ক্রীড়া ডেস্ক
লিগ ওয়ানে খেলতে গিয়ে ফুটবলার বেশ বিপদেই পড়েছেন। খেলার চেয়ে চুরির ঘটনায় বেশি বেশি শিরোনামে আসছেন ফ্রান্সের লিগটির খেলোয়াড়েরা। গত মাসে জিয়ানলুইজি দোনারুমার বাড়িতে ভয়ংকর এক ডাকাতি হয়েছিল।
সেই ঘটনার ১৫ দিনও পার হয়নি এখনো। এর মধ্যে জানা গেছে, মাতেও গুয়েনডৌজি নামে এক মিডফিল্ডারের বাড়িতে নাকি ডাকাতি হয়েছে। যে সময় ডাকাতি হয়, তখন তিনি মার্শেইয়ের মাঝমাঠ সামলাচ্ছিলেন। বেয়ার লেভারকুসেনের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলের জয়ে দলের মাঝমাঠ সামলালেও ভাগ্যের কি লীলাখেলা নিজের ঘরই সামলাতে পারলেন না তিনি।
মার্শেই শহরের ক্যাসিসে স্ত্রী ম্যায়কে নিয়ে থাকেন গুয়েনডৌজি। এই বাড়িতেই গত বুধবার ডাকাতি হয়। ডাকাতেরা শোয়ার ঘরের জানালা দিয়ে অন্দরে প্রবেশ করে। তবে খুব বেশি কিছু নিয়ে যেতে পারেনি। ২ কোটি ৭৭ লাখ টাকা মূল্যের শুধু রোলেক্স ঘড়ি নিয়ে গেছেন। সাবেক আর্সেনাল মিডফিল্ডারের স্ত্রী বাড়িতে থাকায় অল্পের মধ্যেই পার পেয়েছেন। ডাকাতদের চুরির বিষয় টের পাওয়াতে তিনি সতর্ক ঘণ্টা বাজান এবং পুলিশকে ফোন দেন। পুলিশ আসার আগেই দ্রুত পালিয়ে যায় ডাকাতেরা। স্থানীয় পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
এর আগে গত জুলাইয়ে দোনারুমা ও তাঁর স্ত্রী অ্যালেসিয়া এলিফান্তিকে তো বেঁধে রেখে প্রায় ছয় কোটি সাত লাখ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় একদল ডাকাত। পিএসজির গোলরক্ষকের বাড়িতে চুরির ঘটনার আগে এ বছরের জানুয়ারিতেই গুয়েনডৌজির সাবেক আর্সেনাল সতীর্থ সিড কোলাসিনাকের বাড়িতেও ডাকাতি হয়। কোলাসিনাকও তখন মার্শেইয়ের হয়ে খেলতেন এবং ক্যাসিসেই বসবাস করতেন। ঘটনার পর গত মাসে ইতালিয়ান ক্লাব আতালান্টায় যোগ দিয়েছেন বসনিয়া ও হার্জেগোভিনার ডিফেন্ডার।
সব মিলিয়ে সাম্প্রতিক বছরগুলোতে লিগ ওয়ানের অনেক ফুটবলারের বাড়িতেই ডাকাতির ঘটনা ঘটেছে। বিষয়টা এখন এমন হয়ে দাঁড়িয়েছে, যেন ফরাসি ডাকাতদের প্রিয় শিকার হচ্ছেন ফুটবলাররা। এর প্রমাণ মিলেছে ফ্রান্সের গোয়েন্দা সংস্থা সিরেস্কার প্রতিবেদনে। তাদের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২১ সালেই ২২ জন ফুটবলারের বাড়িতে ডাকাতি হয়েছে।
২০২১ সাল থেকে মার্শেইয়ে খেলছেন গুয়েনডৌজি। এ সময় ৯৯ ম্যাচে ১০ গোল করেছেন ফরাসি মিডফিল্ডার। স্বদেশি ক্লাবে যোগ দেওয়ার আগে আর্সেনালের হয়ে ৮২ ম্যাচ খেলে মাত্র এক গোল করেন তিনি।
লিগ ওয়ানে খেলতে গিয়ে ফুটবলার বেশ বিপদেই পড়েছেন। খেলার চেয়ে চুরির ঘটনায় বেশি বেশি শিরোনামে আসছেন ফ্রান্সের লিগটির খেলোয়াড়েরা। গত মাসে জিয়ানলুইজি দোনারুমার বাড়িতে ভয়ংকর এক ডাকাতি হয়েছিল।
সেই ঘটনার ১৫ দিনও পার হয়নি এখনো। এর মধ্যে জানা গেছে, মাতেও গুয়েনডৌজি নামে এক মিডফিল্ডারের বাড়িতে নাকি ডাকাতি হয়েছে। যে সময় ডাকাতি হয়, তখন তিনি মার্শেইয়ের মাঝমাঠ সামলাচ্ছিলেন। বেয়ার লেভারকুসেনের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলের জয়ে দলের মাঝমাঠ সামলালেও ভাগ্যের কি লীলাখেলা নিজের ঘরই সামলাতে পারলেন না তিনি।
মার্শেই শহরের ক্যাসিসে স্ত্রী ম্যায়কে নিয়ে থাকেন গুয়েনডৌজি। এই বাড়িতেই গত বুধবার ডাকাতি হয়। ডাকাতেরা শোয়ার ঘরের জানালা দিয়ে অন্দরে প্রবেশ করে। তবে খুব বেশি কিছু নিয়ে যেতে পারেনি। ২ কোটি ৭৭ লাখ টাকা মূল্যের শুধু রোলেক্স ঘড়ি নিয়ে গেছেন। সাবেক আর্সেনাল মিডফিল্ডারের স্ত্রী বাড়িতে থাকায় অল্পের মধ্যেই পার পেয়েছেন। ডাকাতদের চুরির বিষয় টের পাওয়াতে তিনি সতর্ক ঘণ্টা বাজান এবং পুলিশকে ফোন দেন। পুলিশ আসার আগেই দ্রুত পালিয়ে যায় ডাকাতেরা। স্থানীয় পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
এর আগে গত জুলাইয়ে দোনারুমা ও তাঁর স্ত্রী অ্যালেসিয়া এলিফান্তিকে তো বেঁধে রেখে প্রায় ছয় কোটি সাত লাখ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় একদল ডাকাত। পিএসজির গোলরক্ষকের বাড়িতে চুরির ঘটনার আগে এ বছরের জানুয়ারিতেই গুয়েনডৌজির সাবেক আর্সেনাল সতীর্থ সিড কোলাসিনাকের বাড়িতেও ডাকাতি হয়। কোলাসিনাকও তখন মার্শেইয়ের হয়ে খেলতেন এবং ক্যাসিসেই বসবাস করতেন। ঘটনার পর গত মাসে ইতালিয়ান ক্লাব আতালান্টায় যোগ দিয়েছেন বসনিয়া ও হার্জেগোভিনার ডিফেন্ডার।
সব মিলিয়ে সাম্প্রতিক বছরগুলোতে লিগ ওয়ানের অনেক ফুটবলারের বাড়িতেই ডাকাতির ঘটনা ঘটেছে। বিষয়টা এখন এমন হয়ে দাঁড়িয়েছে, যেন ফরাসি ডাকাতদের প্রিয় শিকার হচ্ছেন ফুটবলাররা। এর প্রমাণ মিলেছে ফ্রান্সের গোয়েন্দা সংস্থা সিরেস্কার প্রতিবেদনে। তাদের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২১ সালেই ২২ জন ফুটবলারের বাড়িতে ডাকাতি হয়েছে।
২০২১ সাল থেকে মার্শেইয়ে খেলছেন গুয়েনডৌজি। এ সময় ৯৯ ম্যাচে ১০ গোল করেছেন ফরাসি মিডফিল্ডার। স্বদেশি ক্লাবে যোগ দেওয়ার আগে আর্সেনালের হয়ে ৮২ ম্যাচ খেলে মাত্র এক গোল করেন তিনি।
প্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৪ মিনিট আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৩৬ মিনিট আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৪১ মিনিট আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
১ ঘণ্টা আগে