ক্রীড়া ডেস্ক
কাতার বিশ্বকাপের তিক্ত স্মৃতির পর গতকালই প্রথম ম্যাচ খেলেছে জার্মানি। নিকলাস ফুলক্রুগের জোড়া গোলে পেরুকে সহজেই হারিয়েছে জার্মানি। জার্মানদের একাই ফুলক্রুগ জেতাতে পারবেন বলে মনে করেন দলটির কোচ হ্যান্সি ফ্লিক।
মেওয়া অ্যারেনাতে গতকাল পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে জার্মানি। পেরুকে ২-০ গোলে হারিয়েছে জার্মানরা। জার্মানদের ২টি গোলই করেছেন ফুলক্রুগ। ১২ মিনিটে কাই হ্যাভার্টজের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফুলক্রুগ। এরপর ৩৩ মিনিটে আবারও ফুলক্রুগের ডান পায়ের জাদু। এবার অ্যাসিস্ট করেছেন মারিয়াস ভলফ। জোড়া গোল করা ফুলক্রুগকে প্রশংসায় ভাসিয়েছেন ফ্লিক। স্কাই স্পোর্টকে জার্মান কোচ বলেন, ‘নিকোলাস খুব বিশেষ এক খেলোয়াড়। সে খুবই আত্মবিশ্বাসী। সে জিততে চায় এবং সে একাই দলকে টেনে নিতে পারে। সে থাকলে দল অনেক চাঙা হয়ে ওঠে। নিকোলাসের যে অবস্থা ছিল, তাতে আরও ভালো খেলতে পারত। তবে সে গোলের জন্য চেষ্টা করেছে এবং গোল পেয়েছে।’
আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৫ গোল করেন ফুলক্রুগ। গত ছয় বছরে ফুলক্রুগের মতো প্রথম পাঁচ ম্যাচে ৫ গোল করা জার্মানির আরেক ফুটবলার হলেন সান্দ্রো ওয়াগনার। ২০১৭ তে ৫ ম্যাচে ৫ গোল করেছিলেন ওয়াগনার।
কাতার বিশ্বকাপের তিক্ত স্মৃতির পর গতকালই প্রথম ম্যাচ খেলেছে জার্মানি। নিকলাস ফুলক্রুগের জোড়া গোলে পেরুকে সহজেই হারিয়েছে জার্মানি। জার্মানদের একাই ফুলক্রুগ জেতাতে পারবেন বলে মনে করেন দলটির কোচ হ্যান্সি ফ্লিক।
মেওয়া অ্যারেনাতে গতকাল পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে জার্মানি। পেরুকে ২-০ গোলে হারিয়েছে জার্মানরা। জার্মানদের ২টি গোলই করেছেন ফুলক্রুগ। ১২ মিনিটে কাই হ্যাভার্টজের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফুলক্রুগ। এরপর ৩৩ মিনিটে আবারও ফুলক্রুগের ডান পায়ের জাদু। এবার অ্যাসিস্ট করেছেন মারিয়াস ভলফ। জোড়া গোল করা ফুলক্রুগকে প্রশংসায় ভাসিয়েছেন ফ্লিক। স্কাই স্পোর্টকে জার্মান কোচ বলেন, ‘নিকোলাস খুব বিশেষ এক খেলোয়াড়। সে খুবই আত্মবিশ্বাসী। সে জিততে চায় এবং সে একাই দলকে টেনে নিতে পারে। সে থাকলে দল অনেক চাঙা হয়ে ওঠে। নিকোলাসের যে অবস্থা ছিল, তাতে আরও ভালো খেলতে পারত। তবে সে গোলের জন্য চেষ্টা করেছে এবং গোল পেয়েছে।’
আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৫ গোল করেন ফুলক্রুগ। গত ছয় বছরে ফুলক্রুগের মতো প্রথম পাঁচ ম্যাচে ৫ গোল করা জার্মানির আরেক ফুটবলার হলেন সান্দ্রো ওয়াগনার। ২০১৭ তে ৫ ম্যাচে ৫ গোল করেছিলেন ওয়াগনার।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
১ মিনিট আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
২৫ মিনিট আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
২৭ মিনিট আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগে