ক্রীড়া ডেস্ক
রেকর্ড গড়ল ম্যানচেস্টার সিটি, অমরত্বের স্বাদ পেলেন পেপ গার্দিওলা। ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে ১৩৫ বছরের ইতিহাসে টানা চারবার শিরোপা জিততে পারেনি কোনো দল। গার্দিওলার অধীনে সেই কীর্তিই গড়ল সিটি। আবারও আর্সেনালের স্বপ্ন ভেঙে প্রিমিয়ার লিগ জিতল সিটিজেনরা।
গত মৌসুমে ২৪৮ দিন শীর্ষ থেকেও সিটির হাতে শিরোপা বিসর্জন দিতে হয় গানারদের। এবারও মিকেল আর্তেতার শিষ্যদের হৃদয় ভেঙে ২ পয়েন্ট এগিয়ে থেকে ইতিহাদে শিরোপা উদ্যাপন করল গার্দিওলার দল। সিটি মৌসুম শেষ করল ৯১ পয়েন্ট নিয়ে।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে শিরোপা নিষ্পত্তি বাকি ছিল শুধু প্রিমিয়ার লিগে। ২০ বছর পর লিগ শিরোপার স্বাদ পেতে মৌসুমের শেষ দিনে গানারদের সামনে সমীকরণটা ছিল এমন—ঘরের মাঠ এমিরেটসে নিজেদের জয় ও সিটির হার। কিন্তু উল্টো এভারটনের বিপক্ষে ড্র করতে বসেছিল গানাররা। তবে ৮৯ মিনিটের কাই হাভার্টজের গোলে ২-১ ব্যবধানে আর্সেনাল জিতেছে বটে, কিন্তু সেই জয় যেন বুকে তীর হয়ে বিঁধল তাদের।
সিটি যে শিরোপার সব আয়োজন সেরে ফেলেছিল প্রথমার্ধেই! ঘরের মাঠে ওয়েস্ট হামের বিপক্ষে ফিল ফোডেনের জোড়া (২ ও ১৮ মিনিট) গোলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। ৫৯ মিনিটে সিটির ব্যবধানটা ৩-১ করেন রদ্রি। সেই ব্যবধান ধরে রেখেই ইতিহাস গড়ল গার্দিওলার দল।
রেকর্ড গড়ল ম্যানচেস্টার সিটি, অমরত্বের স্বাদ পেলেন পেপ গার্দিওলা। ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে ১৩৫ বছরের ইতিহাসে টানা চারবার শিরোপা জিততে পারেনি কোনো দল। গার্দিওলার অধীনে সেই কীর্তিই গড়ল সিটি। আবারও আর্সেনালের স্বপ্ন ভেঙে প্রিমিয়ার লিগ জিতল সিটিজেনরা।
গত মৌসুমে ২৪৮ দিন শীর্ষ থেকেও সিটির হাতে শিরোপা বিসর্জন দিতে হয় গানারদের। এবারও মিকেল আর্তেতার শিষ্যদের হৃদয় ভেঙে ২ পয়েন্ট এগিয়ে থেকে ইতিহাদে শিরোপা উদ্যাপন করল গার্দিওলার দল। সিটি মৌসুম শেষ করল ৯১ পয়েন্ট নিয়ে।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে শিরোপা নিষ্পত্তি বাকি ছিল শুধু প্রিমিয়ার লিগে। ২০ বছর পর লিগ শিরোপার স্বাদ পেতে মৌসুমের শেষ দিনে গানারদের সামনে সমীকরণটা ছিল এমন—ঘরের মাঠ এমিরেটসে নিজেদের জয় ও সিটির হার। কিন্তু উল্টো এভারটনের বিপক্ষে ড্র করতে বসেছিল গানাররা। তবে ৮৯ মিনিটের কাই হাভার্টজের গোলে ২-১ ব্যবধানে আর্সেনাল জিতেছে বটে, কিন্তু সেই জয় যেন বুকে তীর হয়ে বিঁধল তাদের।
সিটি যে শিরোপার সব আয়োজন সেরে ফেলেছিল প্রথমার্ধেই! ঘরের মাঠে ওয়েস্ট হামের বিপক্ষে ফিল ফোডেনের জোড়া (২ ও ১৮ মিনিট) গোলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। ৫৯ মিনিটে সিটির ব্যবধানটা ৩-১ করেন রদ্রি। সেই ব্যবধান ধরে রেখেই ইতিহাস গড়ল গার্দিওলার দল।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
১ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৪ ঘণ্টা আগে