ক্রীড়া ডেস্ক
আল নাসরে খেলা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে ছিল অন্যরকম এক চ্যালেঞ্জ। নতুন ক্লাবের খেলার ধরন তো রয়েছেই, রোনালদোর জন্য কঠিন পরীক্ষা ছিল সৌদি আরবের তপ্ত আবহাওয়া। সৌদির এই গরমে কাবু হয়েছিলেন পর্তুগিজ এই তারকা ফুটবলারও।
গত বছরের শেষের দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে পিয়ার্স মরগানকে সাক্ষাৎকার দিয়ে বিপাকে পড়েন রোনালদো। এর পরিপ্রেক্ষিতে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে ক্লাব কর্তৃপক্ষ। তারপর আল-নাসরের সঙ্গে মোটা অঙ্কের টাকায় (প্রতিবছর ৭৭৩ কোটি টাকা) দুই বছরের চুক্তি হয় রোনালদোর। এশিয়ায় এই প্রথম খেলছেন তিনি। এর আগে স্পোর্টিং সিপি, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ—এই চারটি ইউরোপীয়ান ক্লাবের হয়ে খেলেছেন তিনি। শীতপ্রধান আবহাওয়ায় যিনি আজীবন খেলে এসেছেন, তার কাছে মধ্যপ্রাচ্যের গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটা তো একটু কঠিনই। যেখানে সৌদিতে গড় তাপমাত্রা থাকে ৪০-এর আশপাশে। লাইভস্কোর ডট কমে পর্তুগিজ এই তারকা ফুটবলার বলেন, ‘সৌদিতে এসে সবচেয়ে বড় পার্থক্য যেটা আমি খুঁজে পেয়েছি, তা হলো তাপমাত্রা। এরপর যখন পরিবেশ কিছুটা ঠান্ডা হয়েছে, তখন অনুশীলন করেছি। এভাবে আমি তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিয়েছি। এখানের সমর্থকেরা সত্যিই অবিশ্বাস্য। তারা আমাকে ভালোমতো স্বাগত জানিয়েছে। প্রত্যেক দেশ ও তাদের লিগ ভিন্ন। ইউরোপে তিনটা ভিন্ন লিগের অভিজ্ঞতা হওয়ায় আমি বেশ খুশি।’
গোল করার পরই রোনালদোর ‘সিউ’ বলে উদ্যাপন করা চিরপরিচিত দৃশ্য। ফুটবলার ছাড়াও তার এই উদ্যাপনকে অনুকরণ করেন অন্যান্য ক্রীড়াবিদেরা। নিজের এই উদ্যাপন প্রসঙ্গে পর্তুগিজ এই ফরোয়ার্ড বলেন, ‘সারা বিশ্বেই এটা বেশ ভালোই পরিচিতি পেয়েছে। অন্য খেলোয়াড়দের এমন উদ্যাপন করা এবং তাদের উদ্যাপনের ভিডিও যখন অনেকে আমাকে পাঠায়, খুব ভালো লাগে। এটা সত্যিই দারুণ। এটার অর্থ হলো ‘ইয়েস’। খুব সাধারণ হলেও এটা অনেক অর্থবহ।’
রোনালদোর পর এখন অনেক তারকা ফুটবলার নেওয়ার চেষ্টা করছে সৌদি আরবের ফুটবল। কদিন আগে করিম বেনজেমার সঙ্গে আল ইত্তিহাদের তিন বছরের চুক্তি হয়েছে। নেইমার, লুকা মদ্রিচরাও আছেন সৌদির রাডারে। এ ছাড়া লিওনেল মেসিকে নিতে মোটা অঙ্কের টাকার চুক্তির প্রস্তাব দিয়েছিল আল হিলাল।
আল নাসরে খেলা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে ছিল অন্যরকম এক চ্যালেঞ্জ। নতুন ক্লাবের খেলার ধরন তো রয়েছেই, রোনালদোর জন্য কঠিন পরীক্ষা ছিল সৌদি আরবের তপ্ত আবহাওয়া। সৌদির এই গরমে কাবু হয়েছিলেন পর্তুগিজ এই তারকা ফুটবলারও।
গত বছরের শেষের দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে পিয়ার্স মরগানকে সাক্ষাৎকার দিয়ে বিপাকে পড়েন রোনালদো। এর পরিপ্রেক্ষিতে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে ক্লাব কর্তৃপক্ষ। তারপর আল-নাসরের সঙ্গে মোটা অঙ্কের টাকায় (প্রতিবছর ৭৭৩ কোটি টাকা) দুই বছরের চুক্তি হয় রোনালদোর। এশিয়ায় এই প্রথম খেলছেন তিনি। এর আগে স্পোর্টিং সিপি, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ—এই চারটি ইউরোপীয়ান ক্লাবের হয়ে খেলেছেন তিনি। শীতপ্রধান আবহাওয়ায় যিনি আজীবন খেলে এসেছেন, তার কাছে মধ্যপ্রাচ্যের গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটা তো একটু কঠিনই। যেখানে সৌদিতে গড় তাপমাত্রা থাকে ৪০-এর আশপাশে। লাইভস্কোর ডট কমে পর্তুগিজ এই তারকা ফুটবলার বলেন, ‘সৌদিতে এসে সবচেয়ে বড় পার্থক্য যেটা আমি খুঁজে পেয়েছি, তা হলো তাপমাত্রা। এরপর যখন পরিবেশ কিছুটা ঠান্ডা হয়েছে, তখন অনুশীলন করেছি। এভাবে আমি তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিয়েছি। এখানের সমর্থকেরা সত্যিই অবিশ্বাস্য। তারা আমাকে ভালোমতো স্বাগত জানিয়েছে। প্রত্যেক দেশ ও তাদের লিগ ভিন্ন। ইউরোপে তিনটা ভিন্ন লিগের অভিজ্ঞতা হওয়ায় আমি বেশ খুশি।’
গোল করার পরই রোনালদোর ‘সিউ’ বলে উদ্যাপন করা চিরপরিচিত দৃশ্য। ফুটবলার ছাড়াও তার এই উদ্যাপনকে অনুকরণ করেন অন্যান্য ক্রীড়াবিদেরা। নিজের এই উদ্যাপন প্রসঙ্গে পর্তুগিজ এই ফরোয়ার্ড বলেন, ‘সারা বিশ্বেই এটা বেশ ভালোই পরিচিতি পেয়েছে। অন্য খেলোয়াড়দের এমন উদ্যাপন করা এবং তাদের উদ্যাপনের ভিডিও যখন অনেকে আমাকে পাঠায়, খুব ভালো লাগে। এটা সত্যিই দারুণ। এটার অর্থ হলো ‘ইয়েস’। খুব সাধারণ হলেও এটা অনেক অর্থবহ।’
রোনালদোর পর এখন অনেক তারকা ফুটবলার নেওয়ার চেষ্টা করছে সৌদি আরবের ফুটবল। কদিন আগে করিম বেনজেমার সঙ্গে আল ইত্তিহাদের তিন বছরের চুক্তি হয়েছে। নেইমার, লুকা মদ্রিচরাও আছেন সৌদির রাডারে। এ ছাড়া লিওনেল মেসিকে নিতে মোটা অঙ্কের টাকার চুক্তির প্রস্তাব দিয়েছিল আল হিলাল।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্যাটিংয়ে ধানমন্ডি স্পোর্টস ক্লাব শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ২৫ ওভারে ১০৭ রান তুলতেই ধানমন্ডি হারায় ৪ উইকেট...
১৬ মিনিট আগেআইসিসি ইভেন্টে ম্যাট হেনরি বনে যান ভারতের ‘যম’। নিউজিল্যান্ডের অন্যান্য বোলারদের চেয়ে এই পেসারকে সামলাতে হিমশিম খায় ভারত। এবার যখন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল দরজায় কড়া নাড়ছে, তখন তাকে নিয়ে দোটানায় পড়েছে কিউইরা।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শেষ হচ্ছে ঠিকই, তবে ভারতের সমালোচনা এখনো চলছেই। পাকিস্তানে খেলতে না যাওয়ায় পুরো টুর্নামেন্টই যেন কিছুটা রং হারিয়েছে। পাকিস্তান-দুবাই করতে করতে অন্য দলগুলো ভ্রমণ ঝক্কিতে ক্লান্ত। আগামী পরশু ভারতের ফাইনালের প্রতিপক্ষ নিউজিল্যান্ডও ভ্রমণ হ্যাপায় ক্লান্ত। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ভ্রমণ
১ ঘণ্টা আগেফিফার সবচেয়ে বড় আয়োজন ছেলেদের ফুটবল বিশ্বকাপ। তাদের অন্য সব ইভেন্টের চেয়ে পুরুষদের বিশ্বকাপের গুরুত্ব ও আলোচনাও বেশি। পুরো বিশ্ব এক হয়ে তাকিয়ে থাকে বিশ্বকাপ দেখতে। ফিফার অন্যান্য ইভেন্টের চেয়ে ছেলেদের বিশ্বকাপের প্রাইজমানিও সবচেয়ে বেশি ছিল। তবে এবার সে রেকর্ড ভাঙতে চলেছে। কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও
৪ ঘণ্টা আগে