আনচেলত্তিকে ব্রাজিলেও চান ভিনিসিয়ুস

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের পুনরায় দায়িত্ব নেওয়ার পরই যেন বদলে যেতে শুরু করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। সময়ের সঙ্গে সঙ্গে পরিণত করছেন ভিনি। ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার কৃতিত্ব দিয়েছেন আনচেলত্তিকে। আনচেলত্তিকে ব্রাজিলেরও কোচ হিসেবে দেখতে চান এই স্ট্রাইকার। 

২০২১ এ রিয়ালের কোচের দায়িত্বে ফেরেন আনচেলত্তি। এরপর থেকেই পাদপ্রতীপের আলোয় আসতে শুরু করেন ভিনিসিয়ুস। ক্ষিপ্রতা, ড্রিবলিং, গোল, অ্যাসিস্ট, সতীর্থকে বল বানিয়ে দেওয়া-ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার আছেন সবখানেই। যেখানে চলতি মৌসুমে রিয়ালের হয়ে সব ধরনের প্রতিয়োগিতা মিলে খেলেছেন ৪৫ ম্যাচ। ৪৫ ম্যাচে করেছেন ২১ গোল আর অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে। ভিনিসিয়ুসের মতে, ব্রাজিলেও আনচেলত্তির থেকে অনেক কিছু শিখতে পারবেন তিনি। গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের রিয়াল মাদ্রিদ-চেলসি ম্যাচ শেষে ভিনি বলেন, ‘আমার এবং সব খেলোয়াড়ের জন্য আনচেলত্তি সেরা কোচ। আশা করি, তিনি আমাকে রিয়াল মাদ্রিদ, ব্রাজিল-সব জায়গায় ভালো শেখাতে পারবেন।’ 

২০২২ ফুটবল বিশ্বকাপে ব্যর্থতায় ব্রাজিলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিতে। সেলেসাওদের এই কোচের শূন্যস্থান পূরণে শোনা যাচ্ছে অনেক কিংবদন্তির নাম। যার মধ্যে বেশি শোনা যাচ্ছে কার্লো আনচেলত্তির নাম। ভিনিসিয়ুস জুনিয়রের চাওয়াটাও যেন এমনই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত