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। এবার মঞ্চটা অবশ্য ভিন্ন, তবে সেখানে রিয়ালেরই ‘রাজত্ব’ চলে। আতলেতিকো চেষ্টা কম করেনি, কিন্তু রিয়ালের দাম্ভিকতার সামনে নিজেদের অস্তিত্ব খুঁজে পেতে হিমশিম খেতে হয়েছে তাদের।
১ ঘণ্টা আগে