বার্সাকে হারিয়ে এবার চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন এমবাপ্পের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৪: ৪২
Thumbnail image

ফুটবল বিশ্বকাপ জিতেছেন ২০১৮ সালে। লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপের শিরোপাও জিতেছেন। জেতা হয়নি চ্যাম্পিয়নস লিগের শিরোপা। বলা হচ্ছে কিলিয়ান এমবাপ্পের কথা। ফরাসি ফরোয়ার্ড সেই অধরা স্বপ্ন এবার পূরণ করতে চান। 

২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠা পিএসজির জন্য খুব একটা সহজ ছিল না। ১০ এপ্রিল নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনা ৩-২ গোলে হারায় পিএসজিকে। সেই ম্যাচে এমবাপ্পে কোনো গোল করতে পারেননি। ছিল না কোনো অ্যাসিস্টও। এস্তাদি অলিম্পিক লুইস স্টেডিয়ামে দ্বিতীয় লেগেও গতকাল শুরুতে এক গোল হজম করে পিএসজি। দুই লেগ মিলে ম্যাচ যখন ৪-৪ সমতায়, এমবাপ্পে জ্বলে উঠলেন দ্বিতীয়ার্ধেই। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে প্যারিসিয়ানদের এগিয়ে নেন এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ড ৮৯ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। ৬-৪ গোলে এগিয়ে থেকে সেমিফাইনালে পৌঁছায় পিএসজি। ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘প্যারিসের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা আমার স্বপ্ন। পিএসজিতে প্রথম দিন থেকে খেলেই গর্ব অনুভব করি। এই ক্লাবের হয়ে খেলা, দেশের রাজধানী শহরকে প্রতিনিধিত্ব করা আমার কাছে সত্যিই অনেক বিশেষ কিছু।’ 

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এর আগে ২০১৯-২০ মৌসুমে খেলেন এমবাপ্পে। ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের শিরোপার কাছাকাছি গিয়েও জেতা হয়নি তাঁর। কিংসলে কোমানের গোলে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বায়ার্ন মিউনিখ। এবারও যখন শিরোপাজয়ের কাছাকাছি এসে পৌঁছেছে পিএসজি, এমবাপ্পের চাওয়া যেন ধাপে ধাপে এগোনো। ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘প্যারিসিয়ান হিসেবে এমন এক সন্ধ্যার অভিজ্ঞতা সত্যিই দারুণ। ওয়েম্বলিতে ফাইনালে ওঠার আগে আমাদের আরও এক ধাপ বাকি। আমাদের তাই মাথা ঠান্ডা রাখতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত