বার্সার ডাগআউটে আজই কি শেষ দিন কোমানের? 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

সময়টা বড্ড বাজে যাচ্ছে বার্সেলোনার। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য স্পেনের অভিজাত ক্লাবটি। দুটিই আবার চ্যাম্পিয়নস লিগের মঞ্চে।

বায়ার্ন মিউনিখের পর বেনফিকার বিপক্ষেও বার্সা পেয়েছে ৩-০ গোলে হারের তিক্ত স্বাদ। ৪৮ বছর পর ইউরোপ-সেরার মঞ্চে টানা দুই ম্যাচে হার দেখেছে কাতালান পরাশক্তিরা। 

আজ রাতে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। লা লিগায় ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ছয় নম্বরে আছে তারা। আতলেতিকোর বিপক্ষে ম্যাচই হতে পারে বার্সা কোচ হিসেবে রোনাল্ড কোমানের শেষ দিন। এমনটাই দাবি করছে একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম। 

তবে কোমানকে ছাঁটাই করলে বার্সাকে গুনতে হবে ১২ মিলিয়ন ইউরো (১১৯ কোটি টাকা)। ক্লাবের আর্থিক দুরবস্থার মধ্যে মোটা অঙ্কের টাকা গচ্চা দেবে কি না, সে প্রশ্নও উঠছে। তা ছাড়া সাবেক কোচ কিকে সেতিয়েনের পাওনা এখনো পরিশোধ করেনি দলটি। 

বার্সার সহ-সভাপতি এদুয়ার্দ রোমিও অবশ্য টাকার অঙ্ককে সমস্যা হিসেবে দেখছেন না। তাঁর দাবি, কোমানকে ছাঁটাই করলে টাকা বড় সমস্যা হবে না। বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ, জুভেন্টাসের সাবেক কোচ আন্দ্রেয়া পিরলো, রিভার প্লেট কোচ মার্সেলো গালারদোর সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে বার্সা।

রাতে আতলেতিকোর বিপক্ষে ম্যাচ শেষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ক্লাব ফুটবল বন্ধ থাকবে দুই সপ্তাহ। এই সময়ের ভেতর হয়তো নির্ধারিত হবে কোমানের ভাগ্য। ভাগ্যকে নিশ্চয়ই সুতোয় ঝুলে রাখতে চাইবেন না কোমানও। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত