ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক রোমারিও। সর্বকালের সেরা ফুটবল তারকাদেরও একজন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। বিভিন্ন ঘটনায় আলোচিত-সমালোচিত রোমারিও প্রেমসংক্রান্ত ঘটনায় আরেকবার আলোচনায় এলেন। জানা গেছে, নিজের চেয়ে ২৫ বছরের ছোট নারীর সঙ্গে প্রেম করেছেন সাবেক এই বার্সা ফুটবলার।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন প্রেমিকার সঙ্গে ছবিও পোস্ট করেছেন ৫৬ বছর বয়সী রোমারিও। একটি র্যাপ উৎসবে ৩১ বছর বয়সী ব্লন্ডে মার্সেলে সিওলিনের সঙ্গে দেখা যায় তাঁকে। জানা গেছে, সিওলিনেকে এরই মধ্যে পরিবার ও বন্ধুদের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন রোমারিও।
এ ছাড়া রোমারিও এবং মার্সেলেকে একসঙ্গে একটি রেস্টুরেন্টের ছাদে ডেটিং করতে দেখা গেছে। এই দুই অসম বয়সী জুটির প্রেম নিয়ে বেশ আলোচনাও চলছে ফুটবল অঙ্গনে।
নিজের চেয়ে বয়সে ছোট নারীদের সঙ্গে রোমারিওর প্রেমের ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২২ বছর বয়সী আনা ক্যারোলিন নাজারিওর সঙ্গেও প্রেম করেছেন রোমারিও। আনা রোমারিওর চেয়ে বয়সে ৩১ বছরের ছোট ছিলেন।
ফুটবলার হিসেবে অনন্য উচ্চতা স্পর্শ করা রোমারিও একই সময়ে একাধিক সম্পর্কে জড়িয়েও আলোচনায় এসেছিলেন। এমনকি ছয় সন্তানের জনক রোমারিওকে সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্টও করাতে হয়েছিল একবার।
ব্রাজিলের বিশ্বকাপ জয়ের নায়ক রোমারিওকে সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকারদের একজন হিসেবে বিবেচনা করা হয়।
ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক রোমারিও। সর্বকালের সেরা ফুটবল তারকাদেরও একজন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। বিভিন্ন ঘটনায় আলোচিত-সমালোচিত রোমারিও প্রেমসংক্রান্ত ঘটনায় আরেকবার আলোচনায় এলেন। জানা গেছে, নিজের চেয়ে ২৫ বছরের ছোট নারীর সঙ্গে প্রেম করেছেন সাবেক এই বার্সা ফুটবলার।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন প্রেমিকার সঙ্গে ছবিও পোস্ট করেছেন ৫৬ বছর বয়সী রোমারিও। একটি র্যাপ উৎসবে ৩১ বছর বয়সী ব্লন্ডে মার্সেলে সিওলিনের সঙ্গে দেখা যায় তাঁকে। জানা গেছে, সিওলিনেকে এরই মধ্যে পরিবার ও বন্ধুদের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন রোমারিও।
এ ছাড়া রোমারিও এবং মার্সেলেকে একসঙ্গে একটি রেস্টুরেন্টের ছাদে ডেটিং করতে দেখা গেছে। এই দুই অসম বয়সী জুটির প্রেম নিয়ে বেশ আলোচনাও চলছে ফুটবল অঙ্গনে।
নিজের চেয়ে বয়সে ছোট নারীদের সঙ্গে রোমারিওর প্রেমের ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২২ বছর বয়সী আনা ক্যারোলিন নাজারিওর সঙ্গেও প্রেম করেছেন রোমারিও। আনা রোমারিওর চেয়ে বয়সে ৩১ বছরের ছোট ছিলেন।
ফুটবলার হিসেবে অনন্য উচ্চতা স্পর্শ করা রোমারিও একই সময়ে একাধিক সম্পর্কে জড়িয়েও আলোচনায় এসেছিলেন। এমনকি ছয় সন্তানের জনক রোমারিওকে সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্টও করাতে হয়েছিল একবার।
ব্রাজিলের বিশ্বকাপ জয়ের নায়ক রোমারিওকে সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকারদের একজন হিসেবে বিবেচনা করা হয়।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
২৮ মিনিট আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
১ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
১ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
২ ঘণ্টা আগে