Ajker Patrika

শীর্ষস্থান থেকে আর্জেন্টিনাকে সরানোই যাচ্ছে না

ক্রীড়া ডেস্ক    
টানা দুই বার কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ছবি: এএফপি
টানা দুই বার কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ছবি: এএফপি

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে আর্জেন্টিনাকে সরানো এখন অনেক কঠিন কাজ হয়ে গেছে। বিশ্ব ফুটবলে তাদের যে দাপট চলছে, তাতে এমনটা হওয়াটাই যে স্বাভাবিক। দেড় বছরেরও বেশি সময় ধরে তারা ফুটবল র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে অবস্থান করছে।

২১ দিন পর দলগুলোর অবস্থান নিয়ে আজ র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। যথারীতি র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা। লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজদের নিয়ে গড়া দলটির রেটিং পয়েন্ট ১৮৬৭.২৫। নতুন হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে ১১৩ পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ১৮৫৯.৭৮ ও ১৮৫৩.২৭ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতো দুই ও তিনে অবস্থান করছে ফ্রান্স ও স্পেন। চার থেকে দশে আছে ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি ও জার্মানি।

দুই ধাপ এগিয়ে ১১৪ নম্বরে উঠে এসেছে ভিয়েতনাম। রেটিং পয়েন্ট ১১৬১.১১ থেকে বেড়ে হয়েছে ১১৬৪.৭৯। বাংলাদেশ আগের মতো ১৮৫ নম্বরে অবস্থান করছে। হাভিয়ের কাবরেরোর দলের রেটিং পয়েন্ট আগের মতোই ৮৯৮.৮১।

২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইলে ধ্রুপদী ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছিল আর্জেন্টিনা। চার মাস পর আলবিসেলেস্তেরা পায় সুখবর। ২০২৩ সালের ৬ এপ্রিল ব্রাজিলকে হটিয়ে ফুটবলের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠে আর্জেন্টিনা।

২০২৩ সালের এপ্রিল থেকে ২০ মাস ধরে আর্জেন্টিনা ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটা ধরে রেখেছে। আর্জেন্টিনা এরপর এ বছরের ১৫ জুলাই জেতে কোপা আমেরিকা। টানা দু্ইবার চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ ১৬ বার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট জয়ের কীর্তি গড়ে আলবিসেলেস্তেরা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বেও শীর্ষে আর্জেন্টিনা। ১২ ম্যাচ ৮ জয়, ৩ পরাজয় ও ১ ড্রয়ে আলবিসেলেস্তেদের পয়েন্ট ২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত