জার্মানিকে একাই জেতাতে পারবে ফুলক্রুগ, বলছেন ফ্লিক

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ১২: ১৩
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১২: ৫৮

কাতার বিশ্বকাপের তিক্ত স্মৃতির পর গতকালই প্রথম ম্যাচ খেলেছে জার্মানি। নিকলাস ফুলক্রুগের জোড়া গোলে পেরুকে সহজেই হারিয়েছে জার্মানি। জার্মানদের একাই ফুলক্রুগ জেতাতে পারবেন বলে মনে করেন দলটির কোচ হ্যান্সি ফ্লিক।

মেওয়া অ্যারেনাতে গতকাল পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে জার্মানি। পেরুকে ২-০ গোলে হারিয়েছে জার্মানরা। জার্মানদের ২টি গোলই করেছেন ফুলক্রুগ। ১২ মিনিটে কাই হ্যাভার্টজের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফুলক্রুগ। এরপর ৩৩ মিনিটে আবারও ফুলক্রুগের ডান পায়ের জাদু। এবার অ্যাসিস্ট করেছেন মারিয়াস ভলফ। জোড়া গোল করা ফুলক্রুগকে প্রশংসায় ভাসিয়েছেন ফ্লিক। স্কাই স্পোর্টকে জার্মান কোচ বলেন, ‘নিকোলাস খুব বিশেষ এক খেলোয়াড়। সে খুবই আত্মবিশ্বাসী। সে জিততে চায় এবং সে একাই দলকে টেনে নিতে পারে। সে থাকলে দল অনেক চাঙা হয়ে ওঠে। নিকোলাসের যে অবস্থা ছিল, তাতে আরও ভালো খেলতে পারত। তবে সে গোলের জন্য চেষ্টা করেছে এবং গোল পেয়েছে।’

আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৫ গোল করেন ফুলক্রুগ। গত ছয় বছরে ফুলক্রুগের মতো প্রথম পাঁচ ম্যাচে ৫ গোল করা জার্মানির আরেক ফুটবলার হলেন সান্দ্রো ওয়াগনার। ২০১৭ তে ৫ ম্যাচে ৫ গোল করেছিলেন ওয়াগনার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত