অষ্টম ব্যালন ডি’অর বিজয়ী মেসি জিততে চান আরও শিরোপা 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৫: ৩৯
Thumbnail image

লিওনেল মেসির ক্যাবিনেটে কত ট্রফি, তা কি তিনি নিজে গুনে শেষ করতে পারবেন? এ ক্ষেত্রে অধিকাংশের উত্তর ‘না’ হওয়ার সম্ভাবনা বেশি। ক্যারিয়ারে প্রতি বছরই কোনো না কোনো পুরস্কার তিনি জিতেছেন। আটবার তো জিতেছেন ব্যালন ডি’অর। এর পাশাপাশি গোল্ডেন বল, ফিফা দ্য বেস্টের মতো শিরোপাও জিতেছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার শিরোপার সংখ্যাটা আরও বাড়াতে চান। 

ক্লাব প্রীতি ম্যাচে আজ ভোরে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি ও নিউইয়র্ক সিটি। মেসির অষ্টম ব্যালন ডি’অর জয়ের জমকালো উদ্‌যাপন হয়েছে ডিআরভি পিংক স্টেডিয়ামে। গ্যালারি ছিল দর্শকে ঠাসা। মেজর লিগ সকার (এমএলএস) কমিশনার ডন গার্বার, ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এই মেসিজাদুতেই লিগস জিতে প্রথমবারের মতো মেজর শিরোপা জয়ের স্বাদ পায় মায়ামি। তবে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের লক্ষ্যটা আরও বড়। ভবিষ্যতে আরও অনেক শিরোপাজয়ের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। দর্শকপূর্ণ স্টেডিয়ামে ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর উঁচিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘কোনো সন্দেহ নেই যে সামনের বছর আরও ভালো খেলব। আমরা আমাদের খেলা উপভোগ করব ও আরও শিরোপা জেতার চেষ্টা করব। আশা করি, আপনারা আমার পাশে থাকবেন।’ 

বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) পর ইন্টার মায়ামি—এ নিয়ে তৃতীয় ক্লাবে খেলছেন মেসি। যেখানে এ বছরই পিএসজির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। মাঠে নামলেই শুনতে হতো দুয়োধ্বনি। এর পরই পিএসজি ছেড়ে চলে আসেন মায়ামিতে খেলতে। এখানে এসে শুরু থেকেই পরিবারসহ সুখে-শান্তিতে থাকছেন মেসি। আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে সেলফি তোলা, অটোগ্রাফ নিতে ভক্ত-সমর্থকেরা রীতিমতো পাগল। মায়ামিতে এসে দ্রুত মানিয়ে নিতে পারায় ধন্যবাদ জানিয়েছেন মেসি। আর্জেন্টাইন তারকা ফুটবলার বলেন, ‘আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে ভালো লাগছে। এখানে অল্প সময় থাকলেও মনে হচ্ছে অনেক দিন আছি। শুধু যে এখানে যাঁরা আছেন, তাঁদেরই নয়, মায়ামির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে ও আমার পরিবারকে আপনারা আপন করে নিয়েছেন।’ 

মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন এমএলএস কমিশনার গার্বার। এমএলএস কমিশনার বলেন, ‘আপনারা যাঁরা ইন্টার মায়ামির ভক্ত-সমর্থক, তাঁরা সেরা খেলোয়াড় পেয়ে গেছেন। সে অষ্টম ব্যালন ডি’অর জিতেছে। আপনাদের দলকে লিগস কাপ এনে দিয়েছে। মেজর লিগ সকারে নিজের ওপর বিশ্বাস রাখার জন্য তোমাকে ধন্যবাদ লিও।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত