ক্রীড়া ডেস্ক
আর্থিক সংকটের কারণে বার্সেলোনা প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে ছাড়তে বাধ্য হয়েছে। নতুন মৌসুম শুরুর আগে এবার ক্লাবটির পকেটে নাকি ৮ হাজার ৩৩৭ কোটি টাকা ঢুকেছে। এত অল্প সময়ে কীভাবে নিজেদের সংকট কাটিয়ে এত টাকা আয় করেছেন, তা জানিয়েছেন ক্লাবটির সভাপতি হুয়ার্ন লাপোর্তা। গতকাল বার্সেলোনা সমর্থকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ন্যূ ক্যাম্প স্টেডিয়ামে পরিচয় করিয়ে দেন রবার্ট লেভানডফস্কিকে। এ অনুষ্ঠানেই ক্লাব সভাপতি নিজেদের আয়ের বিষয়টি পরিষ্কার করেছেন।
গত মৌসুম ক্লাবটির আর্থিক সংকটের প্রভাব পড়েছিল খেলায়। তারা গত মৌসুম ফ্রি এজেন্টের ফুটবলার ছাড়া কিনতে পারেননি কোনো বড় তারকাকে। এবার গ্রীষ্মকালীন দলবদলে বড় তারকাদের ভিড়িয়েছেন দলে, যার মধ্যে লেভানডফস্কি, রাফিনহা উল্লেখযোগ্য। দলবদলের শেষ সময়ে আরও দুই-একজনকে কেনার কথাও চলছে, যার ফলে ক্লাবটির ফুটবলার কেনা দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছে। বায়ার্ন মিউনিখের কোচ নাগালসমান তো বলে দিয়েছেন, এত টাকা বার্সেলোনা পাচ্ছে কোথা থেকে?
বার্সার সভাপতি লাপোর্তা তাঁদের আয়ের বিষয়ে বলেছেন,‘ শেষ দুই মাসে আমরা বেশ কিছু চুক্তি করেছি। সেখান থেকে ৮৩৭৭ কোটি টাকা আয় হয়েছে। আমাদের তহবিলে কোনো সমস্যা নেই। আমরা এই মৌসুমে আর্থিক লাভে শেষ করেছি।। আমাদের যা প্রয়োজন ছিল তা করেছি, আমরা আত্মবিশ্বাসী যে নতুন খেলোয়াড়দের নিবন্ধন করাতে পারব।’
বার্সেলোনা গত দুই মাসে নিজেদের স্টুডিও, মার্চেন্ডাইজিং, টিভি স্বত্ব, ন্যু ক্যাম্প ভাড়া আর জার্সি স্পনসরশিপ বিক্রি করে বড় অঙ্কের এই অর্থ আয় করেছে। আর্থিক বিষয়ের সঙ্গে লাপোর্তা ক্লাব নিয়েও কথা বলেছেন। লেভানডফস্কিকে পরিচয় করিয়ে দেওয়ার সময় তিনি বলেছেন, ‘আজকের দিনটি একটা ঐতিহাসিক দিন, যা অনুষ্ঠানেই দেখতে পাচ্ছি। এটা এমন একটা দিন, বার্সার সমর্থকেরা ক্লাবটাকে আরও বেশি অনুভব করতে পারবেন।’
আর্থিক সংকটের কারণে বার্সেলোনা প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে ছাড়তে বাধ্য হয়েছে। নতুন মৌসুম শুরুর আগে এবার ক্লাবটির পকেটে নাকি ৮ হাজার ৩৩৭ কোটি টাকা ঢুকেছে। এত অল্প সময়ে কীভাবে নিজেদের সংকট কাটিয়ে এত টাকা আয় করেছেন, তা জানিয়েছেন ক্লাবটির সভাপতি হুয়ার্ন লাপোর্তা। গতকাল বার্সেলোনা সমর্থকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ন্যূ ক্যাম্প স্টেডিয়ামে পরিচয় করিয়ে দেন রবার্ট লেভানডফস্কিকে। এ অনুষ্ঠানেই ক্লাব সভাপতি নিজেদের আয়ের বিষয়টি পরিষ্কার করেছেন।
গত মৌসুম ক্লাবটির আর্থিক সংকটের প্রভাব পড়েছিল খেলায়। তারা গত মৌসুম ফ্রি এজেন্টের ফুটবলার ছাড়া কিনতে পারেননি কোনো বড় তারকাকে। এবার গ্রীষ্মকালীন দলবদলে বড় তারকাদের ভিড়িয়েছেন দলে, যার মধ্যে লেভানডফস্কি, রাফিনহা উল্লেখযোগ্য। দলবদলের শেষ সময়ে আরও দুই-একজনকে কেনার কথাও চলছে, যার ফলে ক্লাবটির ফুটবলার কেনা দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছে। বায়ার্ন মিউনিখের কোচ নাগালসমান তো বলে দিয়েছেন, এত টাকা বার্সেলোনা পাচ্ছে কোথা থেকে?
বার্সার সভাপতি লাপোর্তা তাঁদের আয়ের বিষয়ে বলেছেন,‘ শেষ দুই মাসে আমরা বেশ কিছু চুক্তি করেছি। সেখান থেকে ৮৩৭৭ কোটি টাকা আয় হয়েছে। আমাদের তহবিলে কোনো সমস্যা নেই। আমরা এই মৌসুমে আর্থিক লাভে শেষ করেছি।। আমাদের যা প্রয়োজন ছিল তা করেছি, আমরা আত্মবিশ্বাসী যে নতুন খেলোয়াড়দের নিবন্ধন করাতে পারব।’
বার্সেলোনা গত দুই মাসে নিজেদের স্টুডিও, মার্চেন্ডাইজিং, টিভি স্বত্ব, ন্যু ক্যাম্প ভাড়া আর জার্সি স্পনসরশিপ বিক্রি করে বড় অঙ্কের এই অর্থ আয় করেছে। আর্থিক বিষয়ের সঙ্গে লাপোর্তা ক্লাব নিয়েও কথা বলেছেন। লেভানডফস্কিকে পরিচয় করিয়ে দেওয়ার সময় তিনি বলেছেন, ‘আজকের দিনটি একটা ঐতিহাসিক দিন, যা অনুষ্ঠানেই দেখতে পাচ্ছি। এটা এমন একটা দিন, বার্সার সমর্থকেরা ক্লাবটাকে আরও বেশি অনুভব করতে পারবেন।’
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
১ ঘণ্টা আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৩ ঘণ্টা আগে