ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের প্রথম দিন ১০ জনের আর্সেনালকে হারাল ম্যানচেস্টার সিটি। এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল। নাটকীয় ম্যাচে উত্তেজনা চূড়ায় ওঠে অতিরিক্ত সময়ে। গোল করে সিটিকে শিরোপার পথে আরও এগিয়ে দিলেন রদ্রি। মিকেল আর্তেতার দলের বিপক্ষে টেবিল টপারদের জয় ২-১ গোলে।
ম্যাচের শুরুটা দুর্দান্ত করেছিল আর্সেনাল। গোলও পেতে পারত শুরুতেই। অল্পের জন্য পেনাল্টি পায়নি গানাররা। প্রতি-আক্রমণে এক বক্সে ঢুকে পড়া মার্টিন ওডেগোরকে স্লাইড ট্যাকল করে ফেলে দেন সিটি গোলরক্ষক এদেরসন। পেনাল্টির জোরালো আবেদন করে আর্সেনাল। তবে কর্নারের বাঁশি বাজান রেফারি। পেনাল্টি না পেলেও শুরুতে আর্সেনালই গোল পেয়েছে। লড়াইয়ের ম্যাচে ৩১ তম মিনিটে দলকে এগিয়ে নেন বুকোয়া সাকা। দারুণ এক প্লেসিং শটে বল জালয়ে জড়ান তরুণ ইংলিশ তারকা।
ম্যাচের ছবি পালটে যায় দ্বিতীয়ার্ধে। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে সিটি। ৫৫ মিনিটে গ্রানিত জাকা বার্নার্দো সিলভার জার্সি টেনে ধরায় বক্সের ভেতর পড়ে যান সিটি তারকা। শুরুতে অবশ্য পেনাল্টি দেননি রেফারি। পরে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় সিটি। গোল করে দলকে সমতায় ফেরান রিয়াদ মাহারেজ। এই পেনাল্টি রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়ায় আর্সেনাল খেলোয়াড়েরা। সমর্থকেরাও রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।
সমতায় ফেরার পর ম্যাচ এগোচ্ছিল ড্রয়ের দিকে। ১-১ গোলেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। নাটকের শেষ মঞ্চায়ন তখনো বাকি। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে রদ্রির দিকে বল বাড়ান ডি ব্রুইন। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে বুনো উল্লাসে মেতে ওঠেন রদ্রি। শেষপর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের প্রথম দিন ১০ জনের আর্সেনালকে হারাল ম্যানচেস্টার সিটি। এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল। নাটকীয় ম্যাচে উত্তেজনা চূড়ায় ওঠে অতিরিক্ত সময়ে। গোল করে সিটিকে শিরোপার পথে আরও এগিয়ে দিলেন রদ্রি। মিকেল আর্তেতার দলের বিপক্ষে টেবিল টপারদের জয় ২-১ গোলে।
ম্যাচের শুরুটা দুর্দান্ত করেছিল আর্সেনাল। গোলও পেতে পারত শুরুতেই। অল্পের জন্য পেনাল্টি পায়নি গানাররা। প্রতি-আক্রমণে এক বক্সে ঢুকে পড়া মার্টিন ওডেগোরকে স্লাইড ট্যাকল করে ফেলে দেন সিটি গোলরক্ষক এদেরসন। পেনাল্টির জোরালো আবেদন করে আর্সেনাল। তবে কর্নারের বাঁশি বাজান রেফারি। পেনাল্টি না পেলেও শুরুতে আর্সেনালই গোল পেয়েছে। লড়াইয়ের ম্যাচে ৩১ তম মিনিটে দলকে এগিয়ে নেন বুকোয়া সাকা। দারুণ এক প্লেসিং শটে বল জালয়ে জড়ান তরুণ ইংলিশ তারকা।
ম্যাচের ছবি পালটে যায় দ্বিতীয়ার্ধে। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে সিটি। ৫৫ মিনিটে গ্রানিত জাকা বার্নার্দো সিলভার জার্সি টেনে ধরায় বক্সের ভেতর পড়ে যান সিটি তারকা। শুরুতে অবশ্য পেনাল্টি দেননি রেফারি। পরে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় সিটি। গোল করে দলকে সমতায় ফেরান রিয়াদ মাহারেজ। এই পেনাল্টি রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়ায় আর্সেনাল খেলোয়াড়েরা। সমর্থকেরাও রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।
সমতায় ফেরার পর ম্যাচ এগোচ্ছিল ড্রয়ের দিকে। ১-১ গোলেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। নাটকের শেষ মঞ্চায়ন তখনো বাকি। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে রদ্রির দিকে বল বাড়ান ডি ব্রুইন। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে বুনো উল্লাসে মেতে ওঠেন রদ্রি। শেষপর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
মিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
৭ মিনিট আগেকোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।
৩৫ মিনিট আগেস্মৃতির পাতা উল্টে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে একবার ঘুরে আসা যাক। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আনন্দ উল্লাসে মত্ত, তখন হতাশায় মুষড়ে পড়েন যশস্বী জয়সওয়ালসহ ভারতীয় ক্রিকেটাররা। অথচ চার বছর পর দেখা যাচ্ছে দুই দলের ক্রিকেটারদের আকাশ-পাতাল ব্যবধান।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে আজ রাত ৮টায়। তার আগে বিকেল ৪টায় শু ২০২৫ আইপিএল সামনে রেখে আইপিএলের মেগা নিলাম শুরু। ক্লাব ফুটবলের একগাদা ম্যাচ রয়েছে রাতে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে